close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

বান্দরবানের রুমায় অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই

3 بازدیدها· 10/05/25
Md Shahidul Islam
Md Shahidul Islam
مشترکین
0

⁣বান্দরবানের রুমায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে,ঘটনার সময় বাড়ির মালিক বাড়িতে না থাকায় ভিতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিক উক্যথোয়াই মারমা।এতে তার প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী।

শনিবার (১০ই মে) উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নে নিয়াংক্ষং পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সকাল ৭ টার দিকে সোলার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

ঘটনার দিন ভুক্তভোগী উক্যথোয়াই মার্মা ও তার স্ত্রী ঘর বন্ধ করে চাষাবাদের জন্য জুম ক্ষেতে কাজ করতে চলে গেলে সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে উক্যথোয়াই এর বাড়ি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। জ্বলতে থাকা আগুনের শব্দে পার্শ্ববর্তী বসত বাড়ি থেকে লোকেরা ঘুম থেকে জেগে উঠেন।

এদিকে রুমা মুননুয়াম ক্যাম্প থেকে সেনাবাহিনী ৩৬বীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষনিক ভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের তৎপরতায় আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়াতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সেনাবাহিনী, স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হলেও ঘরের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর জানান উপজেলার দুর্গম নিয়াংক্ষং পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর আমাদের পেট্রোল টিম ও ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়েছে।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী'র মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی