ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাবের নিরাপত্তা জোরদার
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখি মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কুমিল্লা জেলায় সড়ক মহাসড়কে টহল জোরদারসহ চেকপোস্ট স্থাপন করে যানবাহনগুলোতে তল্লাশি করছে র্যাব-১১ ব্যাটেলিয়ান।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে কুমিল্লা জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড৷সহ বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন র্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।
দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন শেষে দাউদকান্দি বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের তিনি জানান, মানুষের এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে গত কয়েকদিন ধরেই মহাসড়কগুলোতে টহলের পাশাপাশি নানা কার্যক্রম পরিচালনা করছে র্যাব। মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে এবং ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রনে র্যাব-১১ ব্যাটেলিয়ান বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সাঁড়াশি অভিযান ও যানবাহনে তল্লাশি অব্যাহত রেখেছে।
পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকার গরুর হাট পরিদর্শন করেন তিনি।
gd