Als nächstes

বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, আইইবি'র ঢাকা সেন্টারের লোকাল মেম্বার

8 Ansichten· 20/06/25
SHARIF MIA
SHARIF MIA
111 Abonnenten
111
Im Politik

⁣নলতা কালী মাতা মন্দিরের পরিচালনা কমিটির আমন্ত্রনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, আইইবি'র ঢাকা সেন্টারের লোকাল মেম্বার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগের কো-অর্ডিনেটর ইঞ্জিঃ মোঃ আইয়ুব হোসেন (মুকুল)।

এসময় তিনি মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায় মানুষের সার্বিক খোঁজ খবর নেন। একইসাথে মন্দিরে আগত ভক্ত বৃন্দের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির হয়ে ভোট চান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কমিটির সদস্য গাজী মোখলেছুর রহমান এবং মোঃ আবুল কালাম আজাদ।

এই সময় উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (ওসমান), নলতা ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ হাবিকুল ইসলাম, নলতা ইউনিয়ন কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার শাহিনুর রহমান, নলতা ইউনিয়ন জাসাসের আহবায়ক মোঃ আরিফুর রহমান (আরিফ)।

এছাড়াও উপস্থিত ছিলেন নলতা কালী মাতা মন্দিরের সভাপতি বাবু হরি চন্দ্র মন্ডল, নলতা কালীমাতা মন্দিরের সেক্রেটারি বাবু উদয় পাল।

Zeig mehr

 1 Bemerkungen sort   Sortiere nach


Motior Rahman Sumon
Motior Rahman Sumon 14 Tage vor

choluk

0    0 Antworten
Zeig mehr

Als nächstes