close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

আরাফাত রহমান কো*কো স্মৃতি সংস*দের উদ্যো*গে বিএন*পি নেতা অ্যাড. রফিক সিক*দার - এর জন্ম*দিন পা*লন

23,118 بازدیدها· 28/08/25
Md Abu Rayhan
Md Abu Rayhan
مشترکین
0
که در سیاست

⁣আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল - আমিন সরকারের উদ্যোগে বিএনপি নেতা অ্যাড. রফিক সিকদার - এর জন্মদিন পালন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল - আমিন সরকারের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপদেষ্টা অ্যাড. রফিক সিকদার - এর জন্মদিন পালন করা হয়েছে।

২৬শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল - আমিন সরকার এর উদ্যোগে এবং বিভিন্ন সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে জন্মদিনের কেক কেটে ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রিয় বিএনপি নেতা অ্যাড. রফিক সিকদার - এর জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে হোয়াটস্অ্যাপে ভিডিওকলের মাধ্যমে নেতাকর্মীদের নিজের জন্মদিনের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান অ্যাড.রফিক সিকদার।

এসময় উজানচর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির হোসেন, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম - আহবায়ক রফিকুল ইসলাম, শ্রমিক দল নেতা রুহুল আমিন সরকার, যুবদল নেতা বাবুল হোসেন, জাহিদুল ইসলাম, ওমর ফারুক, ইসমাইল, সজীব আহমেদ, সাব্বির সরকার, শামীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অপরদিকে বাঞ্ছারামপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ বাসু, যুবদলের আহবায়ক ইমান আলী এবং উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জামাল এর উদ্যোগে বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন বটতলায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম -আহবায়ক মোহাম্মদ হানিফ মিয়ার কার্যালয়ে বিএনপি নেতা অ্যাড. রফিক সিকদার - এর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, পৌর কৃষক দলের সাবেক সভাপতি মীর বকুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোমেন, পৌর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক রাসেল, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুজন মিয়া, পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালা মিয়া, মনিকপুর ইউনিয়ন শ্রমিক দল নেতা সবুজ মিয়াসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 1 نظرات sort   مرتب سازی بر اساس


Md Hamidul Islam
Md Hamidul Islam پیش 13 ساعت ها

V

1    0 پاسخ
بیشتر نشان بده، اطلاعات بیشتر

تا بعدی