下一个

বগুড়ায় বিশ্ব দুদ্ধ দিবস ২০২৫ পালিত

2,086 意见· 01/06/25

⁣“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” এই প্রতিপাদ্যে বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ এর র‍্যালীত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজনে প্রানি সম্পদ দপ্তর ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অফিসার ড. আনিসুর রহমানের সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, (পিপিএম)।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ সহ আরও অনেকে।

显示更多

 0 注释 sort   排序方式


下一个