close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Top videos

Md Uzzal Mia
17 Views · 10 days ago

আলহাজ্ব আবু তাহের তালুকদার। আহ্বায়ক পূর্বধলা উপজেলা বিএনপি, ২০১৮ সালের ধানের শীষের নমিনি। সাবেক তিন বারের সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বিএনপি।

Hm josim
35,460 Views · 3 months ago

⁣জুলাই পদযাত্রার বহরকে বরণ করে নিচ্ছে ঢাকা মহানগর এনসিপি নেতৃবৃন্দ.hd

⁣আমার চুল থেকে নখ পর্যন্ত বিএনপি,অমানুষিক নির্যাতনেও নত হইনি


⁣উপস্থাপনায় :জুয়েল আজ্জম
অতিথি :নুর মোহাম্মদ পনেছ
সাবেক সভাপতি - বন্দর থানা বিএনপি

Mamun Sorder
214,092 Views · 3 months ago


⁣গোপালগঞ্জে বিশৃঙ্খলার ঘটনায় সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত – আলোচনায় ছাত্রলীগ

Mamun Sorder
10 Views · 7 days ago

⁣বিমানবন্দরে আ'গু'ন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৩২ ইউনিট

Saiful Islam Shaon
17 Views · 2 months ago

⁣নানা আয়োজনে বাংলা নাটকের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীন-এর ৭৬তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ডেইরিগেট এলাকায় তার সমাধিতে এসে শেষ হয়। পরে সেখানে তার সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া এর আগে পুরাতন কলা ভবনে সেলিম আল দীন স্মরণে একটি বিশেষ নাটক প্রদর্শিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

GK Shohag
2,701 Views · 5 months ago

⁣নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সিআইখোলা এলাকায় ময়লার ভাগাড় থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার।

Md Uzzal Mia
16 Views · 9 days ago

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, ও জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার নিজ উপজেলা রেখে অন্য উপজেলার এমপি হওয়ার সুযোগ থাকলেও এমপি হন নি।

SHARIF MIA
137 Views · 6 days ago

⁣আশুলিয়া জিরানী বাজার তুরাগ গার্মেন্টস কর্মীদের উপর সেনাবাহিনীর লাটিচার্জ।

টানা বৃষ্টির কারণে কর্মজীবী মানুষকে পড়তে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যায়।

⁣তালাবদ্ধ নগর ভবন, নাগরিক সেবা কই? সেবা চাইলে দায়িত্ব দিন ইশরাককে!

Shakil Hasan
10 Views · 3 months ago

⁣লক্ষ্মীপুর_জেলা_যুবদলের_বিক্ষোভ।

MD Ariful Islam
40 Views · 6 months ago

রাঙ্গামাটি বাঘাইছড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।



শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ ঘটিকায় মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয় সংলগ্ন মাঠে মুসলিম ব্লক ফুটবল একাদশ এর আয়োজনে চুড়ান্ত পর্বের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।



খেলার পূর্বে ফিলিস্তিনীদের সমর্থনে ফিলিস্তিনী জাতীয় পতাকা হাতে খেলোয়াড়রা মাঠে নামে।



উক্ত অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি মো: সেলিম জাবেদ মুসা এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু।



এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা,উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম, খেলা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও বাঘাইছড়ি উপজেলা বিএনপি'র সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ উপজেলা ও পৌর বিএনপি'র নেতাকর্মী ও বৃহত্তর মুসলিম ব্লক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন "মুসলিম ব্লক ফ্রেন্ডশিপ একাদশ বনাম পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব।



নির্ধারিত সময়ে শেষে "মুসলিম ব্লক ফেন্ডশিপ ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করেন পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব বিজয়ী লাভ করে।



উক্ত খেলায় আমন্ত্রিত অতিথিরা বলেন, এই খেলাটি হওয়ার কথা ছিলো গত বছরে। একটু সমস্যা হওয়ার কারণে খেলাটি স্থগিত করা হয়েছিলো। তারা আরো বলেন খেলাধুলায় মানুষের মন ভালো রাখে,খারাপ কাজ থেকে বিরত রাখে এবং যুবসমাজকে মাদক সন্ত্রাসমুক্ত করতে খেলাধুলায় আসতে সকল যুবকদের আহ্বান জানান।



পরে চ্যাম্পিয়ন দলকে বিশ হাজার টাকা ও রানার্স আপ দলকে দশ হাজার টাকা প্রাইজমানি ও উভয় দলের খেলোয়াড়দের মাঝে দলীয় ট্রফি ও ব্যাক্তিগত এবং অতিথিদের পুরস্কার বিতরণ করা হয়।

⁣সড়ক দুর্ঘ*টনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সাতক্ষীরার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বিশেষ প্রশিক্ষণ -২০২৫ অনুষ্ঠিত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Hady Chakder
124 Views · 6 months ago

ভূঞাপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহান কে অ'বরু'দ্ধ করে রেখেছিল একই মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা।

আজ সকালে বিভিন্ন দাবি আদায় করতে এ ঘটনা ঘটায় তারা।

Akhi Islam
94 Views · 6 months ago

⁣আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিরপুরে লিফলেট বিতরণ করছেন হাসনাত আব্দুল্লাহ

Md Nahid Hossain
17 Views · 5 months ago

⁣শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার বড়ইতলা ব্রিজের পশ্চিম পার্শ্বের সরকে নসিমনের ধাক্কায় চার চাকার মোটরসাইকেল আরোহী মিথুন শিকারি ও রমজান ছৈয়াল গুরুতর আহত হন,মিথুন শিকারি (৩৭) পিতাঃ অনিল চন্দ্র শিকারি তিনি একজন শারীরিক প্রতিবন্ধী তার নড়িয়া থানাধীন মাদবর বাজার সংলগ্ন এ স্টার রেফ্রিজারেশন এন্ড ইলেকট্রনিক্স নামীয় দোকানের মালিক তিনি ও তার কর্মচারী রমজান ছৈয়াল (১৮) গত ১০/০৫/২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ০২.৪০ ঘটিকার সময় নড়িয়া উপজেলার ঘড়িসার হালইসার বটতলা থেকে ফ্রিজের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে আনুমানিক দুপুর ০৩.০০ টার সময় নড়িয়া উপজেলার বরইতলা ব্রিজের পশ্চিম পাশে চায়ের দোকানের সামনে পৌছামাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা নসিমনের ধাক্কায় মিঠুন শিকারি ও তার কর্মচারী রমজান ছৈয়াল এবং চায়ের দোকানদার গুরুতর আহত হন, আহত অবস্থায় মিথুন শিকারি ও রমজান ছৈয়াল কে সাথে সাথে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয় এ ব্যাপারে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়,
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন এই ধরনের অবৈধ নসিমনের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুততমভাবে ব্যবস্থা গ্রহণ করেন।
মোঃ নাহিদ হোসেন
নড়িয়া শরীয়তপুর।

সুলতান আমিন
18 Views · 3 days ago

স্কুলের আয় ব্যয়ের হিসাব চাইতে গেলে প্রধান শিক্ষক বলেন উনি বিএনপি নেতা মিজান গ্রুপে সদস্য।
আচ্ছা মিজান গ্রুপ করলে কী হিসাব দিতে হয় না?




Showing 6 out of 10