ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
১০ মে কালিগঞ্জ উপজেলা জামাতের কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন
১০ মে কালিগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: সাংবাদিক সম্মেলনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরলেন নেতৃবৃন্দ
এস এম তাজুল হাসান সাদ,(সাতক্ষীরা)
আগামী ১০ মে কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি বৃহৎ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (৭ মে) উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সম্মেলন সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন দলটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা আজিজুর রহমান।
লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী। তিনি জানান, প্রায় ১৭ বছর পর কালিগঞ্জে জামায়াতে ইসলামীর এ ধরনের একটি ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি দুই পর্বে বিভক্ত—সকাল ৮টা ৩০ মিনিটে মহিলা কর্মীদের জন্য এবং বিকেল ৩টায় পুরুষ কর্মীদের জন্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।
সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রায় ৫৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। যানজট নিরসনের জন্য উপজেলা সদরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ স্থাপন করা হবে। আয়োজকেরা আশা প্রকাশ করেন, উপজেলার ১২টি ইউনিয়ন থেকে লক্ষাধিক কর্মী এতে অংশগ্রহণ করবেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা সিদ্দিকী বলেন, “১৯৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শোষণমুক্ত ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশোধ নয়, বরং সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “জুলাই-২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে জাতিকে একটি শোষণমুক্ত ভবিষ্যতের বার্তা দেওয়া হবে।”
সম্মেলন সফল করতে উপজেলা প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন আয়োজকেরা।