close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Tiếp theo

আরএসএস-এর ইতিহাস ‘দেশবিরোধী’, জাতীয়তাবাদ ‘ভুয়ো’: আম আদমি পার্টি

2 Lượt xem· 01/10/25
আই নিউজ বিডি ডেস্ক
0
Trong Quốc tế

⁣ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) তীব্র ভাষায় আক্রমণ করেছে দিল্লির सत्तासीन দল আম আদমি পার্টি (আপ)। আরএসএস-এর ইতিহাসকে ‘দেশবিরোধী’ এবং তাদের জাতীয়তাবাদকে ‘ভুয়ো’ বলে আখ্যা দিয়েছেন আপ নেতা ও দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।
বুধবার নয়াদিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সৌরভ ভরদ্বাজ এই মন্তব্য করেন। পরে আম আদমি পার্টির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে তার বক্তব্যের ভিডিও প্রকাশ করে বলা হয়, “আরএসএস-এর ভুয়ো রাষ্ট্রবাদ, সমস্ত মিথ্যাচার এবং দেশবিরোধী ইতিহাসকে ফাঁস করেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ।”


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির মূল আদর্শিক উৎস হিসেবে আরএসএস পরিচিত। ফলে সংগঠনটির বিরুদ্ধে এই ধরনের আক্রমণকে বিজেপির বিরুদ্ধে আপের একটি বড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সাংবাদিক সম্মেলনে সৌরভ ভরদ্বাজ ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের দেশপ্রেমের দাবিকে কটাক্ষ করেন।


দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলের এই আক্রমণে ভারতের জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আরএসএস বা বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Cho xem nhiều hơn

 0 Bình luận sort   Sắp xếp theo


Tiếp theo