১লা মে দিবসের ভিত্তি বনাম বর্তমান শ্রমিক ব্যবস্থা
3
0
9 Просмотры·
01/05/25
১লা মে, যাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হয়, এটি শুধুমাত্র একটি দিন নয়; এটি একটি প্রতীক—শ্রমিক অধিকার, সংগ্রাম, আত্মত্যাগ এবং ন্যায্যতার দাবি নিয়ে গড়ে ওঠা একটি বৈশ্বিক আন্দোলনের স্মারক। ১৮৮৬ সালের ১লা মে, আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নেমে পুলিশের গুলিতে নিহত হন। এই রক্তাক্ত অধ্যায় শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা হিসেবে চিহ্নিত হয়। সেই থেকে বিশ্বব্যাপী এই দিনটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
Показать больше
0 Комментарии
sort Сортировать по