close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Top videoer

জলিলুর রহমান জনি
4,708 Visninger · 2 måneder siden

সিরাজগঞ্জ খোকসা বাড়ি ইউনিয়ন পলিটেকনিক ইনস্টিটিউট এর পাশে অজ্ঞাত মোটরসাইকেল এর সন্ধান

Towfiq Sultan
4,703 Visninger · 2 måneder siden

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারের ঝাল মুড়ি বর্তমানে স্থানীয় ও অনলাইনে সমান জনপ্রিয়। মুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, ধনেপাতা, সরিষার তেল, চানাচুর ও বাদামের ঝাল-টক-মশলাদার মিশ্রণে তৈরি এই খাবার এখন বাজারের অন্যতম আকর্ষণ।

এখানকার ঝাল মুড়ির দাম ৫০ টাকা থেকে শুরু, যা স্থানীয় মানুষের কাছে কিছুটা দামি হলেও স্বাদের জন্য ক্রেতাদের কাছে অত্যন্ত প্রিয়।

শুধু স্থানীয় নয়, সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ঝাল মুড়ির জনপ্রিয়তা এখন দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। টিকটক, ফেসবুক ও ইউটিউবে নিয়মিত অসংখ্য ভিডিও ও রিল আপলোড হচ্ছে, যেখানে বিক্রেতাদের হাতের জাদু ও বিশেষ মশলার মিশ্রণ সবার নজর কাড়ছে।

বিক্রেতাদের মতে, প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক ঝাল মুড়ি কিনতে ভিড় জমান। ছাত্র-যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষ—সবার কাছেই এটি আড্ডা ও গল্পগুজবের সঙ্গী হয়ে উঠেছে।

স্থানীয়দের ভাষায়—“আমরাইদ বাজার মানেই ঝাল মুড়ি।

Hm josim
4,691 Visninger · 3 måneder siden

⁣লোডশেডিংয়ের অন্ধকারে কক্সবাজার

Belhaj Badhon
4,684 Visninger · 5 måneder siden

⁣নাটোরের বড়াইগ্রামে মাটি চাঁপা পড়ে মোস্তাকিম আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে সাকিব হোসেন নামে অপর এক শিশু। নিহত শিশু মোস্তাকিম আহমেদ উপজেলার খাকসা দক্ষিণ পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও আহত সাকিব হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে। আজ সোমবার দুপুরে বাগডোব গড়িলা বিলে এই দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন ও স্থানীয়রা জানান, বাগডোব গড়িলা বিলে কাবিখা প্রকল্পের কাঁচা রাস্তার তৈরির জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। রাস্তার পাশে লেকের গর্তে বৃষ্টির মধ্যে কয়েকটি শিশু খেলা করছিল। বৃষ্টিতে সেখানকার মাটি নরম হয়ে পাড় ভেঙে দুই শিশুর ওপর চাপা পড়ে। এ সময় শিশু সাকিবের সারা শরীর মাটির নিচে চাঁপা পড়লেও তারা মাথা বের হয় থাকে এবং মোস্তাকিম মাটির নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে এবং তার কথায় ভেকু দিয়ে মাটি সড়িয়ে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

MD JAHANGIR ALAM
4,680 Visninger · 4 måneder siden

বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সোমবার ১৪ জুলাই বিকেল ৪টায় বাজিতপুর বাজারের বাশমহল থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সিনেমাহল মোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে মিছিলটি আবার বাশমহলে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা।

সমাবেশে মনিরুজ্জামান মনির বলেন তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে জামাত, চরমোনাই এবং এনসিপির সঙ্গে মিলে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে, যা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, “যারা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের জায়গা বাংলাদেশে নয়। তাদের ঠিকানা দিল্লি, নয়তো পাকিস্তানের পিন্ডিতে হওয়া উচিত।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক মোস্তফা বলেন “শহীদ জিয়ার বিএনপির বিরুদ্ধে এখন চতুরদিক থেকে ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র রুখে দেব।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকার ও তাদের মিত্ররা দমন-পীড়নের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু বিএনপি রাজপথেই এর জবাব দেবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

Md siraz
4,674 Visninger · 8 måneder siden

Gazipur

Md Hasan
4,658 Visninger · 4 måneder siden

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি :
নন্দীগ্রাম জামাদার তেলের পাম্পের সামনে আজ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ভদ্রদিঘী গ্রামের বাসিন্দা নুর নবী। প্রাপ্ত তথ্য অনুসারে, একটি ট্রাক ও ভুটভুটির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। নুর নবীকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর নবীর মৃত্যুতে ভদ্রদিঘী গ্রামে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নুর নবী একজন সদাহাস্য যুবক ছিলেন এবং তার সঙ্গে স্থানীয়দের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে, যারা এই আকস্মিক মৃত্যুতে শোকাহত।

স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ট্রাকটি দ্রুত গতিতে চলছিল এবং ভুটভুটির চালক যথেষ্ট সাবধানতার সাথে চালাচ্ছিলেন না। পুলিশ উভয় যানবাহনের চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা প্রশাসনের প্রতি সড়ক নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন যে, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়মের কঠোর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক ও মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষের সাথে ট্রাফিক বিভাগের সমন্বয় প্রয়োজন। বিশেষত, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের গতির উপর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি। এছাড়াও, স্থানীয় মানুষদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার জন্য প্রচার প্রচারণা চালানো প্রয়োজন।

নুর নবীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও ভদ্রদিঘী গ্রামের মানুষদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি।

Abdullah Ibne Khalid
4,624 Visninger · 5 måneder siden

বিকেল চারটার দিকে ধানমন্ডি সাত মসজিদ রোডে হঠাৎ করেই সড়কে গভীর গর্তে সৃষ্টি হয়। তবে সে সময় সড়কে কোন যান চলাচল না থাকার কারণে বড় ধরনের কোনো ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। এ সংবাদ লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

Ranajit Barman
4,615 Visninger · 5 måneder siden

⁣রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বুধবার(২৮মে) বেলা ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিমের আয়োজনে সুন্দরবন সংলগ্ন বরষা রিসোর্টে ভিটিআরটি ও বাঘবন্ধুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

Abdullah Ibne Khalid
4,611 Visninger · 3 måneder siden

জুলাই ২৪ এর গনঅভ্যুত্থানের স্মৃতি কে স্মরণীয় করার লক্ষ্যে ডোমার সরকারি কলেজের শিক্ষার্থীদের দেওয়ালে গ্রাফিতি যা ডোমার বাসির নজর কেড়েছে ।

Mamun Sorder
4,607 Visninger · 3 måneder siden

⁣মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সুভাষ মজুমদার
4,605 Visninger · 4 måneder siden

⁣যশোর জেলা শহরের সার্কিট হাউজপাড়ায় মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার সময় একটি নির্মাণাধীন বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা/কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলী ও একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।

মিনহাজুল বারী
4,603 Visninger · 7 måneder siden

⁣বগুড়া সোনাতলায় বিরল চর্ম রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করেছে কাবিল উদ্দিন

Mohammad Fakrul Moula
4,601 Visninger · 5 måneder siden

⁣বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের অভাব, এবং বৈষম্যমূলক আয় বণ্টনের বাস্তবতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ — বিশেষ করে একজন দিন মজুর। প্রশ্ন আসে, একজন দিন মজুরের জীবন ও বর্তমান বাজারের বাস্তবতা কি একসাথে চলে? বাস্তবতা বলছে—না, কখনোই না।

Hm josim
4,595 Visninger · 3 måneder siden

⁣Live চারদিক থেকে শাহবাগে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা.hd

Hm josim
4,594 Visninger · 3 måneder siden

⁣বিএনপির সন্ত্রাসী চরিত্র বদলাবে

Salahuddin Ahmed
4,594 Visninger · 4 måneder siden

⁣দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বর্হি বিভাগে ৫০ টাকার টিকেটে চিকিৎসা সেবা, সিমিত ফিতে ১২ ধরনের পরীক্ষা নিরিক্ষা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের ১০০ শর্য্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স সেন্টারে শুরু হয়েছে ওয়ান স্টোপ "কেয়ার স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। দুই শিপ্টের বর্হি বিভাগে ৫০ টাকার টিকেটে রোগীরা পাবেন দুবার করে চিকিৎসা সেবা। সেই সাথে রোগ জীবানু নির্নয়ে ৩০ টাকা থেকে শুরু করে ৩৩০ টাকার মধ্যে আল্ট্রাসনোগ্রাম এক্সরে রক্ত মূত্রসহ ১২ ধরনের নমূনা পরীক্ষা নিরিক্ষা করাতে পারবেন সব বয়সি রোগীরা। বিনামুল্যেও কিছু কিছু ঔষধ দেওয়া হবে রোগীদের। দুস্হঃ রোগীদের বিনামূল্যে ঔষধ দিতে দানশীল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা চাওয়া হয়েছে।
পর্য্যায়ক্রমে বর্হি বিভাগে অল্প টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্হ্য সেবা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ প্রসব সেন্টার ও ডে কেয়ার সার্জারী বিভাগ চালুর উদ্দ্যেগ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এবিষয়ে আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত তুলে ধরেন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এ.কে.এম আজাদ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির এবং নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স সেন্টার চালুর প্রকল্পের কথা। অলাভজনক স্বেচ্ছাসেবী এবং নিজস্ব আয়ে পরিচালন হিসেবে ১৮৯২ সালের ১৩জুন হাসপাতালটির প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ে প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন ( মুরহুমা) সংরক্ষিত আসনের এমপি বেগম খুরশিদ জাহান হক চকলেট। ২০০৩ সালে ২৩ এপ্রিল হাসপাতালটি উদ্বোধন করেন তৎকালীন সময়ের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া।
গত ২০২২ সালের ১৭ জুন স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালের বর্হি বিভাগ ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেছিলেন খুরশিদ জাহান হক চটলেটের ছেলে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ড.হাসনাইন আক্তার হক।
ধাপে ধাপে হাসপাতালে ক্লোজ হার্ট সার্জারী,এনজিওগ্রাম,পিটিসিএ, ওপের হার্ট সার্জারী, শিশু কার্ডিওলজভ নিউরো মেডিসিন, নিউরো সার্জারী অর্থোপেডিক সার্জারী গাইনী এন্ড অবস্ ফিজিএমওথেরাপী এবং, ডেন্টাল বিভাগসহ জরুরী চিকিৎসা সেবা সম্প্রসারিতসহ চলমান রয়েছে।

Mamun Sorder
4,591 Visninger · 3 måneder siden

⁣যুবদলের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Monsur Alam
4,584 Visninger · 4 måneder siden

⁣এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল: ফেনী কলেজ গেইটে মানবিক কর্মসূচি

Shazzadul Alam Khan
4,581 Visninger · 4 måneder siden


দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে পৌর বিএনপি নেতৃবৃন্দের সাথে হাতেম খানের জরুরি সভা

Hm josim
4,573 Visninger · 3 måneder siden

⁣ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সবই পারে।নাচাইতেও পারে নাচতেও পারে।.hd

shahadat hossain Munsy
4,563 Visninger · 3 måneder siden

পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডার গার্টেন স্কুল শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ার বৈষম্য মূলক সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কচুয়া বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মানববন্ধন করেছে ও স্মারকলিপি পেশ করেছে।

Emran Sarkar
4,561 Visninger · 2 måneder siden

⁣ভোট বর্জন করলেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী

Mohammad Tajul Islam khan
4,560 Visninger · 5 måneder siden

কি ঘটেছিল সেই দিন মামুনুল হকের সাথে?

খায়রুল ইসলাম
4,557 Visninger · 3 måneder siden

সম্প্রতি এক সুদখোর সুদের টাকা পরিষদ না করার কারনে এক নারিকে তিন বছর ধরে ধর্ষন করে চলছে,কিন্তু বিনিময়ে একটি টাকাও সুদ পরিষদ হয়নি,,⁣ঘোটনা ঘটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ঈশ্বরকাটি,গ্রামে,তার নাম মজিবুর হাওলাদার, পিতা হাকিম হাওলাদার,,, বিস্তারিত ভিডিওতে,,

Hm josim
4,554 Visninger · 3 måneder siden

টানা ৩১ ঘন্টা ধরে অবরুদ্ধ শাহবাগ, সর্বশেষ পরিস্থিতি

Hm josim
4,554 Visninger · 3 måneder siden

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস, যাত্রাবাড়ী থেকে

Jewel Azzam
4,548 Visninger · 3 måneder siden

⁣ঢাকা জেলা বিএনপির জনসভা

Md Uzzal Mia
4,548 Visninger · 3 måneder siden

ময়মনসিংহের ব্রম্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত শিল্প ও বাণিজ্য মেলা।

Hm josim
4,548 Visninger · 3 måneder siden

⁣Liveচলছে ছাত্রদলের স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র সমাবেশ সবশেষ প্রস্তুতি শাহবাগ থেকে সরাসরি,,,,,,,,.hd

Akm Kaysarul Alam
4,546 Visninger · 5 måneder siden

⁣ইসরায়েলে বড় হামলা শুরু করেছে ইরান । Iran-Israel | Israeli military | headquarters |

Sujat Molla
4,544 Visninger · 4 måneder siden

⁣ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ জুলুম নিপীড়নের শিকার ছাত্রদল। রাজবাড়ী সদর উপজেলা দল সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী

Aktaruzzaman Chowdhury
4,542 Visninger · 5 måneder siden

⁣দিনাজপুর জেলার হাকিমপুর ১নং খট্রা মাধব পাড়া ইউনিয়নে গরীব অসহায় দুস্হ মানুষের মাঝে ভিডব্লিউবির চাল বিতরন ---

আকতারুজ্জামার চৌধুরী হাকিমপুর দিনাজপুর প্রতিনিধিঃ- গত২৮ মে ২০২৫ ইং তারিখ হাকিমপুর উপজেলার ১নং খট্রা মাধব পাড়া ইউনিয়নে ২০২৩--২০২৪ চক্রের অতিরিক্ত ৬১৫ জন গরীব অসহায় দুস্হ মানুষের মাঝে ৩০ কেজি করে ভিডব্লিউবির চাল বিতরন করেন।চাল বিতরনের সময় উপস্হিত ছিলেন উক্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব, সদরুল শামিম স্বপন, টেগ অফিসার রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য শাহানুর ইসলাম, তারেকুল ইসলাম, আবুল কাশেম,বিনুল, মোবারক হোসেন, জাহাঙ্গীর আলম,১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মোছাম্মত লিলিফা বেগম,ইউপি সচিব জাহিদ হাসান,হিসাব সহকারী শারমীন আকতার। চাল বিতরনের সময় গ্রাম পুলিশ উপস্হিত ছিলেন।

Imran Hossain
4,534 Visninger · 4 måneder siden

চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি করেন।

সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে কর্ণফুলী উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা।

এরপর ১৬ জুলাই চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিমের স্বরণে চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণ জেলা ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেন জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুদ্দীন সবুজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সি যুগ্ম আহবায়ক মো. ফিরোজ, আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুস সবুর, এসএম নয়ন, রাশেদ উদ্দীন, শাহাদাত হোসেন, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য সোহান, রাসেল, সাগর, মহিন, মারুফ, জিসান, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল মোনায়েম, সাধারণ সম্পাদক সাকিব, পটিয়া সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন, জেলার বিভিন্ন কলেজের সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে মাইনুল হাসান রকি, জাহেদ, এরশাদ আলম, হাশেম, ইমরান হোসেন তুষার, শোয়াইব, আশিক উল্লাহ, মিনহাজ, মিনহাজ উদ্দীন ইমন, সালমান এইচ রহমান, ইরফান, মাইনুদ্দীন হাসিব, সাইফুল, জসিম উদ্দীন, মুজিবুল হক সোহাগ, মো. মোর্শেদ, মিনহাজ, জাহেদ হাসান তারেকসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা।

Imran Hossain
4,530 Visninger · 4 måneder siden

ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুইটি জাহাজের পানির ধাক্কায় ভাঙছে উপকূলীয় এলাকার মসজিদ ও কবরস্থানসহ কোটি টাকার নির্মিত বেড়িবাঁধ। গত ২৫ জুন (বুধবার) জাহাজ দুটি সরিয়ে নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিন ও স্থানীয়রা জানান, রায়পুর ইউনিয়নের উঠান মাঝি ঘাট এলাকায় গত ৩০ মে ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে আটকে পড়া কয়লাবাহী দুইটি জাহাজের পানির ধাক্কায় ভাঙছে উপকূলীয় এলাকার মসজিদ ও কবরস্থানসহ কোটি টাকার নির্মিত বেড়িবাঁধ। জাহাজ দুটি মসজিদ ঘেঁষা কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে। জাহাজের সৃষ্ট ঢেউয়ে মসজিদের দক্ষিণ ও পশ্চিম পাশের জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। শতবছর পুরোনো কবর থেকে উঠে এসেছে দুটি লাশের কঙ্কাল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপকূলবাসীর। পরে লাশের কঙ্কাল গুলো অন্য একটি কবরস্থানে দাফন করেন স্থানীয়রা।

সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষের কাছে জাহাজ দুটি গত তিন বছরের বেশি সময় ধরে জব্দ রয়েছে। জাহাজ দুটি বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় জোয়ার-ভাটার স্রোতে কখনো কুতুবদিয়া, কখনো মগনামাসহ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ভেসে বেড়ায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, ‘জাহাজের কারণে উপকূলী বেড়িবাঁধ মারতœকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চিঠির মাধ্যমে বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অব্যহতি করেছি। এগুলো দ্রুত সরানোর জন্য স্থানীয় প্রশাসনেরও জরুরীভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার বলেন, ‘এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কোনো ধরণের সহযোগিতা চাইনি। জাহাজের কারণে স্থানীয় মসজিদ ও কবরস্থানসহ বাঁধ হুমকিতে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানীয়রা একাধিকবার বিষয়টি আমাকে জানিয়েছে।’ তিনি আরও বলেন, ‘জাহাজ সরানোর জন্য সবধরণের সহযোগিতা স্থানীয় প্রশাসন সবসময় করবে।’

জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘এ বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের চিঠি পেয়েছি। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।’

Belhaj Badhon
4,467 Visninger · 4 måneder siden

⁣বড়াইগ্রামে এই প্রথম পাওয়া যাচ্ছে মালাই চা

Hm josim
4,442 Visninger · 3 måneder siden

মাইলস্টোনের দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৭ জন, রাজধানীর বার্ন ইন্সটিটিউট থেকে সরাসরি

MD IMRAN MUNSHI
4,401 Visninger · 4 måneder siden

⁣আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, তাদের রেখে যাওয়া চাঁদাবাজি, দুর্নীতি, খুন, নির্যাতনের সিস্টাম পাল্টায়নি। এখনো আমাদের সমাজে চাঁদাবাজি, দুর্নীতি, খুন, নির্যাতন চলছে। এই সিস্টামকে পাল্টাতে হবে। চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ গড়তে হবে। এ কথাগুলো বলেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম

Al Mamun Gazi
4,384 Visninger · 3 måneder siden

⁣ধানমন্ডি ৩২ এ চাপাতি হাতে পুলিশের সামনে ছিনতাই

খায়রুল ইসলাম
4,382 Visninger · 3 måneder siden

⁣গাইবান্ধার মুক্তিযোদ্ধা তোতা মিয়া ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। শুনুন বিস্তারিত ভিডিওতে,,,

Al Mamun Gazi
4,380 Visninger · 3 måneder siden

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, জনগণ মানবতার রাষ্ট্র চায়, মানবতার রাজনীতি চায়, নিরাপত্তা চায় ও সবার অধিকার- স্বাধীনতা চায়।
ভোটের মাধ্যমেও লুটেরা জালিম আসে সেটার কারণ মানবতার রাজনীতির শূন্যতা। এজন্য ভোট বা নির্বাচন বাদ দেয়া সমাধান নয়, সমাধান রাজনীতির সংস্কার।


ভোট ছাড়া জনগণের মতামত প্রতিনিধিত্ব হয় না,
ভোট ছাড়া জনগণের মালিকানা অধিকার নাগরিকত্ব কায়েম হয় না,
ভোট ছাড়া গণতন্ত্র হয় না।
ভোট বা নির্বাচন অস্বীকারl জনগণের রাষ্ট্রীয় মালিকানা ও নাগরিকত্ব অস্বীকার এবং রাষ্ট্র সত্য ও জীবনের বিরুদ্ধে স্বৈরতন্ত্র হয়ে যায়।


তবে মানবতার রাজনীতি না থাকলে ভোট মানে ডাকাতদের ভাগ বাটোয়ারা। মানবতার রাজনীতি না থাকলে ভোট নির্বাচন একক গোষ্ঠীর রাষ্ট্র জবরদখলের হাতিয়ার হয়ে যায়।


তাই সাংবিধানিক ভাবে একক ধর্মের নামে বা একক বস্তুবাদি জাতীয়তাবাদের একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি নিষিদ্ধ করতে হবে।


আল্লামা ইমাম হায়াত বলেন, সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতি প্রবর্তন করতে হবে।
রাষ্ট্র এক ধর্ম এক মতবাদ এক জাতি এক গোষ্ঠী এক দলের নয়- সব মানুষের সবার, রাষ্ট্রের মালিক সব মানুষ এটি আগে স্বীকার করতে হবে।


সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতিই সর্বজনীন মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতিই মানবতাবিরুদ্ধ স্বৈররাজনীতি ।


একক গোষ্ঠীবাদি সকল স্বৈররাজনীতি মানবতাবিধ্বংসী অপরাধ।
মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। মানবতার রাষ্ট্র জীবনের ই কাঠামো। মানবতার রাষ্ট্র ছাড়া সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার অসম্ভব।


ইমাম হায়াত বলেন, মানবাধিকারের বাস্তব কাঠামোর নাম মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত। মানবতার রাজনীতি ছাড়া গণতন্ত্র হয় না,গণতন্ত্রের নামে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র হয়।

আল্লামা_ইমাম_হায়াত Allama Imam Hayat
(মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা)

Md Uzzal Mia
4,375 Visninger · 3 måneder siden

গাজীপুর বনাম পূর্বধলা উপজেলার মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের মাঝামাঝি সময়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে একটি ফাউল নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে তুমুল ঝগড়ার সৃষ্টি হয় পরিশেষে একজন খেলোয়াড় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

Satyajit Das
4,372 Visninger · 3 måneder siden

শ্রীমঙ্গলের একটি বিট পুলিশিং সভায় এএসপির পাশে বসানো হয় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে। অভিযুক্ত ব্যক্তি থানায় একাধিক মাদক, ডাকাতি ও দস্যুতাসহ ৭টি মামলার আসামি। বিষয়টি স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি করেছে। আইনের শাসন ও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। ভিডিওতে রয়েছে সেই সভার গুরুত্বপূর্ণ দৃশ্য এবং স্থানীয়দের প্রতিক্রিয়া।

SHARIF MIA
4,360 Visninger · 5 måneder siden

⁣চান্দুরা পল্লী বিদ্যুৎ আন্ত ট্রাকের অগ্নিকাণ্ড ভয়াবহ

⁣ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে প্রশাসনের উদ্যোগে গ্রাম্য পুলিশের মাঝে সাইকেল বিতরণ।

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা প্রশাসনের অর্থয়ানে ৮ টি ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশকে সাইকেল, পোশাক এবং ব্যাগসহ যাবতীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান গ্রাম পুলিশদের মাঝে এসব সরঞ্জামাদি তুলে দেন।

এ সময় উপজেলার ৮ টি ইউনিয়নের ৮০ জন গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও তার বক্তব্যে বলেন, প্রতিটি ইউনিয়নের দফাদারসহ মোট ১০ জন করে ৮০ জনের মধ্যে আমরা ৭৫ জনকে নতুন সাইকেলসহ তাদের দ্বায়িত্ব পালনের জন্য যাবতীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। এবং এর মধ্যে ৫ জন গ্রাম পুলিশ
নতুন করে যোগদান করেছে। তাদেরকে পরবর্তীতে সাইকেল প্রদান করা হবে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ভুপেন চন্দ্র রায় বলেন, সরকারের দেওয়া সাইকের পেয়ে আমরা অনেক আনন্দিত এখন সাইকেলের মাধ্যমে আমরা যে কোনো খানে তথ্য সংগ্রহে দ্রুত যেতে পারবো। একই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বিমল চন্দ্র বলেন, সাইকেল পেয়ে খুশি হয়েছি, তবে বর্তমান যে বাজারের প্রস্তুতি বিবেচনায় যা বেতন পায় তা দিয়ে সংসারের খরচ চালাতে অনেক কষ্ট হয়ে যায়। সন্তানের পড়াশোনা চালাতে কষ্ট হয়ে যায়।

Azizar Rahman
4,345 Visninger · 4 måneder siden

⁣দিনাজপুরে অধঃস্তন আদালত স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবী সমিতির সমাবেশ

দিনাজপুরে অধঃস্তন আদালত জেলা সদর থেকে উপজেলা পর্যায়ে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অন্যান্য আইনজীবীরা। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Dalowar Khan
4,342 Visninger · 4 måneder siden

⁣স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের (নিয়োগ যোগ্যতা সংক্রান্ত) অবৈধ চিঠি বাতিল এবং বাংলাদেশ ইউনানী, আয়ুর্বেদিক চিকিৎসা ও শিক্ষা আইন অর্ডিন্যান্স জারির দাবিতে

সংবাদ সম্মেলন

আয়োজনে : সাধারণ শিক্ষার্থী
সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ,মিরপুর ১৩,ঢাকা

GK Shohag
4,340 Visninger · 4 måneder siden

⁣নারায়নগঞ্জের বন্দর খেয়াঘাটে নৌকা যাত্রীদের উপর জোড়পূর্বক টোল চাপিয়ে দেয়া ও পারাপারে খেয়া ভাড়া দ্বিগুণ করায়, ক্ষোভে ফুসছে জনগন। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Akm Kaysarul Alam
4,329 Visninger · 3 måneder siden

⁣লালমনিরহাটের কালীগঞ্জে সন্ত্রাস,মাদক ব্যবসায়ী,সুদের নামে বসতভিটা লিখে নেয়া,চেকের মিথ্যা মা'ম'লা দেয়া আব্দুর রাজ্জাকের নি'র্যা'ত'নের হাত থেকে রেহাই পেতে বিক্ষোভ মিছিল

Abdulmalek
4,290 Visninger · 4 måneder siden

⁣পুরান ঢাকায় ব্যবসাহীকে প্রকাশ্য খুনিরা মেরে ফেলছে এই মেয়েটির বাবা। এ মেয়েটার দায়ভার কে নিবে

আই নিউজ বিডি ডেস্ক
4,014 Visninger · 3 måneder siden

⁣মাইলস্টোন স্কুলের আসমাউল হুসনার ক্লাস নোট খাতা আছে অথচ তার কোন খোঁজ নেই

Mamun Sorder
3,987 Visninger · 3 måneder siden

⁣সাদা পাথর রক্ষার পর্যটকের ভূমিকা

Mamun Sorder
3,979 Visninger · 3 måneder siden

⁣মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান

Mamun Sorder
3,962 Visninger · 3 måneder siden

⁣জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান

Mamun Sorder
3,957 Visninger · 3 måneder siden

⁣এক দফা দা'বি'তে আ'ম'র'ণ অনশ'নে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

Sayed Aliuzzaman Mohsin
3,955 Visninger · 3 måneder siden

⁣“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।..

Monsur Alam
3,954 Visninger · 4 måneder siden

⁣ফেনী-পরশুরাম সড়ক হুমকিতে, পানি ঢুকছে হু হু করে

SHARIF MIA
3,953 Visninger · 3 måneder siden

বাইপেল থেকে শরীফ নিয়ে সর্বশেষ ইসলামের জামাত ইসলামের সমাবেশ নিয়ে কথা বলছিলাম

Mamun Sorder
3,951 Visninger · 3 måneder siden

⁣চাহিদা অনুযায়ী ইলিশ না থাকায় বেড়েছে দাম। বরিশালের পোর্ট রোড ইলিশের আড়ত থেকে

Md Humayun
3,951 Visninger · 3 måneder siden

⁣কেন্দুয়ার নওপাড়া ব্রিজের এপ্রোচ সড়কের প্যারাসাইটিং ওয়াল ধস!
ঠিকাদার বলছে দেখে ঠিক করে দেওয়া হবে।
ঘটনাটি ঘটেছে ১০ আগস্ট।

Nazrul Islam
3,951 Visninger · 3 måneder siden

⁣অস্তিত্ব সংকটে কুতুবদিয়া: গোল টেবিল আলোচনায় বিশেষজ্ঞদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া

জলবায়ু পরিবর্তন, সাগরের উচ্চতা বৃদ্ধি, বেড়িবাঁধ ভাঙন ও অব্যবস্থাপনার কারণে কুতুবদিয়া আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। “অস্তিত্ব সংকটে কুতুবদিয়া” শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন, প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে দ্বীপের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, ফসলি জমি ও মানুষের জীবিকা।

আলোচনায় জানানো হয়, এটি শুধু একটি ভৌগোলিক সংকট নয়—বরং একটি মানবাধিকার সংকট। মানুষ ঘর হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে, স্থানচ্যুত হচ্ছে। রাষ্ট্রের তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া ভবিষ্যতে কুতুবদিয়া হয়তো কেবল ইতিহাস বইয়ের পাতায় থাকবে।

Mamun Sorder
3,950 Visninger · 3 måneder siden

⁣দফায় দফায় সংঘর্ষের পর জেনেভা ক্যাম্পে অভিযান,

Mamun Sorder
3,950 Visninger · 3 måneder siden

⁣জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে বক্তব্য রাখছেন শেখ মঈনুদ্দিন

Nazrul Islam
3,950 Visninger · 3 måneder siden

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া

MD Jahid Hasan
3,950 Visninger · 3 måneder siden

⁣মেহেরপুর মুজিবনগরে গাঁজা গাছ উদ্ধার আটক-১



মেহেরপুরের মুজিবনগরে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
বুধবার ৬ আগস্ট সকাল ৬টার দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের মোনাখালী দক্ষিণপাড়া বুলবুল আহমেদ ৩৫ এর বাড়ি থেকে গাজা গাছটি উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ।
এ সময় বলব আহমেদকে আটক করা হয়। বুলবুল আহমেদ মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের মৃত মোনাজাত আলীর ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, একটি গোপন সংবাদ পায় যে মোনাখালী গ্রামের দক্ষিণপাড়ার বুলবুল আহমেদের বসত বাড়িতে গাঁজা গাছ রয়েছে, এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুল আহমেদের বসতবাড়ির ঘরের পিছনে টয়লেটের পাশে ১১ ফিট উচ্চতার চার মাস বয়সী ৩টা গাঁজা গাছ পাওয়া যায়।
এ সময় গাঁজা গাছ তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এবং গাঁজা গাছ রোপনের অপরাধে তাকে আটক করা হয়। এছাড়াও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Md Mehedi Hasan
3,949 Visninger · 3 måneder siden

⁣Nasim Shuvo - উদোম দেহ_ পরনে লুঙ্গি_ জরিমানার ভয়ে মাথায় কিন্তু হেল(720P_H

Mamun Sorder
3,949 Visninger · 3 måneder siden

⁣লং মার্চ টু সচিবালয়,পুলিশের মুখোমুখি জুলাই আ'হ'ত যো'দ্ধা'রা

Hm josim
3,949 Visninger · 3 måneder siden

⁣মর্যাদার বাংলাদেশ গড়তে নারীদের প্রত্যয় জাতীয় যুবশক্তির সেমিনার থেকে সরাসরি

Minti Ahmmed
3,948 Visninger · 3 måneder siden

আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে অনেক সুন্দর।

Mamun Sorder
3,948 Visninger · 3 måneder siden

⁣জামায়াত আমির স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাচ্ছেন নেতারা

Mamun Sorder
3,947 Visninger · 3 måneder siden

⁣গনশক্তি সভার 'জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা' শীর্ষক আলোচনা সভা

আই নিউজ বিডি ডেস্ক
3,946 Visninger · 3 måneder siden

⁣Live বক্তব্য দিচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোওয়ার.hd

Mamun Sorder
3,945 Visninger · 3 måneder siden

⁣জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে জাতীয় যুব পুরস্কার -২০২৫ প্রদান

Rabiul Alam
3,944 Visninger · 3 måneder siden

⁣কুমিল্লায় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা সম্মেলন

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে কুমিল্লায় শহিদদের স্মরণে শহিদের কবরস্থানে শ্রদ্ধাসহ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে।

সকাল ৯টার দিকে নগরের উত্তর রামপুর শহিদ মাসুম মিয়ার কবরস্থানে ফাতেহা পাঠ শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। পরে একে একে পুলিশবাহিনীর পক্ষে পুলিশ সুপার নাজির আহমেদ খান,আনসার বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ করে মোনাজাত দোয়া করা হয়।
এদিকে সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা হাজী আমিসুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় সূরা সদস্য ও মহানগর জামায়াত আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক –সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সম্মিলনে ৩৯জন শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা উপহার বিতরণ করা হয়।পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে এর আগে সকাল ৮টার দিকে জুলাই জাগরণ নব উদ্যোমে বিনির্মাণ শ্লোগানে ৩৬জুলাই গণঅভুত্থানের মাধ্যমে ফাতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে ইসলামী ছাত্রশিবির। র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরের প্রাণকেন্দ্র পূর্বালী চত্ত্বরে এসে শেষ হয়। এতে ইসলামী ছাত্র শিবির জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা অংশ নেন।

Md Uzzal Mia
3,943 Visninger · 3 måneder siden

নেত্রকোনার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম মন্ডল শিক্ষকতা পেশার পাশাপাশি কবি ও সফল উদ্যােক্তা হয়ে উঠেছেন।

আই নিউজ বিডি ডেস্ক
3,942 Visninger · 3 måneder siden

⁣LIVE বিশেষ অভিযানে সেনাবাহিনীর তল্লাশি অভিযান..hd

খায়রুল ইসলাম
3,940 Visninger · 3 måneder siden

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর ডুমুর গাছা ও মধ্যে পাটোয়া বাইপাস রাস্তার বেহাল অবস্থা ঘটতে পারে যে কোনো অঘটন বিস্তারিত ভিডিওতে,,,

Mamun Sorder
3,845 Visninger · 3 måneder siden

⁣শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

আই নিউজ বিডি ডেস্ক
3,844 Visninger · 3 måneder siden

⁣পুলিশের চেকপোস্ট পার হয়ে চলে আসি পেছন থেকে একজন এসআই আমাকে ডাক দেয়

Hm josim
3,834 Visninger · 3 måneder siden

⁣সারা বাংলাদেশ জানে আপনি একজন জুলাই যোদ্ধা স্যার.hd

MD IMRAN MUNSHI
3,816 Visninger · 3 måneder siden

ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে ঝালকাঠি প্রেসক্লাবে এর সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাত হোসেন।

Hm josim
3,801 Visninger · 3 måneder siden

⁣খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশের যোগ দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা, সরাসরি..hd

Rahmatullah Ashik
3,790 Visninger · 3 måneder siden

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক- গনতন্ত্রের প্রতীক -ফজলে হুদা বাবুল

Al Mamun Gazi
3,789 Visninger · 3 måneder siden

এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন....নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পর্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,জুলাই পদযাত্রায় ২৫তম দিনে আমরা সুনামগঞ্জে এসেছি। জুলাই গণঅভ্যুঙ্খানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ,গণহত্যা,গুম,খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না,নির্যাতিত হয়ে যচ্ছিল,সেই সময়টাতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতা এক দফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রুপ নিয়েছি। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন এই বিজয়ে এবং আপনারা গণভবণ ঘেরাও করতে গিয়েছিলেন। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম। এই আন্দোলনের বিজয় দেশের ছাত্রজনতার। এই লড়াইয়ে হাজারো ছাত্রজনতা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ বির্নিমাণ করেছেন। তিনি আরো বলেন,আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। তিনি বলেন যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তাদের জন্য হলেও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এই আন্দোলনে জন্ম নেওয়া একটি দল। এই দল ফিটনেস বিহীন রাষ্ট্রকে ফিটনেস দিয়ে একটি অসাম্প্রদায়িক চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত সবার বসবাসযোগ্য একটি রাষ্ট্র উপর দিতে চাই। তিনি মুজিববাদকে কখনো মাথাছাড়া দিয়ে না উঠতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এদিকে পদযাত্রাকে ঘিরে সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এসে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপি’র সুনামগঞ্জ জেলা কমিটি’র আহবায়ক সাজাউর রাজা সুমনের সভাপতি অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় নেতা আক্তার হোসেন,এনসিপির উত্তারঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম,দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয় কাসনাত আব্দুল্লাহ,ডাঃ তাছনিম জারা ও সুনামগঞ্জে এনসিপির নেতা অনিক রায় প্রমুখ।

Hm josim
3,788 Visninger · 3 måneder siden

⁣বিমান বি'ধ্ব'স্তের ঘটনায় বাড়ছে মৃ'ত্যু' র মিছিল, চলে গেল আরও ৪ শিক্ষার্থী। সরাসরি..hd

Mamun Sorder
3,786 Visninger · 3 måneder siden

⁣শ্রদ্ধাভরে স্মরণ – সাংবাদিক ইলিয়াস জানালেন শহিদ আবু সাইদের স্মৃতি কথা

Mahamud Mithu
3,783 Visninger · 3 måneder siden

⁣ই-সিগারেট বা ইলেকট্রনিক সিগারেট বর্তমানে বেশ আলোচিত একটি বিষয়। এটি দেখতে সিগারেটের মতোই, কিন্তু এতে তামাকের বদলে নিকোটিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থযুক্ত তরল ব্যবহার করা হয়,যা গরম হয়ে বাষ্পে পরিণত হয় এবং ব্যবহারকারী তা গ্রহণ করে। ই-সিগারেট ব্যবহারের কিছু ক্ষতিকর দিক রয়েছে, যা সাধারণ সিগারেটের মতোই ক্ষতিকর হতে পারে, আবার কিছু ক্ষেত্রে এর চেয়েও বেশি ক্ষতিকরও হতে পারে।

Rahmatullah Ashik
3,780 Visninger · 3 måneder siden

⁣নওগাঁর বদলগাছীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
——————————————
বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সভাপতিত্বে আধাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান কেটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক শফিউল আলম রানা,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু মুসা,

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সমুন হোসেন, উপজেলা যুবদলের আয়বায়ক মেজবাউল হক রাজা,সাবেক ছাত্রনেতা রেজাউন নবী স্যান্ডু। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক নান্নু রহমান।

শুক্রবার, জুলাই ২৫, ২০২৫।

খায়রুল ইসলাম
3,775 Visninger · 3 måneder siden

গাইবান্ধার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাজলুম জননেতা আ: করিম সাহবের মোটরসাইকেল বহর,,,,

Al Mamun Gazi
3,774 Visninger · 3 måneder siden

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর উপস্থিতিতে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয় পল্টনে

Md Ismail Hossain
3,769 Visninger · 3 måneder siden

⁣রংপুরে অত্যাধুনিক হেলথ সিটি নির্মাণের পরিকল্পনা প্রধান উপদেষ্টার।

আই নিউজ বিডি ডেস্ক
3,764 Visninger · 3 måneder siden

⁣LIVE লিয়াঁজো কমিটির বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ.hd

Mamun Sorder
3,757 Visninger · 3 måneder siden

⁣পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজারে এনসিপির ৪ নেতা

Hm josim
3,750 Visninger · 3 måneder siden

⁣উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত মৃ ত্যু সংখ্যা বেড়ে ২৭ জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি

Mamun Sorder
3,748 Visninger · 3 måneder siden

⁣শাহবাগ এখন ৩৬ জুলাই চত্বর

আই নিউজ বিডি ডেস্ক
3,743 Visninger · 3 måneder siden

⁣চব্বিশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে




Showing 8 out of 9