close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

اگلا

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নরসিংহপুর পর্যন্ত রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি চ

3 مناظر· 16/06/25
Nazmul hauqe Emu
Nazmul hauqe Emu
1 سبسکرائبرز
1

আশুলিয়া, ঢাকা | সোমবার, ১৬ জুন ২০২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত অংশে দ্রুত সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলমান থাকলেও সংশ্লিষ্ট সড়কটিতে যান চলাচলের অনুপযোগী অবস্থা দীর্ঘায়িত হওয়ায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে গর্ত ও খোঁড়াখুঁড়ি, বিশেষ করে নরসিংহপুর এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যানবাহন চলাচলের সময় ধুলা, কাদা এবং নির্মাণসামগ্রীও বাড়িয়ে তুলছে দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, সংস্কার ছাড়াই দিনের পর দিন সড়কের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করানো হচ্ছে, যা শুধু যানজটই নয় বরং মানুষের জীবনকেও বিপন্ন করে তুলছে।

নিয়মিত দুর্ঘটনার মধ্যে রয়েছে

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত।

রিকশা ও পিকআপের সংঘর্ষ।

সন্ধ্যার পর আলোর অভাবে পথচারীদের পড়ে যাওয়া ইত্যাদি।

এ প্রসঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “নির্মাণকাজের সঙ্গে সমন্বয় রেখে সংস্কার কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে।”
তবে, সাধারণ মানুষের দাবি— যথাসময়ে সংস্কার না হলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই চিন্তা করতে হবে।

🪧 প্রস্তাবনা:
জরুরি ভিত্তিতে সড়কের গর্ত ভরাট।
অস্থায়ী আলোকসজ্জা স্থাপন।
নির্মাণ সামগ্রী নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ।
ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বিকল্প রুট বা নিয়ন্ত্রণ টিম।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا