বড়াইগ্রামে যাত্রীবাসের ধাক্কায় অটোভ্যান যাত্রী নি হ ত
0
0
13 ビュー·
26/08/25
の
国立
বড়াইগ্রামে বাসের ধাক্কায় অটোভ্যান যাত্রী নিহত হয়েছে।মঙ্গলবার দুপুরে বনপাড়া-পাবনা মহাসড়কে কয়েন বাজার গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,উপজেলার বড়দেহা নিজ বাড়ি থেকে বনপাড়ায় বাজারে ফিড নেওয়ার উদ্দ্যশে বাহির হয়।কয়েন বাজার গ্রামীণ ব্যাংকের সামনে পৌছালে সৌরভ এন্টারপ্রাইজ বাস সামনে থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যায়।পরে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করা হয়। নিহত আতিকুর রহমান উপজেলার বড়দেহা গ্রামের মৃত মঞ্জিল প্রামানিকের ছেলে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বাসটি জব্দ করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
もっと見せる
0 コメント
sort 並び替え
