close

লাইক দিন পয়েন্ট জিতুন!

अगला

বাজিতপুরে নির্বাচনী ষড়যন্ত্র রুখতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

42 विचारों· 18/09/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
3 ग्राहकों
3

⁣বাজিতপুরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও দেশপ্রেমের শ্লোগানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার শপথ এবং দেশপ্রেমের শ্লোগানে মুখরিত এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ আহসানুল হুদার নেতৃত্বে এ মিছিল বের হয়।

বিকাল তিনটার দিকে উপজেলার বটতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়। কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। হাতে ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে তারা পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। বিশেষ করে “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ” শ্লোগানটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

আয়োজনকারীরা জানান, এ বিক্ষোভ মিছিলের মূল উদ্দেশ্য হলো জনগণকে সতর্ক করা যাতে আসন্ন জাতীয় নির্বাচনে কোনোভাবে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল না করা যায়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিদেশি শক্তি বা প্রভাবশালী মহলের কাছে নয়, বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে থাকতে হবে।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা সদরের প্রধান সড়ক জনসমুদ্রে পরিণত হয়। এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

और दिखाओ

 1 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


Md Hamidul Islam
Md Hamidul Islam 3 महीने पहले

1    0 जवाब
और दिखाओ

अगला