ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Top videos
কুষ্টিয়ায় জেলা বিএনপি কার্যালয় ঘেরাও কর্মসূচি।
কুষ্টিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিকী সম্মেলনে ভোট চুরির নির্বাচন বাতিলের দাবিতে এবং জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব জাকির হোসেন সরকারের পদত্যাগের দাবিতে।
গেল কয়েক দিনের ব্যাবধানে খুচরা বাজারে ডিমের দাম কমেছে ডজন প্রতি ১৫ থেকে ২০ টাকা। অবিশ্বাস্য হলে ও সত্য দর কমলে চাহিদা কমে দর বৃদ্ধি পেলে চাহিদা বাড়ে।
কুষ্টিয়ায় পথসভায় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আবরার ফাহাদের যে কট্টর লড়াই সেটি করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল সেই আধিপত্যবাদের গোলম হতে চায় আমরা তার বিরুদ্ধে লড়বো, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা গোলামী নয় আজাদী চাই। ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
এভাবে সাহস করে মানুষ এগিয়ে আসলে,, সারা দেশটাই চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে
১ জুলাই ২০২৫, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দত্তেরবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে ঘটে গেছে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা।
বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসায় যাওয়ার সময় নদী পার হতে গিয়ে ৩ জন নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে এবং জাল ফেলে একজনকে উদ্ধার করা হয়।
বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে নদীর আশপাশে তল্লাশি চলছে।
স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
📍 স্থান: দত্তেরবাজার, গফরগাঁও, ময়মনসিংহ
📅 তারিখ: ১ জুলাই ২০২৫
📰 সূত্র: ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন
📌 ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ঘটনাটির গুরুত্ব সকলের মাঝে ছড়িয়ে দিন।
🔔 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবশেষ আপডেট পেতে।
Cover Topic -
গফরগাঁও নৌকাডুবি, Gafargaon Boat Capsize, ব্রহ্মপুত্র নদ দুর্ঘটনা, Gafargaon Breaking News, Mymensingh Boat Accident, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান, দত্তেরবাজার নদী দুর্ঘটনা, ১ জুলাই ২০২৫ খবর, Gafargaon Latest News, Gafargaon Update Today, Boat Capsize Bangladesh, নৌ দুর্ঘটনা বাংলাদেশ,
#গফরগাঁও #নৌকাডুবি #boatcapsize #breakingnews #brahmaputrariver #fireservice #gafargaonnews #bangladeshnews #rescueoperation #নিখোঁজ #mymensinghnews
বড়ইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় ট্রাক-পিকআপের সং"ঘ"র্ষে নি"হ"ত ১ আ'হ'ত ১
জুলাই অভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র্যালি নাগরপুরে
গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নে পাটোয়া মেহেদী বাগ সড়ক পাকা করণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয়দের জন্য সুফল বয়ে আনবে।
গাজীপুর শ্রীপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে এনসিপির মামলা, প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্
গাজীপুর শ্রীপুরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে এনসিপির মামলা, প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রান্তিক মানুষের ভাবনা
নুরু তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। কুষ্টিয়ার ছাত্র জনতা ||
শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, জুলাই-আগস্টে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন।
বিবিসি’র যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি’ দিয়েছেন এবং তারা (এসব বাহিনীর সদস্যরা) যেখানেই তাদের (আন্দোলনকারী) পাবে, তারা গুলি করবে।
ভোলার লালমোহন বাজার হাইস্কুল মার্কেটে ভয়াবহ আগুন।
আগামী ২৫ জুলাই সিলেটে এনসিপি'র পদযাত্রা নিয়ে যা বললেন জাতীয় নাগরিক পার্টি (NCP) সিলেট জেলা
নদীভাঙনে আতঙ্কিত ফেরদৌস বেগম, বেড়িবাঁধের কাজে অনিয়মের অভিযোগ
কুতুবদিয়া প্রতিনিধি:
"সাগরে জোয়ার এলেই বুক কাঁপে,"—এমন কথায় আতঙ্কের চিত্র তুলে ধরলেন ৭০ বছর বয়সী ফেরদৌস বেগম। কুতুবদিয়ার উপকূল ঘেঁষা এলাকা, যেখানে তাঁর একমাত্র আশ্রয়—a ছোট্ট কুঁড়েঘর, তা এখন প্রতিটি জোয়ারেই লোনাপানিতে ভিজে যাচ্ছে। স্বামীহীন ফেরদৌস বেগম ছেলেদের সঙ্গে থাকলেও ঘরটা ভেঙে গেলে আর কোনো ঠিকানা থাকবে না- তাঁর সবচেয়ে বড় ভয়।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ জানান, গত ৫ আগস্টের পর থেকেই বেড়িবাঁধের নির্মাণকাজে অনিয়ম শুরু হয়। তাঁর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী চাঁদাবাজ আগের ঠিকাদারকে কাজ করতে না দিয়ে বাধা দেয়। ফলে বাঁধের গুরুত্বপূর্ণ অংশে কাজ বন্ধ থাকায় এখন সেখানে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলার সহকারী কমিষ ভূমি জানান, “মেরামতের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পেলে আমরা সরাসরি এলাকা পরিদর্শন করে প্রয়োজন হলে কাজ বন্ধ রাখি। ইতোমধ্যে কিছু জায়গায় তদারকি জোরদার করা হয়েছে।”
পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট বাঁধের মেরামতের কাজ চলমান রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, কাজের গতি ধীর এবং অনেক অংশে মানহীনভাবে করা হচ্ছে, ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।
এখনই প্রয়োজন সঠিক তদারকি ও দুর্নীতিমুক্তভাবে বাঁধ নির্মাণ নিশ্চিত করা—নচেৎ ফেরদৌস বেগমের মতো অসংখ্য পরিবার প্রতিটি জোয়ারেই হারাবে নিরাপদ আশ্রয়।
আশুলিয়া ইলিশের বাজার পরিস্থিতি #আই_নিউজ_বিডি
"চাঁ*দা নেয় পল্টনে,ভাগ যায় লন্ডনে" - আরিফুল ইসলাম,সেক্রেটারি,ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজবাড়ী জেলা শাখা
পতেঙ্গার বিমানবন্দর ভি আই পি রোড মোড়ে প্রাইভেট কার দুর্ঘটনা!
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লাারহাট ইউনিয়ন বি এন পি ও যুবদল ,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তাদের সহযোগী সংগঠন মোল্লাহাটের রাজপথে।
পুলিশ বক্স থেকে ইপিজেড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে
ইপিজেড রপ্তানির হাইওয়ে রোডের অবস্থা #আই_নিউজ_বিডি
এখন ১টি মোবাইল হলেই সে বড় সাংবাদিক হয়ে যায় বলেন ফেনী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
আওয়ামী লীগের সময়ে কোন ছাড়াই ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় পুলিশ আমাকে তুলে নিয়ে যায়
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঝালকাঠির কলেজ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) এর জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উদ্যোগে বাংলা ব্লকেড পালন।ঝালকাঠির কলেজ মোড়ে তারা ঘন্টা ব্যাপী অবস্থান নেয় পরে এ কর্মসূচি শেষ হয়। এখানে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি) এর প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয় কারীরা উপস্থিত ছিলেন। এনসিপির মাইনুল ইসলাম মান্না, যুবায়ের হোসেন সহ উপজেলা কমিটির লোকজন এ কর্মসূচি পালন করেন।
পুরাতন বিমান কেন ঘনবসতি এলাকায় উড়াতে হবে!
আমাদের দেশে বিরোধী দলকে শ ত্রু র মতো দেখা হয়, এটা ঠিক না
সিরাজগঞ্জে মিম হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে হিজরা সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক হিজরা অংশ নেন। এসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, মিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও স্থানীয় থানায় মামলা নিতে গড়িমসি করা হচ্ছে। পরিবারের সদস্যদের অভিযোগ—বিভিন্ন অজুহাতে পুলিশ মামলার এজাহার গ্রহণ করছে না, ফলে হত্যাকারীরা এখনও আইনের বাইরে রয়েছে।
মানববন্ধনে হিজরা সম্প্রদায়ের নেত্রী বলেন, “মিম আমাদের পরিবারের সদস্য, সে আমার ভাতিজি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। থানায় মামলা পর্যন্ত নিচ্ছে না। আমরা সঠিক বিচার চাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।”
রাস্তায় নামাজ আদায় করছেন জুলাই যোদ্ধারা, বৃষ্টিতে ভোগান্তির শিকার সাধারণ মানুষ সরাসরি
বৈছাআ'র সমন্বয়ক পরিচয়ে অর্ধকোটি টাকা চাঁদাবাজি, যা বলছে পুলিশ, সরাসরি
ছাত্রদলের সমাবেশ শুরুর পূর্বেই কানায় কানায় পরিপূর্ণ। সরাসরি..hd
সঠিক তদন্ত করে মৃত্যুর সংখ্যা বলা উচিত বলে মনে করেন সচেতন নাগরিকরা,,,
ফিরে দেখা, ১ আগস্ট ২০২৪
ফেনীতে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে পুলিশের বাঁধা, উত্তপ্ত পরিস্থিতি
চলছে বক্তব্য বাড়ছে উপস্থিতি.hd
ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল, সরাসরি..hd
ডাকসুর প্রচার-প্রচারণা নিয়ে শিবির সমর্থিত প্যানেলের সংবাদ সম্মেলন
তৌহিদ আফ্রিদির গ্রেফতারে ভিডিও
নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নের হুগলাডাঙ্গা গ্রামের নাভিয়া বেগম প্রেমিক হাবীব মোল্যার কাছ থেকে প্রতারনার মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।।
প্রেম মানেনা বাঁধা প্রেম হয় সাদা তাইতো বিবাহিত হোক বা না হোক অবৈধ সম্পর্কে জড়াতে একটু ও পিছু পা হন না প্রেমে পাগল মহিলা বা পুরুষ। আর এই প্রেম প্রেম সম্পর্ক কে ঘিরে হয যত সব প্রতারনা, ব্লাকমেইল, ও অর্বচারী যত সব ঘটনা।
তেমনি এক বিবাহিত মহিলা প্রেমের ফাঁদে ফেলে একজন পুরুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া গল্প।। নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নের হবখালী গ্রামের বিবাহিত নাভিয়া বেগম পিতা: জলিল মোল্যা, মাতা: জাবেদা বেগম এর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে নাভিয়া বেগমের বিবাহ হয় একই ইউনিয়নের নন্দখোলা হুগলাডাঙ্গা কাটা খালের কাছে। এটা তার দ্বিতীয় বিবাহ,,,এর আগে ও একটা বিবাহ ছিলো বিশ্বস্ত সুত্রে জানা যায়। বিবাহ বহির্ভূত মোবাইলের মাধ্যমে সম্পর্কে জড়িয়ে পড়েন হাবীব মোল্যা নামে গ্রাম: সিদ্ধি পাশা চন্দ্রপুর ইউনিয়ন অভয়নগর থানা যশোর একজন প্রবাসীর সাথে। দীর্ঘদিনে মোবাইলের মাধ্যমে আলাপচারীতায় নাভিয়া ও হাবীব দুজনই খুবই ঘনিষ্ট হয়ে যায় এবং দুজনই স্বামী স্ত্রীর মত ভিডিও কলে মিশতে থাকেন। এবং স্বামী স্ত্রীর মত সস্পর্কে জড়িত হয়ে দুজন দুজনের কাছে চলে আসেন,, নাভিয়া ভুলে যায় বর্তমান স্বামীর কথা, স্বামী হিসাবে হাবীব কে মেনে নিয়ে ভিডিও কলে বর্তমান স্বামীর অগোচরে হাবীবের সাথে সম্পুর্ন ফ্রী হয়ে স্বামীর ন্যায় মিশতে থাকেন এবং দুজনে ঘনিষ্ট ও বিশ্বস্ত হয়ে যান,, এরই সুযোগ নেন বর্তমান স্বামী বহির্ভুত সম্পর্কে জড়ানো নাভিয়া বেগম,,, স্বামী থাকা সত্তে ও হাবীব কে স্বামী হিসাবে মেনে নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কারন দেখিয়ে হাবীবের কাছ থেকে প্রায়; নগদ ১৭০০০০ টাকা বিকাশ সিমের মাধ্যমে নেয়। সেই নাম্বার নিচে দেওয়া হলো:: ০১৯৯৫৭২৩১৪৩ ও ০১৯৮৩৯৩৯২৮৭ বিকাশ পারসোনাল সাথে আরো অনেক গিফট বিভিন্ন ছলতাচুরির মাধ্যমে নেয়। এবং দুজনে সিদ্ধান্ত নেয় বিদেশ থেকে হাবীব বাড়ীতে আসলে বিয়ে করবে এবং সংসার করবে।।
কিন্তু নাভিয়ার এই প্রতারনা হাবীব বুঝতে পারেনি সে সরল বিশ্বাসে নাভিয়া কে বিশ্বাস করে নিজের স্ত্রীর মত মেনে নিয়ে যখন যা চোয়েছে তখনই তাই পাঠাইছে কিন্তু নাভিয়া হাবিব কে প্রতারিত করে হটাৎ সকল যোগাযোগ বন্ধ করে দেয়, এতে হাবীব দিশেহারা হয়ে পড়ে, অনেক চেষ্টা করে নাভিয়ার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু নাভিয়া তার ব্যবহিত সকল নাম্বার বন্ধ করে দিয়ে বিভিন্ন ভাবে নাভিয়ার ভাইদের দিয়ে আসলাম মোল্যা,খোরশেদ মোল্যা,মাসুদ মোল্যা ও ছোট বোন সাফিয়া খাতুন সহ অন্যান্য লোকজনের মাধ্যমে হাবীব কে হুমকি দিয়ে আসছে ও হেনস্হা করার পায়তারা করছে, চরম নিরাপত্তাহীনতায় হাবীব দেশের বাড়ীতে আসতে পারছে না,,বাড়ীতে আসলে হইতো হাবীব কে আঘাত করার টেষ্টা করা হবে।এব্যাপারে হাবীব প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছে।
আমি যেহেতু নতুন ভোটার আমি একটি ইসলামী দল কে ভোট দিব, কে হবে সরকার? সাধারণ মানুষ কি ভাবছে রাজনৈতিক দলগুলো নিয়ে_পর্ব -১৫
গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর প্রশাসন ও জাতীয় পার্টি কর্তৃক অমানবিক নির্যাতনের বিরুদ্ধে রাজাপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে রাজাপুর প্রেসক্লাব এবং থানার সামনে অবস্থান নেয় রাজাপুর উপজেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা নুরুল হক নূরের উপর নির্যাতনকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, 'গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের অধিকার। এমন নির্যাতন গণতন্ত্রের পরিপন্থী এবং এটি বন্ধ হওয়া উচিত।'
নুরুল হক নূর, যিনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি এবং গণ অধিকার পরিষদের নেতৃত্ব দিয়ে আসছেন, তার উপর এই নির্যাতনের বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।
রাজাপুরের স্থানীয় নেতারা জানান, মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন যাতে নূরের উপর করা নির্যাতনের সঠিক বিচার হয়। তারা আরও বলেন, 'আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত হয়।'
আইন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের নির্যাতন আইনের শাসনের প্রতি বড় ধরনের আঘাত। তারা এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা আশা করেন।
সমাজ-সাংস্কৃতিক বিশ্লেষকরা মনে করেন, তরুণ নেতৃত্বের উপর এমন নির্যাতন ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের কারণ হতে পারে। এটি যুবসমাজের মধ্যে হতাশার জন্ম দিতে পারে যা দেশের সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করবে।
পরিস্থিতির উন্নতির জন্য গণমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা সবার প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, সব পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করা উচিত।
ছাত্রদলের সমাবেশ জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। সরাসরি.hd
সিরাজগঞ্জে জুলাই আগস্টের-শহীদদের স্মরণে বিশাল জনসভায় বহুলী ইউনিয়ন বিএনপির প্রায়- ৪ হাজার নেতাকর্ম
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ৩১/০৭/২০২৫ইং তারিখে সিরাজগঞ্জে জুলাই আগস্ট এর শহীদদের স্মরণে
বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন বিএনপি প্রায় চার হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।
মিছিলটি সিরাজগঞ্জ কোর্ট চত্বর হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। এসময় স্লোগান ছিল- আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন-ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশন,
সিরাজগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, বহুলী ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি, টুকু ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই।
এ সময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব এস এম রেজাউর রহমান(ফিরোজ),সাধারণ সম্পাদক, মোঃ হায়দার আলী,সহ-সভাপতি, মোঃ ফেরদৌস আলী, সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলী মন্ডল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জেল হোসেন (রোকন),
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালেহ মাহমুদ মিয়া (বাবু), যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন,যুগ্ম আহ্বায়ক, মোঃশফিকুল ইসলাম। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য,আমিনুল ইসলাম দুলাল ও সোহাগ খাঁন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক,মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক,সানি আহমেদ রোমান,সহ-সাধারন সম্পাদক,নাঈম শাহান,
কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,ও মোঃ জামিল (মেম্বার)সহ ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে এক বিশাল মিছিল।
গ্রেফতার হওয়ার পর পুলিশকে কি বললো তৌহিদ আফ্রিদি!
রাঙ্গুনিয়ার সরফভাটায় আজ শনিবার (৩০ আগস্ট) ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুছ ও আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা ও নেছারিয়া সমাজের আয়োজনে এ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
খুলেছে জাপা কার্যালয়, ভেতরে স্টাফ বাইরে পুলিশের ব্যারিকেড
বেলা ১১ টার পরেও নেত্রকোনা এনপিপির সমাবেশে কয়েকজন সাংবাদিক ছাড়া নেই কোন জনগন।
সেগুনবাগিচায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে বিক্ষোভ
"ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোকচিত্র প্রদর্শনী আগামীকাল, নতুন সংগঠনের আত্মপ্রকাশ"
যে রুমিন ফারহানা আওয়ামী লীগের কাছে একটা প্লট ভিক্ষা চায় তিনি আমাদের গু ন্ডা র ভয় দেখায়!
কুষ্টিয়ায় গণঅধিকার সহ অন্যান্য সংগঠনের বিক্ষোভ মিছিল
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী ভাঙনে দিশেহারা দুই শতাধিক পরিবার, সরাসরি..hd
কুষ্টিয়ায় বিআরবি গ্রুপের কিয়াম মেটালে চলছে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন।
ঈদকে ঘিরে র্যাবের তিন পর্বের নিরাপত্তা ব্যবস্থা- অপরাধ ও বিশৃঙ্খলা থেকাতে তৎপর র্যাব -১১। জানাচ্ছেন র্যাব-১১ এর অধিনায়ক লে: কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন ।
LIVE মাইলস্টোনের দিকে উৎসুক জনতার ঢল.hd
L I V Eরেজিস্ট্রার অনুযায়ী ৩য় শ্রেনীর ৩৫ জনের মধ্যে ২৭ জন উপস্থিত ছিলেন.hd
নওগাঁ জেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন নেতাকর্মীদের জনস্রোত ।
#সম্মেলন #নওগাঁ #তারেকরহমান #tariquerahman #বিএনপি #bnp
সরাসরি ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে কথা বলছেন গণ অধিকার পরিষদের নুরুল হক
,,
সংক্ষিপ্ত প্রতিবেদন:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের বড় কালিয়ান গ্রামে ঘটে যায় অনৈতিক এক ঘটনা। অভিযোগ অনুযায়ী, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে মাহমুদুল হাসান লিংকন বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে গড়ে তোলে অনৈতিক সম্পর্ক।
পরবর্তীতে ওই তরুণ-তরুণীকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। কিন্তু রহস্যজনকভাবে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে ও নগদ অর্থ লেনদেনের মাধ্যমে যুবক লিংকনকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ ভিকটিম তরুণী এখন বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন করছেন। বিষয়টি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
ঘাটাইলে প্রশাসন কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষ বেলার চতুর্থ দিন আজ
দুর্নীতি-অবহেলার প্রতিবাদে ফেনী পানি উন্নয়ন বোর্ড অভিমুখে জনতার পদযাত্রা
জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতি ধারন করে আমরা এদেশে বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করবো- ডা. দিবালোক সিংহ
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশি(H
সামনে সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে জানান,আলহাজ্ব আবু তাহের তালুকদার, সাবেক তিন বারের সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থী।
বড়াইগ্রামের জোনাইল হাটে অতিরিক্ত খাজনা আদায়, সেনাবাহিনীর হস্তক্ষেপ, হাট কমিটির ভুল স্বীকার, অতিরিক্
বড়াইগ্রামের জোনাইল হাটে অতিরিক্ত খাজনা আদায়, সেনাবাহিনীর হস্তক্ষেপ, হাট কমিটির ভুল স্বীকার, অতিরিক্ত টাকা ফেরত পেল জনগণ
ঘাটাইল আদর্শ প্রাইমারি স্কুল মাঠে
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ( ফাইনাল ) খেলা।
আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যশোরের অভয়নগর পৌরসভার নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কের ঢালাই ও সংস্কার কাজ চলছে। এতে যান চলাচলে কিছুটা ভোগান্তি হলেও কাজ শেষ হলে ভাঙাচোরা সড়ক মেরামত হয়ে জনদুর্ভোগ কমবে।
ইতিহাসের পাতা থেকে
ধানমন্ডি লেকের
উৎপত্তি একটি
প্রাকৃতিক খালের
মাধ্যমে, যা
অতীতে
'কারওয়ান বাজার
নদী'
নামে
পরিচিত
ছিল।
এটি
কলাবাগান ও
গ্রীন
রোড
পেরিয়ে তুরাগ
নদীতে
গিয়ে
মিলিত
হতো।
১৯৫৬
সালে
তৎকালীন পূর্ব
পাকিস্তান সরকার
ধানমন্ডিকে একটি
পরিকল্পিত আবাসিক
এলাকা
হিসেবে
গড়ে
তোলার
সিদ্ধান্ত নেয়।
তখনকার
পরিকল্পনায় ধানমন্ডির ২৪০.৭৪ হেক্টর জমির
মধ্যে
প্রায়
১৬
শতাংশ
অংশকে
লেক
হিসেবে
সংরক্ষিত রাখা
হয়।
এই
পরিকল্পনার ফলেই
ধানমন্ডি লেক
আজকের
আধুনিক
রূপ
লাভ
করে।
বিয়ের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়াতে পরীক্ষা একদিকে আরেকদিকে হৃদয় ভাঙার আর্তনাদ। প্রেমিকের বিয়েতে অস্বীকৃতির পর ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালী গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন এক এইচএসসি পরীক্ষার্থী তরুণী। জানিয়েছেন, বিয়ে না করলে আত্মহত্যা করবেন। প্রেম, প্রতারণা আর পারিবারিক চাপের এই নাটকীয় ঘটনায় তোলপাড় পুরো এলাকা।
বিয়ের দাবিতে প্রেমিক বায়জিদ হোসেনের বাড়িতে হাজির হন ফারজানা আক্তার (১৮)। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চললেও হঠাৎ করেই বায়জিদ সরে যান। সেই আঘাতে চরম সিদ্ধান্ত নেন ফারজানা। প্রেমিকের বাড়ির উঠোনেই রাত কাটান অনশন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফারজানা স্থানীয় একটি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। আগামীকাল তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। কিন্তু অনশন ও মানসিক চাপের কারণে পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ফারজানা সাংবাদিকদের বলেন,
“আমি কারও বাড়িতে এসে ঘরজামাই বানাতে আসিনি, আমি আমার অধিকার চাই। বিয়ে না করলে আমি ম রে যাব।”
বায়জিদের পরিবারের ভাষ্য, ছেলেকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে ফারজানা এমন কাণ্ড করছেন। তবে মেয়েটির পরিবার বলছে, “আমরা গ্রামবাসীর সামনে মাথা উঁচু করে থাকতে চাই। মেয়েকে নিয়ে কেউ খেললে তাকে ছাড় দেওয়া হবে না।”
এদিকে প্রেম ও অনশনের এমন নাটকীয় ঘটনায় পুরো জোড়খালী গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ কেউ বলছেন, এটি প্রেমের জয়—আবার কেউ বলছেন, তরুণ প্রজন্মের বিপর্যস্ত মানসিকতার করুণ চিত্র।
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে নদী ও পরিবেশ রক্ষায় একদল সেচ্ছাসেবী তরুণ নিরলসভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। “নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন” ব্যানারে সংগঠিত এই সামাজিক উদ্যোগে দিনরাত মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন ছাত্রনেতা ও সংগঠনের সমন্বয়ক মো. আজমল।
প্রাকৃতিক সম্পদে ভরপুর গোয়াইনঘাট উপজেলার পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। বালু-পাথর উত্তোলনে অবৈধ কর্মকাণ্ড, নদী দখল, পাহাড় ধ্বংস ও বন উজাড়ের বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি সরাসরি অভিযান পরিচালনা করছে এই সংগঠনটি।
বিশেষ করে রাতের আঁধারে যেসব চক্র নদী ও পরিবেশ ধ্বংসে লিপ্ত হয়, তাদের তথ্য সংগ্রহ ও প্রতিবাদে রাতেও মাঠে থাকেন আজমল ও তাঁর দল। পরিবেশ রক্ষায় ত্যাগ ও সাহসিকতার এই নজির স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তারা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরদারির পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আজমল বলেন, “নদী ও পরিবেশ আমাদের অস্তিত্বের অংশ। একে বাঁচাতে হলে শুধু দিনে নয়, রাতেও পাহারা দিতে হয়। আমরা কেউ পেছনে সরে যাবো না, এই আন্দোলন চলবে গোয়াইনঘাটের প্রকৃতি রক্ষার স্বার্থে।”
গোয়াইনঘাটের সচেতন মহল মনে করেন, এই আন্দোলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের জন্য আশার আলো।
দুর্গাপুরে ১৩০ বোতল ভারতীয় মদ ও পরিবহনের পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
দিনব্যাপী উত্তেজনা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ
জুলাই ২৪ এর পর থেকেই গণমানুষের মিডিয়া হিসেবে কাজ করে সেই ভারতীয় মিডিয়া মিথ্যাচার করে বেড়াচ্ছে ইচ্ছামত। যা সত্য কে ধামা চাপা দিয়ে মিথ্যা কে বাহবা দেওয়ার শামিল।
আমার ভাইয়ের র°ক্ত লা°ল,
যুবদল কোন চ্য|টের ব|ল
বড়াইগ্রামের নগর ইউনিয়নের জামাইদিঘা গ্রামে পুকুর খনন করে ২০ বছর যাবত ভোগ দখলকৃত পুকুরের পাড়ের কলার গা
বড়াইগ্রামের নগর ইউনিয়নের জামাইদিঘা গ্রামে পুকুর খনন করে ২০ বছর যাবত ভোগ দখলকৃত পুকুরের পাড়ের কলার গাছ কেটে দেওয়ার অভিযোগ
কেন্দুয়ায় যুবকের বস্তাবন্দী ভাসমান লাশ উদ্ধার: পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড
অস্থির সবজির বাজার, ৫০ টাকার ওপরে অধিকাংশ সবজির দাম
কিভাবে এলো ১ দফার ঘোষণা? হাসিনা পালানোর ১ সপ্তাহ আগে , আন্দোলনে ইস্তফা দিয়েছিল সমন্নয়কেরা?
LIVE এনসিপির সমাবেশের বর্তমান চিত্র.hd
ফেনীর পরশুরামে ভারতীয় পাহাড়ি ব*ন্যা/র পানি বর্তমানে সাতকুচিয়া প্লাবিত বেশি, শুকনো খাবারের অভাব দুপুর
ফেনীর পরশুরামে ভারতীয় পাহাড়ি ব*ন্যা/র পানি বর্তমানে সাতকুচিয়া প্লাবিত বেশি, শুকনো খাবারের অভাব দুপুর ২টার আপডেট
আন্দোলন কারিরা দড়জা ভেঙ্গে ভিতরে ঢুকলেন,,,,
এখন থেকে স্হানীয় সরকার নির্বাচনে আর দলীয় পতি থাকছে না এ নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি আমরা সাধারণ মানুষের আপনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি । রিপোর্ট মোঃ আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে খালিদ
সুপ্রিম কোর্টে আইনজীবীদের বি’ক্ষো’ভ মিছিল
পুলিশ-শিক্ষার্থী সং'ঘ'র্ষে রাজধানীর গুলিস্তান রণক্ষেত্র
শিক্ষা সচিব এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল কে আটকিয়ে রেখেছেন ছাত্র জনতা,,,,,
পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক আনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আশুলিয়া দীর্ঘ যানজট বাইপাইল মহাসড়ক
কুমিল্লায় ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা ।
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা ।
সকাল ৮টা থেকে ৩ঘন্টা ব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১৪তম গ্রেড প্রদান,বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ,ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬দফা দাবী ব্যা্নার ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার ১৭টি উপজেলার কয়েকশত স্বাস্থ্যসহকারিরা।
এসময়বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, , কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন , সহ সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ শহিদুল্লাহ চৌধুরীসহনেতৃবৃন্দরা।
বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
এদিকে ওই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলে হুশিয়ারি উচআচারণ করেন স্বাস্থ্যসহকারি নেতৃবৃন্দরা।
ছি ছি ছি মিজানুর রহমান আজাহারী ছি -Pinaki Bhattacharya !
স্বর্গভূমি থেকে মরুভূমি সিলেটের সাদা পাথর
ভারত থেকে আসা বাংলাদেশি শাহজাদার পুসইন ঝুকি কতটা
জলবায়ু পরিবর্তন, সাগরের উচ্চতা বৃদ্ধি, বেড়িবাঁধ ভাঙন ও অব্যবস্থাপনার কারণে কুতুবদিয়া আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। “অস্তিত্ব সংকটে কুতুবদিয়া” শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন, প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে দ্বীপের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, ফসলি জমি ও মানুষের জীবিকা।
আলোচনায় জানানো হয়, এটি শুধু একটি ভৌগোলিক সংকট নয়—বরং একটি মানবাধিকার সংকট। মানুষ ঘর হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে, স্থানচ্যুত হচ্ছে। রাষ্ট্রের তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া ভবিষ্যতে কুতুবদিয়া হয়তো কেবল ইতিহাস বইয়ের পাতায় থাকবে।
চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে টাকার লেনদেনের জের ধরে আপন চাচার কোপে এক ভাতিজা নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পাটির উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে জুলাই মঞ্চের নেতা কর্মীরা শাহবাগ ব্লকেড করে বিক্ষোভ সমাবেশ করছে।
২৮ মে, দিনাজপুরের ইন্সটিটিউট চত্তরে আয়োজিত জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহম্মদ রেজাউল করীম।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত – ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠান,
অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট (সোমবার) ঢাকা ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক— বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান
– জনাব তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির সংগ্রামী মহাসচিব – জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন যুবদলের বিপ্লবী সভাপতি – আবদুল মোনায়েম মুন্না।
সঞ্চালনায় থাকবেন সংগ্রামী সাধারণ সম্পাদক – মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও প্রযুক্তি সামগ্রীসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাতব্যাপী। হীরকপাড়ার আজাদের বসতবাড়ির পিছনের একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক চার সন্ত্রাসী হলেন – আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল। এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
সেনাবাহিনীর এ সফল অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।