close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Hindi available ang video na ito, kailangan mong magrenta ng video para mapanood ito.

Susunod

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পল্লীশ্রী’র দোয়া মাহফিল

1 Mga view· 0 Mga pagbili· 31/12/25
Sifat Asmain
Sifat Asmain
1 Mga subscriber
1

⁣দিনাজপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর দিনাজপুর বালুবাড়ি পল্লীশ্রী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পল্লীশ্রীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

দোয়া মাহফিলে পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আত্মার মাগফেরাত কামনায় আমরা আজ একত্রিত হয়েছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল (খোকন) বলেন, তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সেলিম রেজা ও সামশুন নাহার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা হুমায়ুন কবির, এইচআর ইনচার্জ শামীমা বেগম পপি। তারা সবাই বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান স্মরণ করেন।

এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, নবরূপী, জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুর ইনস্টিটিউট, স্থানীয় সাংবাদিক, পল্লীশ্রীর নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon

Susunod