কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Mga nangungunang video
পূর্বধলা উপজেলা ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের হাতিনাকান্দা গ্রামে সোয়াই নদীর পাড়ে দোকানটি পানির স্রোতে ভেসে যায়।
কার্জন হল পরিদর্শন শেষে কথা বলছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট
ঢাকায় ব্যবসায়ী হত্যাকান্ডের বিষয়ে জনগনের মধ্যে বিএনপিকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়ে দোষীদের শাস্তি দাবি নিয়ে যা বললেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এটা কেমন দেশ? যেদেশে যে যার মতো অসামাজিক কর্মকাণ্ড শুরু করেছে!!!নাই কোনো প্রশাসনের ভয়,নাই কোনো মানুষের ভয়,,তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কথাই?
সুধুমাত্র সম্পত্তির ভাগাভাগির জন্য নিজের ভায়ের চোখ উপড়ে ফেলতে পারে? এমন্ই ঘটোনা ঘটতে দেখা গেছে,
বরিশাল জেলার নাজিরপুর ইউনিয়নে,
#সম্পত্তির ভাগাভাগির কারনে আপোন ভায়ের চোখ উঠিয়ে বাবা আরশেদ বেপারির হাতে তুলে দিলো অপোর দুউ ভাইরোকোন বেপারি তার স্ত্রী ও মেয়ে এবং সপোন বেপারী!
এই ঘটনাই থমথমে এলাকাবাসি,,,একেমন ইতিহাস?
যা আমরা কখনোই চাইনি,,,!
এবিষয়ে, আশেপাসের লোক জন কেও আইনের আওতাই আনার দাবি জানাচ্ছি,,,কারন তারা বিষয়টি বাধা না দিয়ে কেমেরা নিয়ে বেস্তো কেন? আসে পাসে লোক জন তো কম ছিলো না,,,তাদেরকেও আইনের আওতাই আনাহোক,,,
#মন্জুরুল হক,
#কালিগন্জ ঝিনাইদহ
কুড়িগ্রামের রৌমারীতে ২২হাজার ১০০ পিস ইয়াবাসহ রফিক হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী রফিক হোসেন রৌমারী সদর ইউনিয়নের চর নতুনবন্দর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
বাস না পেয়ে ছাত খোলা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে নিজ নিজ কর্মের তলে ফিরছে উত্তরবঙ্গের মানুষ
বিষ খালি নদীটি ভাঙ্গন প্রবন হওয়ায় কাঠালিয়া রাজাপুর ও ঝালকাঠির নদী তীরবর্তী মাঝে মাঝে ভাঙ্গন বেরিবাধ ছুটে এলাকা তলিয়ে যাওয়ার মত বা জলোচ্ছ্বাস প্রবন ঘটনা ঘটে। এর ফলে জনজীবন প্রাণ হথাৎ এর ঘটনা সহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই এই নদীর তীরে জনমানুষের প্রাণের দাবি স্থায়ী বেরিবাধ।কাঠালিয়া লঞ্চ ঘাট থেকে সরাসরি।
একজনের অবস্থা এমন ছিল বর্ণনা করার মত না: মাইলস্টোনের একজন শিক্ষার্থীর সরেজমিন বর্ণনা
শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয় এলাকায় সংঘর্ষে পরিণত হয়। শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৮০ জন আহত হন, যাদের মধ্যে শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্যরাও রয়েছেন।
সুনামগঞ্জের রঙ্গারচরের হরিণাপাটি গ্রামে বিজিবি”র অভিযানে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি,লেহঙ্গা ও কস
২৮বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনসেটের গোডাউনে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে টাস্কফোর্স এর অভিযানে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি,১৩ পিস লেহেঙ্গা,৪৯২২ পিস কসমেটিক্র সামগ্রী ও ২০১২০ পিস চকলেট আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।
আজ সোমবার ভোররাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,২ জন পুলিশ সদস্য,২৮ বর্ডারগার্ড বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম,১৬ জন বিজিবি”র সদস্যসহ মোট ২০ জন অভিযানে অংশগ্রহন করেন।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য গত একমাসে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এযাবত ১৪ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার ৯৭৮ টাকার সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরেনর পন্যসামগ্রী আটক করতে সক্ষম হয়েছে।
সকাল বেলা খুনি জাল দিয়ে বৃষ্টির ভিতর মাছ ধরার ভিডিও
শরীয়তপুর সখিপুর থানাদিন বাজারে ১ কেজি গাজাসহ অটোরিকশা চালক আটক
উৎসাহ-উদ্দীপনা নিয়ে সোহরাওয়ার্দীতে যোগ দিচ্ছেন জামায়াত নেতাকর্মীরা
সরাসরি ডাকসুর ভোটগ্রহণ চলছে; বিপুল ভোটার, ব্যাপক উৎসাহ
ঝালকাঠি জেলা প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র দলের উদ্যোগ বিক্ষোভ মিছিল পালন হয়।এইসময় তারা জানান কেন্দ্র ঘোষিত কর্মসূচি এর অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। ছাত্র দল রাজপথের লড়াকু সৈনিক হিসেবে চাঁদাবাজির বিরুদ্ধে এর লড়াই চলবে।
শাহবাগে পুলিশের লাঠিচার্জ
নরসিংদী আদালতের বাইরে হামলা: আহত অতিরিক্ত পিপি ও জামিনপ্রাপ্ত আসামি
চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়েছে, বামেরা
তার ভালোবাসার আদান-প্রদান। পাগল হয়ে ঘুরে বেড়ানো এই বোনটির অপেক্ষা কবে তার ভাই তারেক ( জনাব তারেক রহম
মানুষের জীবন বড্ড অদ্ভুত। অদ্ভুত তার ভালোবাসার আদান-প্রদান। পাগল হয়ে ঘুরে বেড়ানো এই বোনটির অপেক্ষা কবে তার ভাই তারেক ( জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি) দেশে আসবে! পেটের ক্ষুধা মিটবে কিনা কে জানে। ভালোবাসার টানে কটা টাকা সে জোগাড় করে এনেছে যদি তার ভাই তারেককে পৌঁছে দেওয়া যায়।
📌 জয়দেবপুর রেলস্টেশন, গাজীপুর
সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় তিনি বলেন, তরুণ এবং বৃদ্ধ মিলে দেশ পরিচালনায় আমার কাছে মনে হয় সমতি।
.
তারিখ: ০৬ জুলাই ২০২৫ইং
বার: রবিবার
সময়: সন্ধ্যা ১০.৩০ মিনিট
.
🔹 প্রধান অতিথিঃ নুরুল হুদা জিন্না, সাবেক সাধারণ সম্পাদক, ঝাঐল ইউনিয়ন বিএনপি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
বান্দরবানে সুয়ালকে বিদ্যুৎ ও সড়ক বিহীন ১৫০ পরিবার
চট্টগ্রামের কর্ণফুলীতে প্রায় দুই শতাধিক দোকানপাট গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ব্রিজঘাট, সৈন্যরটেক, খুদ্যেরটেক, আজিমপাড়া ও মইজ্জ্যেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করেন (সিডিএ)। অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।
এস্টেট শাখার কর্মকর্তারা জানান, ‘আমরা অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করেছি অনেক আগেই। সিডিএ’র জমিতে যারা দখল রয়েছেন তাঁদের অভিযান চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে। অভিযানে অংশ নিয়েছেন সিডিএ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), সিডিএ নির্মাণ বিভাগ-১ এর প্রকৌশলী, সিডিএর সহকারী প্রকৌশলী, পেশকার ও সিএমপির পুলিশের সদস্যরা।
ব্যবসায়ীরা জানান, গত বছরও বিনা নোটিশে উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায় কাঁচাবাজার ও সড়কের পাশের প্রায় আড়াইশত দোকান গুড়িয়ে দিয়েছিলেন সিডিএ। এবারও চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকা থেকে মইজ্জ্যেরটেক পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় সিডিএ।
সিডিএ নির্মাণ বিভাগ-১ প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ টিপু জানান, অধিগ্রহণ করা জমিটি রাস্তা নির্মাণের অবশিষ্ট জমি। এটা বাজারের কোন খাস জমি নয়। ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণ করার জন্য সংরক্ষণ করা ছিলো জমিটি। এলএ মামলা ও বিএস খতিয়ান মূলে জমিটির মালিক সিডিএ’র। তাই এ জমিতে থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
গাজীপুর জেলা, কালীগঞ্জ থানা, ঘোরাশাল ব্রিজ সংলগ্ন কোন এক বড় ভাই চাঁদা বাজি করতেছে, এবং তাদের ব্যবহার অতি জগন্ন, আমরা আশা করি এর ব্যবস্থা নেওয়া দরকার। আমরা আমরা জানি বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে আর চান্দা নেই,,,,,,,, তাহলে এগুলোকে।বড় ভাই এখানে উপস্থিত ছিল কিন্তু সামনে আসেনি।
ঢাবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বলেছেন প্রক্টর
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ক্লাব উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি জনাব সৈয়দ মোস্তফা জামাল।এছাড়া স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এটি ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড কার্যালয়।
ফাজিলাবাড়ী রাস্তার বেহাল দশা।
সরাসরি ডাকসু নির্বাচন ভূতত্ত্ব বিভাগে ভোট দিতে এলেন ভিপি প্রার্থী উমামা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এই কর্মসূচি বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস, সুনামগঞ্জের যৌথ আয়োজনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চলনায় ছিলেন, মো. মনিরুজ্জামান সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. রবিউল ইসলাম, সহকারী প্রোগ্রামার, ইউআইটিআরসিই, ব্যানবেইস, মো. আব্দুল মুকিত উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দেবর্পিত রায় উৎস। তিনি বলেন, “আমরা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য নিজেকে গড়ে তুলতে চাই। শিক্ষা যেন শুধু ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠুক।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, হাজী আছির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক তাহের আহমেদ, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতার হোসেন ও অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মো. শহীদুল্লাহ এবং গীতা পাঠ করেন সঞ্জীব কর।
বক্তারা বলেন, এই সম্মাননা অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শিক্ষা ও মানবিক মূল্যবোধে উৎসাহ জোগায়, যা ভবিষ্যতের সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা হয়ে থাকবে।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় ও নোয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা।
অনুষ্ঠানটি জামালগঞ্জের শিক্ষা অঙ্গনে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মাননাগুলো শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখাতে ও তা বাস্তবায়নে এগিয়ে যেতে সহায়ক
সাইমুমের জুলাই জাগরণ ফেস্টে বক্তব্য রাখছেন প্রেস সচিব
😁😁😄😇
সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখছেন কাদের গণি চৌধুরী
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের কর্মসূচির অংশ হিসেবে প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সিভিল সুনামগঞ্জ সার্জন কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা ৩ ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করে।
এসময় স্বাস্থ্য সহকারীরা বলেন, আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক(বিঞ্জান) সংযোগ ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি সারাদেশে পালন করা হচ্ছে। দাবিগুলো দ্রæত বাস্তবায়ন না করা হলে আগামী ১ সেপ্টেম্বরে থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষনা দেন তারা।২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের ভবিষ্যতে কথা বিবেচনা করে বর্তমান সরকারের কাছে ৬ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান তারা।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম সোহেল, সংগঠন উপদেষ্টা শহীদুল কবির চৌধুরী, মুজাহিদ মিয়া, পরিমল তালুকদার।
শাকচরে বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচন শেষে বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কথা বলছে জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের, ফরেন সার্ভিস একাডেমি থেকে
রানীশংকৈল সরাসরি প্রাইভেটকার ফলমূলের দোকানে ভিতরে।
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁও প্রতিনিধি,,
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার মেইন শহরের উপর একটি ফল মূল ও কনফেশনের দোকানের ভিতরে। প্রাইভেট কার ঢুকে গেলে সে দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেলে। দোকানের ডেকোরেশন ফ্রিজ অন্যান্য মাল প্রায় কয়েক লাখ টাকার জিনিস ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়। সেই ড্রাইভার খঞ্জনা নামে গ্রামের বাড়ি। রিপোর্টটি করা পর্যন্ত ড্রাইভার এর মূল হতিস পাওয়া যায়নি।
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর ফৌজদারি মোড়ে অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাসিক ভাড়া জোরপূর্বক নিয়ে যাওয়া এবং দোকান দখল চেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
বুধবার (২জুলাই) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, রাজিয়া বেগম, তুষার আহমেদ সুমাইয়াসহ অনেকে।
লিখিত বক্তব্যে নাজমা আক্তার বর্তমান সরকার প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার, নিরাপত্তা এবং সন্ত্রাসী বিল্লালসহ সকল সন্ত্রাসীদের বিচারের দাবি জানান তারা।
নীলফামারীর ছয় উপজেলায় পথসভার অংশ হিসাবে আজ সকাল ১০ টায় ডোমারে পথসভায় আসেন জাতীয় নাগরিক পাটির উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম। এ সময় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ এ পথসভায় অংশগ্রহণ করেন জনাব আলম বলেন খুনি হাসিনার বিচার হবেই এদেশের মাটিতে। এর পরে তিনি ডিমলা, জলঢাকা,, সহ নীলফামারীর পথসভায় অংশগ্রহণ করেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলায় পুলিশের ভূমিকা হতাশ জাতীয নাগরিক পার্টির নেতারা তারা বলেন পুলিশ এখনো ফ্যাসিসদের লালন পালন করছে।
গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি: ভালুকায় বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা | Bhaluka BNP Rally
৫ আগস্ট ২০২৫, ময়মনসিংহের ভালুকায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের ১ম বর্ষপূর্তিতে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা! পতনের ধ্বংসগাথা, জাগ্রত জনতার জয়োল্লাসে মুখরিত ভালুকা। আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, হাতেম খান, খান সোহাগসহ নেতৃবৃন্দের নেতৃত্বে হাজারো জনতার অংশগ্রহণ।
Watch the historic moment of democracy's triumph.
Cover Topic -
গণঅভ্যুত্থান দিবস, ভালুকা বিএনপি, বিজয় মিছিল, Bhaluka BNP, July Uprising 2025, গণতন্ত্র, ময়মনসিংহ, BNP Rally, আলহাজ্ব মোর্শেদ আলম, হাতেম খান, খান সোহাগ, Democracy Bangladesh, জুলাই আন্দোলন, Victory Rally 2025, বাংলাদেশ রাজনীতি, Info Today Bangla, Info Today, BNP News, Bangla News,
#গণঅভ্যুত্থান_দিবস #ভালুকা_বিএনপি #victoryrally #bnp2025 #জুলাই_আন্দোলন #democracybangladesh #bhalukarally #গণতন্ত্র #bnpunity #JulyUprising
#গণঅভ্যুত্থান_দিবস #ভালুকা_বিএনপি #victoryrally #bnp2025 #democracy
আশুলিয় অঞ্চলে রুম ভাড়া নিয়ে চলছে রমরমা দেহ ব্যাবসা ধংস হচ্ছে যুব সমাজ,,,, দেখুন ভিডিওতে,,,,
পেকুয়া,৫ আগষ্ট, ২০২৫: পেকুয়া উপজেলায় আজ এক বিশাল বিজয় র্যালির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ র্যালিতে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহ দূর শাহ্।
র্যালিটি পেকুয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। র্যালিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এম.বাহ দূর শাহ্ সাংবাদিকদের বলেন, "এ বিজয় র্যালি শুধুমাত্র বিএনপির বিজয়ের প্রতীক নয়, এটি জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অংশ। আমরা সকলকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করে যাব।"
বিজয় র্যালিটিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দলীয় সংহতি বৃদ্ধি পায় এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
#highlight
@everyone
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী খোয়াসাগর দিঘীরপাড় টানা বৃষ্টিতে ভাঙনের মুখে পড়েছে, পর্যটকদের আকর্ষণীয় স্থান বিপন্ন।..
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড শাহাদাত হোসেন এর নেতৃত্বে নলছিটি উপজেলার আনন্দ ও বিজয় মিছিলের কর্মসূচি পালন। স্থানীয় নেতাকর্মী উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করেন।
রংপুরে জামায়াতের বিশাল জনসভায় হিন্দু নেতা শ্রী যোগেন চন্দ্র বর্মনের বক্তব্য............
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ৪, ৫, এবং ৬ নং ওয়ার্ড কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা আমির মাষ্টার মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং শৌলজালিয়া ইউনিয়নের সভাপতি মোঃ মামুন হোসেন রিপন। এছাড়াও ভান্ডারিয়া থেকে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার আবু বকর সিদ্দিক এবং ইসলামি যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহিম। ইসলামি আন্দোলনের মাওলানা এনায়েত সহ আরো অনেকে সভায় অংশগ্রহণ করেন। শৌলজালিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ জামাল, আবু সালেহ, এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আ. রব হাওলাদার এই সভায় উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন যে, সাম্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তারা উল্লেখ করেন যে, বিগত সময়ে অন্যান্য দলকে সুযোগ দেয়া হলেও জনগণের উন্নয়ন হয়নি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন বন্ধ করার লক্ষ্যে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সেই সম্ভাবনা রয়েছে। এছাড়াও তরুণ প্রজন্মের অনলাইন একটিভিস্ট ড. ফয়জুল হককে এমপি প্রার্থী হিসেবে সমর্থন করার জন্য আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত নেতারা ভবিষ্যৎ পরিকল্পনা এবং রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জামায়াতে ইসলামী সরকারের প্রতিটি স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। সভার শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এই সভার মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক অবস্থান এবং পরিকল্পনা তুলে ধরেছে। তারা উল্লেখ করেছে যে, জাতির প্রত্যাশা পূরণে তারা সর্বদা সচেষ্ট থাকবে এবং সমর্থকদের একত্রিত করে একটি শক্তিশালী দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাবে।
রাজনৈতিক আওয়ামী লীগকে পরিত্যাগ করা হলো বড় বিষয়
ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় শ্যামগঞ্জ রেলক্রসিং সংলগ্ন রাস্তা মেরামতের কাজে লেগে গেলেন বিএনপি নেতা-কর্মীরা। উক্ত মহৎ কাজে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। আরো উপস্থিত ছিলেন উক্ত উপজেলার ১ নং ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন।
জনগণের কণ্ঠে স্লোগান: "হাসিনাকে ফিরিয়ে আনো" | রাজনীতির নতুন মোড়
সাইমুমের জুলাই জাগরণ ফেস্টে বক্তব্য রাখছেন সংস্কৃতি উপদেষ্টা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বিএনপির স্হায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষ চেয়ে চেয়ে দেখবে ওই দিন শেষ হয়ে গেছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোষরদের খোলক থেকে বেরিয়ে জনগনের কাতারে দাড়ানোর আহবান জানিয়ে তিনি আরো বলেন, জনগনের মনের ভাষা বোঝার চেষ্টা করুন,দেশের প্রতি দ্বায়িত্বশীল আচরন করুন, সেটি করলে জনগন ক্ষমা করে দেবে। ব্যর্তয় ঘটানোর চেষ্টা করলে কেউ রক্ষা করবেনা বলে সতর্ক করেছেন তিনি।
আজ বুধবার দিনাজপুরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে আয়োজিত যুবদলের নব গঠিত ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। এতে সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ।
শামীম হাসনাইন মাহমুদ
নির্বাহী প্রকৌশলি পানিউন্নয়ন বোর্ড।
শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছে তখন ভারত চু্ক্তিতে এসেছে
জোয়ারের উত্তাল ঢেউয়ে দ্বীপ কুতুবদিয়ায় নতুন দুর্যোগ। আবারও ভেঙ্গে পড়ছে বেড়িবাঁধ, ডুবে গেছে
শত শত পরিবার।
কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার
দাকোপ উপজেলার বানিশান্তা পতিতা পল্লীর ময়না বেগম। ১৩ বছর ধরে ওই পল্লীতে বসবাস করেন ময়না।
১১ টা মা ম লা কি আমার পৈতৃক সম্পত্তির ঝামেলা নিয়ে খাইছি
কিশোরগঞ্জের বাজিতপুরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং সম্মানহানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী শিমুল মিয়া ও তাঁর প্রতিবেশী আঃ কাদির। গত ৫ আগস্ট ২০২৫ তারিখে অনিবন্ধিত একটি ওয়েবসাইটে প্রকাশিত ‘বিদেশে চাকরির প্রলোভনে নির্যাতন’ শীর্ষক সংবাদকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন।
মঙ্গলবার বিকেলে বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বাগমারা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিমুল মিয়া। তিনি বলেন, উক্ত সংবাদে তাদের বিরুদ্ধে বিদেশগামী এক ব্যক্তিকে নির্যাতন ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শিমুল মিয়া জানান, সংবাদে উল্লিখিত লিটন বর্তমানে বিদেশে সুস্থভাবে কর্মরত আছেন এবং নিয়মিত বেতন পাচ্ছেন। তাকে কেউ কোথাও নির্যাতন করেনি—এমন তথ্য তারা নিশ্চিত হয়েছেন। বরং লিটন বিদেশে প্রথম দিকে তিন মাস তাঁর (শিমুল) সঙ্গে ছিলেন এবং থাকার সময় সমস্ত খরচ তিনিই বহন করেছেন।
তিনি অভিযোগ করেন, লিটনের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে উল্টো তাঁর বিরুদ্ধে সাজানো নাটক তৈরি করে মিথ্যা অভিযোগ তোলা হয়। একই সঙ্গে এক ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে তাদের কাছে টাকা দাবি করেছিলেন, টাকা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আঃ কাদির তাঁর বক্তব্যে বলেন, তাঁরা কোনো প্রতারণা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন। এলাকার মানুষের সঙ্গে কথা বললেই সত্যতা যাচাই করা যাবে। মিথ্যা সংবাদে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রকাশিত সংবাদের সমস্ত অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই এবং তা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও মানহানি করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।
এক্সপার্ট এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এর ভেজাল পন্য।সংগৃহীত দৈনিক ভোরের পরশ
চট্টগ্রাম বন্দরের বাস্তবতা! কেন দেশে ঢুকছে বিদেশী কোম্পানি?Chattogram Port| DP World| Shahedin
ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে ছাত্র শিবিরের জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঐকমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলছেন সালাহউদ্দিন আহমেদ
জিত দখল করে কার্যালয়ে বানিয়েছে জামাত
রাস্তার দুই পাশে অবৈধ ভাবে সড়ক দখল করে ফুটপাত করার কারণে যানজট এর ভোগান্তিতে পরেছে ভুলতা, গাউছিয়ার বাসিন্দারা........
উপস্থাপিকার এক প্রশ্নেই হিমশিম সচিব! | Shafiqul Alam | talkshow | আদর্শ রাজনীতি
LIVE শহীদ মিনারে এনসিপির সমাবেশের মঞ্চ প্রস্তুত.hd
মাইলস্টোন ট্রাজেডির চিকিৎসাধীন দগ্ধ রোগীদের সবশেষ পরিস্থিতি
যে তিনটি কারণে তারেক রহমান দেশে ফিরছেন না | আসাদ নূর | Asad Noor | Ishtehar | ইশতেহার
পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন ও বিষ দিয়ে মাছ নিধন
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : ২৯ আগষ্ট/২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে শত্রুতায় ঘরে আগুন, বাগানের বেড়া ভাঙচুর সহ গাছ কাটা ও পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। জমি-জমার জেরে ঘটনাটি উপজেলার রামভদ্রপুর গ্রামে ঘটে।
প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার বাগজানা ইউপির রামভদ্রপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নফির উদ্দিন। অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত অচিমদ্দিনের ছেলে রাজুর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট নফিরের ঘরে আগুন দেয়, পরদিন বাগানের নেটের বেড়া ভাংচুর সহ গাছ কেটে ও উপরে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করে। এর প্রতিবাদ করায় উল্টো প্রাণনাশের হুমকি দেয় রাজু। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে পুকুরে (গ্যাস বড়ি) বিষ প্রয়োগে মাছ মেরে ফেলে। মাছ মেরে ক্ষতি করায় নফির থানায় আবারো অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে রাজু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা। যারা এ কাজ করেছে তাদেরকে ধরতে পারছে না। আমি জমি পাই তাই আমাকে সন্দেহ করেছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২১তম দিনের বৈঠকে কথা বলছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ
নারায়ণগঞ্জ শহরের রাস্তাঘাট আর ফুটপাতজুড়ে দিনভর ঠেলা-গাড়ি আর পসরা সাজিয়ে জীবিকা চালান হাজারো হকার। তারা শহরের অগণিত মানুষের সেবা দেন, নিজের পরিবার চালান। কিন্তু রাজনীতির মারপ্যাঁচ আর ক্ষমতার পালাবদলে বারবার উচ্ছেদ, হয়রানি আর নির্যাতনের শিকার হন এ খেটে খাওয়া মানুষগুলো।
স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী আর রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের বলি হয়েই তাদের জীবিকা পড়ে অনিশ্চয়তায়। কেউ কেউ দিনের পর দিন বসার জায়গা হারিয়ে বেকার হয়ে পড়েন। অথচ প্রতিশ্রুতি আর আশ্বাস ছাড়া মেলে না কোনো স্থায়ী সমাধান।
চলমান অবস্থায় তাদের দাবি— টিকে থাকার লড়াইয়ে অন্তত রাজনীতির শিকার যেন না হতে হয়।
Feni flood situation
Current Situation in Phulgazi Bazar!
Update on Flood Situation in Feni:
The water level of the Muhuri River is currently flowing 137 centimeters above the danger level.
There have been breaches in five locations, including Janglaghona of the flood control embankment, Gadanagar, Derpara, and Sahebnagar. The water level continues to rise.
Source: Executive Engineer, Water Development Board.
উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনের উপর বিমান বিধ্বস্তের পর স্কুল ভবনের ভিতর থেকে কিছু শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে আহত অবস্থায় বেড়িয়ে আসে
পুলিশের সামনে দিয়ে চাপাতি হাতে ছি/নতাই করা ব্যাগ নিয়ে চলে গেলো ছিনতাইকারী!
ধানমন্ডির ৩২ নম্বরে চা'*পা*তি দেখিয়ে ব্যাগ 'ছি'ন'তা*ই ' করে পুলিশের সামনে দিয়ে চলে গেলো।
আশুলিয়া শ্রীপুর থেকে জাতীয় সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পাঁচটি বাস
জয়পুরহাটে গণশুনানি অনুষ্ঠান শেষে যা বললেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন..
জয়পুরহাটে গণশুনানি অনুষ্ঠান শেষে যা বললেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন..
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব সংলগ্ন শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
মানিক মিয়ায় যৌথবাহিনীর কড়া নিরাপত্তা,
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি.
রাজবাড়ী জেলা মহিলা দলের পক্ষ থেকে এক বিশাল মিছিল
শহীদ মিনারে ছাত্রশিবিরের জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র্যালির প্রস্তুতি
জুলাই ঘিরে প্রস্তুত মানিকমিয়া এভিনিউ, সরাসরি
১০ লাখ মানুষ নিয়ে সমাবেশ করবে জামায়াতে ইসলামী, যেসব প্রস্তুতি সম্পূর্ণ। সরাসরি
নিজস্ব
প্রতিবেদক, কুতুবদিয়া
| ০৬
আগস্ট ২০২৫
ফ্যাসিস্ট
সরকারের পতনের এক বছর পূর্তিতে ‘জুলাই
গণ-অভ্যুত্থান দিবস-২০২৫’ উদযাপন
করেছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আয়োজিত এক বিশাল গণমিছিল
ও সমাবেশে হাজারো জনতার উপস্থিতি কুতুবদিয়ার রাজপথে এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি
করে।
বুধবার
(০৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার দরবার রাস্তার মাথা থেকে মিছিল শুরু হয়।
জামায়াতের উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে
মিছিলটি বড়ঘোপ বাজার প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বহু
বছর পর আদালতের রায়ে ফিরিয়ে আনা জামায়াতের ঐতিহ্যবাহী ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এদিনের মিছিলের অন্যতম আকর্ষণ
হয়ে উঠে। প্রতীকটি বহন করেন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাবেশে
বক্তারা বলেন, “দীর্ঘ
১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিলো।
ভোটবিহীন ক্ষমতায় থেকে গণতন্ত্র ধ্বংস করেছে। একবছর আগে ছাত্র-জনতা রক্ত দিয়ে
গণ-অভ্যুত্থান ঘটায়, যেখানে
দুই হাজারের অধিক ছাত্র শহীদ হন। কিন্তু সেই বর্বর হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি।”
তারা
আরও বলেন, “আদালতের
রায়ের মাধ্যমে জামায়াতের রাজনীতি ও প্রতীক ফিরে পাওয়া জনগণের বিজয়। আগামী
নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে, এটাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
সমাবেশে
আরও বক্তব্য রাখেন, কুতুবদিয়া
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, উপজেলা
তারবিয়াত সম্পাদক মাওলানা আবদুস সাত্তার,প্রচার
সম্পাদক রেজাউল করিম রাজু,কৈয়ারবিল ইউনিয়ন সভাপতি মাওলানা উসমান
গণী,বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নূর,উপজেলা শ্রমিক নেতা মাওলানা আবদুর রহমান,যুব নেতা রবিউল হোসাইন,ছাত্রশিবির
সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম, উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের শত শত
নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
LIVE '৩৬ জুলাই' উদযাপন প্রস্তুতির সবশেষ..hd
'৩৬ জুলাই' ঘিরে প্রস্তুত মানিকমিয়া এভিনিউ, সরাসরি..hd
সাতক্ষীরায় এনসিপি'র বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে, যা দলের সাংগঠনিক ক্ষমতা প্রদর্শন এবং জনগণের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্য নিয়ে আয়োজিত
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত
ছাত্রদলের সমাবেশে শাহবাগে উপচে পড়া ভিড়, পাখির চোখে সরাসরি.hd
সাধারণ ব্যাবসায়ীদের প্রতিক্রিয়া,
আমার চোখে ড.ইউনুস এখনো তেমন কিছু করতে পারেনি
কসবামাজাইল ইউনিয়নে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: মূল হোতা নুরুল ও মিজান,
এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক #kashbamajailnews #crimenews
এইমাত্র খুলনা মংলা মহা সড়কে দিগরাজ বাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ,,,
LIVE মাইলস্টোন কলেজ থেকে বিমানের ধ্বং'সা'ব'শে'ষ সংগ্রহ করছে বিমানবাহিনী.hd
ভালুকায় স্ত্রী খুন: স্বামী স্বপনের স্বীকারোক্তি
জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর, ইট পাটকেল ছোড়াছুড়ি
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বান্দাকাটা বাজারে সম্প্রতি বিএনপি নেতা গোলাম আযম সৈকত ৩১ দফা দাবিনামা বিতরণ করেন। গোলাম আযম সৈকত বিএনপি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী। তিনি ঐক্যবদ্ধ জোট নামে ৬ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম।
সন্ধ্যার পরে বান্দাকাটা বাজারে স্থানীয় জনগণের সাথে গণসংযোগের মাধ্যমে তিনি তার রাজনৈতিক প্রচারণা চালান। এ সময় তিনি খালেদা জিয়া এবং তারেক রহমানের শুভেচ্ছা বার্তা উপস্থিত জনগণের কাছে পৌঁছে দেন।
গণসংযোগ চলাকালে গোলাম আযম সৈকত বলেন, 'আমাদের দলের মূল লক্ষ্য হলো দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং বর্তমান সরকারের অত্যাচার থেকে মুক্তি প্রদান করা।' তিনি আরও বলেন, '৩১ দফা দাবিনামার প্রতিটি পয়েন্ট দেশের জনগণের কল্যাণে করা হয়েছে এবং আমরা তা বাস্তবায়নে বদ্ধপরিকর।'
এতে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান ফুল।
বিএনপি নেতার এই প্রচারণা এবং দাবিনামা বিতরণ কার্যক্রমের মাধ্যমে কাঁঠালিয়ায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় জনগণ এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই গোলাম আযম সৈকতের প্রচারণাকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ কেউ এটি নির্বাচনী কৌশল হিসেবে বিবেচনা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, আগামী সংসদ নির্বাচনে গোলাম আযম সৈকতের এই উদ্যোগ তার নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে, এই প্রচারণার মাধ্যমে তিনি কিভাবে স্থানীয় জনগণের সমর্থন অর্জন করবেন, তা সময়ই বলে দেবে।
সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে, এই ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারে। তবে, এটি একইসাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে, রাজনৈতিক দলগুলোর উচিত হবে স্থানীয় জনগণের আস্থা অর্জনের জন্য গঠনমূলক এবং দায়িত্বশীল কার্যক্রম পরিচালনা করা।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
অন্যত্র বিয়ে প্রবাসীর স্ত্রীর —
চরম অনিশ্চয়তায় ছোট্ট শিশুর ভবিষ্যৎ
কুড়িগ্রাম জেলা থেকে সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কর্মী সভা ২০২৫।
কুড়িগ্রাম জেলা থেকে সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে কর্মী সভা ২০২৫।প্রধান অতিথি জনাব মোঃ আবুল কালাম আজাদ আহবায়ক তাঁতিদল কেন্দ্রীয় কমিটি। প্
বরিশাল লঞ্চ টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের চাঁদ দেখা গেছে
টেকেরহাট-গোপালগঞ্জ সড়কে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, আহত ২।
১২ই জুলাই শনিবার বিকেল ৫:৪০ মিনিটে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের বানিয়ারচর নামক স্থানে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে আসা মাইক্রোবাস এবং টেকেরহাটের দিক থেকে আসা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি ভুল সাইডে চলে গেলে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে সরাসরি সংঘর্ষ হয়।
আহত দুইজনকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সৌভাগ্যবশত, তাদের আঘাত গুরুতর নয়।