কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
দিনাজপুর সীমান্তে শুন্যহাতে পুশইন করাচ্ছে বিএসএফ
স্টাফ রিপোর্টার > সাম্প্রতিক সময়ে দিনাজপুর এবং ঠাকুরগাঁও বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে কয়েক দফায় ৫৭ জন বাংলাদেশী নারী পুরুষ শিশুকে শুন্যহাতে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। শ্রম বিক্রি করে কষ্টে উপার্জিত টাকা পয়সা পরনের কাপড়সহ ব্যক্তি অর্জিত কোন সম্বল দেশে আনতে দেওয়া হয়নি তাদের। যথাযথ প্রক্রিয়া অনুসরনের পরিবর্তে রাতের আধারে বাংলাদেশে পুশইন করা হয়েছে তাদের।
সীমান্ত পরিস্থিতির বিষয়ে আজ বৃহস্পতিবার বিকালে শহীদ কর্নেল গুলজার হলে রুমে আয়োজিত প্রেস ব্রিফিং করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪২ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। এসময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মাহফুজুর রহমান এবং সুবেদার মেজর সামিউল ইসলামসহ অন্যান্যরা।
৪২ ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেছেন, যথাযথ নিয়ম অনুসরন না করে জোর করে দিনাজপুরে ১৫জন এবং ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত দিয়ে ৪২জনসহ ৫৭ জনকে পুশইনের ঘটনায় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। পুশইনের শিকারদের স্বীকারোক্তি উদ্ধৃত করে তিনি আরো জানান,সবাইকে শুন্যহাতে পুশইন করা হয়েছে। কষ্টার্জিত টাকা পয়সা পরনের কাপড়সহ ব্যক্তিগত কোন কিছুই সঙ্গে আনতে পারেনি তারা।
তিনি আরো জানান, আসন্ন ঈদুল আজহায় খামারিদের ক্ষতি থেকে রক্ষায় সীমান্ত পথে গরু পাচার রোধে এবং কোরবানীর পশুর চামড়া পাচার ঠেকাতে কঠোর সতর্ক অবস্হান নিয়ে দ্বায়িত্ব পালন করছেন তারা । পাশাপাশি সীমান্ত অপরাধ ঠেকানোসহ ঈদে সাধারন মানুষের নিরাপত্তা এবং আইন শৃংখলা রক্ষায় সীমান্ত বাসিদের সাথে নিয়ে বিজিবি দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।
###