- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
বাজিতপুরের সরারচর স্টেশনে ট্রেনের ছাদে কিশোর গ্যাংদের তুমুল মারামারি।
গতকাল (৯ জুন) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে ট্রেনের ছাদে ওঠাকে কেন্দ্র করে কিশোর গ্যাংদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভৈরব রুটের একটি যাত্রীবাহী ট্রেন সরারচর স্টেশনে প্রবেশ করলে একদল কিশোর গ্যাং সদস্য ছাদে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু করে। এসময় জায়গা দখল ও প্রভাব বিস্তার নিয়ে দুইটি গ্যাংয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।
পরে তা হাতাহাতি ও তুমুল মারামারিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোররা লাঠিসোটা এবং হাতের কাছে পাওয়া বিভিন্ন বস্তু দিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রসঙ্গত, সম্প্রতি বাজিতপুরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংদের সক্রিয়তা বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
ট্রেনের ছাদে ওঠা যেমন জীবনের জন্য বিপজ্জনক, তেমনি গ্যাং কালচারের এই ধরনের সহিংসতা আরও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।