ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
סרטון זה אינו זמין, עליך לשכור את הסרטון כדי לצפות בו.
দিনাজপুর-৬ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হকের মনোনয়নপত্র জমা
দিনাজপুর-৬ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হকের মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা) সংসদীয় আসন থেকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)এর যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (২৯ ডিসেম্বর) সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে দিনাজপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উৎসবমুখর পরিবেশে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনটি দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের চারটি উপজেলা নিয়ে গঠিত এবং এখানে পাঁচ লক্ষাধিক ভোটার রয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে এই আসনে এবি পার্টির অংশগ্রহণকে স্থানীয় রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
