close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Susunod

⁣বেগমগঞ্জে বন্যা ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ.....

1 Mga view· 18/06/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
3 Mga subscriber
3

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বেগমগঞ্জে বন্যা ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সিনিয়র মৎস্য কর্মকর্তা বেগমগঞ্জের অফিস থেকে প্রান্তিক চাষিরা মৎস খাদ্য গ্রহণ করেন, ২য় পর্যায়ে এবার ৬১জনের মাঝে ১৫৩৮ কেজি মৎস্য খাদ্য বিতরণ হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বেগমগঞ্জ সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রান্তিক মৎস্য চাষী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মৎস্য কর্মকর্তা সাংবাদিকদের বলেন প্রান্তিক মৎস্য চাষীরা বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তা পূরণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারই আলোকে আজকে দ্বিতীয় পর্যায়ে ৬১ জন বন্যা ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করলাম। এভাবেই বেগমগঞ্জ মৎস্য কর্মকর্তা সকল প্রান্তিক চাষীদেরকে সব সময় সব রকম তাদের চাহিদা মত সেবা প্রদান করে বেগমগঞ্জ উপজেলায় মৎস্য বিপ্লব করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod