close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Suivant

বাজিতপুর বাজারে গভীর রাতে বাজাজ শোরুমে অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

21 Vues· 08/06/25
MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM
2 Les abonnés
2

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর বাজারের বাজাজ মোটরসাইকেল শোরুমে গত রাত আনুমানিক ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তাঘাট ছিল ফাঁকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ শোরুমের ভেতর থেকে আগুন ও ধোঁয়ার বিশাল শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। বাজার বন্ধ থাকায় আশপাশে সাধারণ মানুষের উপস্থিতি কম ছিল, ফলে আগুন প্রথম দিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শোরুমের ভেতরে থাকা বেশ কিছু নতুন মোটরসাইকেল, যন্ত্রাংশ ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শোরুম মালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ভাগ্যক্রমে, রাতের বেলায় বাজার বন্ধ থাকায় আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়ায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও জোর দেয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant