বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেপ্রস্তুতি মিটিং আয়োজন করা হয়।
1
0
32 Lượt xem·
24/10/25
Trong
Chính trị / Giấy phép Quyền được Quản lý (RM)
৩ নং কোলা ইউনিয়ন গাজীরবাজার আঞ্চলিক কার্যালয় প্রস্তুতি মিটিং আয়োজন করা হয় আগামী২৮ তারিখ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
৩ নং কোলা ইউনিয়ন গাজীরবাজার দলীয় কার্যালয় প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি :-কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মনজুরুল হক খোকা।
সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতাও কালিগঞ্জ উপজেলা শাখা যুবদল নেতা মোঃ জলিল রানা।।
উপস্থাপনা করেন যুবদল নেতা মোঃ সোহেল রানা। ওখানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা জাফর মেম্বার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মোঃ আতিয়ার রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মোঃ বনি। উপস্থিত ছিলেন ৩নং কোলা ইউনিয়ন যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
#bnp #follower #kaligonj #jhenaidah
Cho xem nhiều hơn
0 Bình luận
sort Sắp xếp theo
