close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
আই নিউজ বিডিতে সংবাদ প্রকাশের পর রেনু মিয়ার পাশে দাঁড়ালো যুবদল নেতা সাহস
2
0
12 意见·
16/05/25
নেত্রকোনার দুর্গাপুরে ভিক্ষা ছেড়ে দোকান করে জীবিকা নির্বাহ করছে রেনু মিয়া সংবাদটি আই নিউজ বিডিতে প্রকাশের পর তাঁর পাশে দাঁড়ালো উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাহস। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরির কানিয়াইল এলাকায় ভুমিহীন ও গৃহহীন আশ্রয় প্রকল্পের রেনু মিয়ার দোকানে যান মেহেদী হাসান সাহস। এসময় তিনি রেনু মিয়ার সাথে কথা বলেন এবং তাঁর সার্বিক খোঁজ খবর নেন। পরে রেনু মিয়ার হাতে আর্থিক সহায়তা তুলে দেন সাহস।
显示更多
0 注释
sort 排序方式