close
লাইক দিন পয়েন্ট জিতুন!
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতী গ্রামের সংঘর্ষ পরবর্তী অবস্থার খন্ড চিত্র।
1
0
12 Mga view·
09/06/25
বাগেরহাটের মোল্লাহাটের সিংগাতী গ্রামে সংঘর্ষ পরবর্তী অবস্থার খন্ড চিত্র।
রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।
০৯/০৬/২০২৫ ইং,সোমবার।
চিত্র মোল্লাহাটের সিংগাতী গ্রামে ঈদের দিন সংঘর্ষের প্রায় ৩ মাস পূর্বে মনু চৌধুরীর বাড়ীতে হামলা ঘটিয়েছিল মাসুম চৌধুরী গ্রুপ।এ ঘটনার ৩ মাস যেতে না যেতেই আবার এ ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করি। এলাকাবাসী জানায়, এ ধরনের ঘটনা এই প্রথম নয়, সেই ব্রিটিশ আমল থেকে ধারাবাহিক ভাবে ঘটে আসছে।দুই বংশের বিরোধের বলি হচ্ছে সাধারণ মানুষ।সাধারণ মানুষ এ ধরনের অবস্থার অবসান চায়। তারা সুষ্ঠু তদন্ত করে বিচার ও শাস্তির দাবি করেন।
Magpakita ng higit pa
0 Mga komento
sort Pagbukud-bukurin Ayon