পরবর্তী আসছে

বাজিতপুরে তাতাল চর নামাহাটি রাস্তায় সলিং কাজ অসম্পূর্ণ, ভোগান্তিতে এলাকাবাসী

18 ভিউ· 08/09/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
3 সাবস্ক্রাইবার
3
ভিতরে জেলার খবর

⁣কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ২ নং দিলালপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তাতাল চর নামাহাটি গ্রামের ১০০০ ফুট রাস্তার সলিং কাজ শুরু হলেও সম্পন্ন হয়েছে মাত্র ৩০০ ফুট। বাকি ৭০০ ফুট রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় এলাকাবাসীর ভোগান্তি শেষ হচ্ছে না। প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে থাকেন।

স্থানীয়দের অভিযোগ, আজিজ মুন্সির বাড়ি থেকে ফরহাদ মিয়ার বাড়ি পর্যন্ত সলিংয়ের কাজ শেষ হলেও বাকি অংশ এখনো অপরিচ্ছন্ন ও কর্দমাক্ত অবস্থায় রয়েছে। ফলে বর্ষা মৌসুমে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ আরও বেড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও বাজিতপুর উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য রুহুল আমিন রানা এবং কিশোরগঞ্জ জেলা যুব অধিকারের পরিষদের ক্রীড়া সম্পাদক মোঃ মনসুর আলম। এলাকাবাসী দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে