close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Politics

Al Mamun Gazi
4,384 Views · 4 months ago

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, জনগণ মানবতার রাষ্ট্র চায়, মানবতার রাজনীতি চায়, নিরাপত্তা চায় ও সবার অধিকার- স্বাধীনতা চায়।
ভোটের মাধ্যমেও লুটেরা জালিম আসে সেটার কারণ মানবতার রাজনীতির শূন্যতা। এজন্য ভোট বা নির্বাচন বাদ দেয়া সমাধান নয়, সমাধান রাজনীতির সংস্কার।


ভোট ছাড়া জনগণের মতামত প্রতিনিধিত্ব হয় না,
ভোট ছাড়া জনগণের মালিকানা অধিকার নাগরিকত্ব কায়েম হয় না,
ভোট ছাড়া গণতন্ত্র হয় না।
ভোট বা নির্বাচন অস্বীকারl জনগণের রাষ্ট্রীয় মালিকানা ও নাগরিকত্ব অস্বীকার এবং রাষ্ট্র সত্য ও জীবনের বিরুদ্ধে স্বৈরতন্ত্র হয়ে যায়।


তবে মানবতার রাজনীতি না থাকলে ভোট মানে ডাকাতদের ভাগ বাটোয়ারা। মানবতার রাজনীতি না থাকলে ভোট নির্বাচন একক গোষ্ঠীর রাষ্ট্র জবরদখলের হাতিয়ার হয়ে যায়।


তাই সাংবিধানিক ভাবে একক ধর্মের নামে বা একক বস্তুবাদি জাতীয়তাবাদের একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি নিষিদ্ধ করতে হবে।


আল্লামা ইমাম হায়াত বলেন, সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতি প্রবর্তন করতে হবে।
রাষ্ট্র এক ধর্ম এক মতবাদ এক জাতি এক গোষ্ঠী এক দলের নয়- সব মানুষের সবার, রাষ্ট্রের মালিক সব মানুষ এটি আগে স্বীকার করতে হবে।


সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতিই সর্বজনীন মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতিই মানবতাবিরুদ্ধ স্বৈররাজনীতি ।


একক গোষ্ঠীবাদি সকল স্বৈররাজনীতি মানবতাবিধ্বংসী অপরাধ।
মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। মানবতার রাষ্ট্র জীবনের ই কাঠামো। মানবতার রাষ্ট্র ছাড়া সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার অসম্ভব।


ইমাম হায়াত বলেন, মানবাধিকারের বাস্তব কাঠামোর নাম মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত। মানবতার রাজনীতি ছাড়া গণতন্ত্র হয় না,গণতন্ত্রের নামে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র হয়।

আল্লামা_ইমাম_হায়াত Allama Imam Hayat
(মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা)

⁣গণ অধিকার পরিষদ কি এক কেন্দ্রিক চলে!

⁣একটা সময় আমরা কথা বলার জন্য মেইনস্ট্রিম মিডিয়া পাইনি গণ মাধ্যম নিয়ে যা বললেন মাহফুজুর রহমান খান

⁣কর্ণেল তাহেরের নির্দেশ ছিল জিয়াউর রহমানকে কখনোই প্রকাশ্যে আনা যাবে না

⁣এক রাতের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি অব্যহতি দিয়েছে সেক্রেটারিকে

Md Kazi Ahsanul Haque Jihad
13,091 Views · 4 months ago

⁣শ্রমিকবান্ধব কল্যানরাষ্ট্রই আমাদের অঙ্গীকার - আব্দুর রহমান সংসদ সদস্য প্রার্থী -গাজিপুর ২, গনঅধিকার পরিষদ

Rahmatullah Ashik
3,790 Views · 4 months ago

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক- গনতন্ত্রের প্রতীক -ফজলে হুদা বাবুল

Al Mamun Gazi
13,780 Views · 4 months ago

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বাহির হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন।
সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়।


গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বেরুবারী ইউনিয়ন পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া,ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিতে ফুসিয়ে উঠেছে অএ এলাকার সাধারণ জনগণ।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ স্থলে মুকুল বলেন বানিয়া পাড়া,ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী।আমাদের অএ এলাকায় চাকুরীজীবী, শ্রমজীবী বিভিন্ন পেশায় নিয়েজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি।কিন্তু বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাঁজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।

সৈয়দ আলী বলেন আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তপ্রকৃতির এসব শান্ত এলাকাকে অশান্ত করতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে উওোজনা পরিবেশ সৃষ্টি করছে। এজন্য নাগেশ্বরী উপজেলায় কোন কিছু হলে এর দায়ভার রাজাকে বহন করতে হবে।

এসময় যুবক প্রজন্ম বলেন যতক্ষণ পর্যন্ত এই গোলাম রসুল রাজা এসে জনতার সামনে ক্ষমা চেয়ে নাগেশ্বরী উপজেলার মানুষকে শান্ত করতে হবে।
এছাড়া তিনি আরো বলেন গোলাম রসুল রাজা আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন।এখন আমরা শিশু কিশোরদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজার সাথে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার তিনি জানান নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবারী ইউনিয়ন মধ্যে একটি বিষয়ে বেরুবারীর স্থানীয় বাসিন্দাকে অপমান করে এরই প্রেক্ষাপটে আমি এই বাক্য ব্যবহার করি।পরে আমি আমার প্রকাশিত বক্তব্যের ক্ষমা চেয়েছি।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

Rahmatullah Ashik
22 Views · 4 months ago

⁣গত১১ মাস যাবত আমরা দেখছি সরকার এখন ফেসবুকে চলে- ফজলে হুদা বাবুল

Md Uzzal Mia
30 Views · 4 months ago

⁣নেত্রকোনায় এনসিপি র নেতা নাসির উদ্দিন পাঠোয়ারী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন

Rahmatullah Ashik
26,701 Views · 4 months ago

⁣আমরা সেই দলের নেতা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী যার ঢাকা শহরে একটা মথা গোঁজার ঠাঁই নেই - ফজলে হুদা বাবুল

Gm selim imran
5,101 Views · 4 months ago

জিত দখল করে কার্যালয়ে বানিয়েছে জামাত

Md Uzzal Mia
820 Views · 4 months ago

নেত্রকোনা জেলার জুলাই পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়।

Md Uzzal Mia
27,942 Views · 4 months ago

নেত্রকোনা জেলার কালেক্টর মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক পার্টির সমাবেশটি।

Azizar Rahman
43 Views · 4 months ago

⁣দিনাজপুরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ'কে সবরকম জনপ্রতিনিধি নির্বাচন করা থেকে প্রত্যাহার করতে হবে এবং আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, মাদক ব্যবসায়ী, সেবনকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে, দুর্নীতি, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবিতে সমাবেশ পালন করেছেন, দিনাজপুরের ছাত্র-জনতা।

রবিবার (২৭ জুলাই ২০২৫) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

Al Mamun Gazi
34,113 Views · 4 months ago

কর্মসূচির মধ্যে দিয়ে, ২৬-০৭-২০২৫ ইং রোজ শনিবার সাবেক ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ মোতালেব এর সভাপতিত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা আলোকদিয়া ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বহুলী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাব এস এম রেজাউর রহমান ফিরোজ,জনাব মোঃ হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক, বহুলী ইউনিয়ন বিএনপি'। জনাব মোঃ ফেরদৌস আলী সাবেক সহ-সভাপতি বহুলী ইউনিয়ন বিএনপি। সহ-সভাপতি, মোঃ ফেরদৌস আলী মন্ডল।
মোঃ মাহমুদুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
সালেহ মাহমুদ মিয়া বাবু, সাবেক সহ সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
মোঃ আমিনুল ইসলাম দুলাল,সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল। মোঃ সোহাগ খান সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল,
মোঃ রেজাউল করিম তালুকদার, সহকারী আইনজীবী জেলা জজ কোর্ট সিরাজগঞ্জ।
মোঃ আবু তোহা পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,বহুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
মোঃ আশিকুর রহমান,সহ সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল ,মোঃ ইমরান হোসেন সভাপতি বহুলী ইউনিয়ন ছাত্রদল ও জামিল মেম্বার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Gm selim imran
19 Views · 4 months ago

⁣আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে করে গুলশানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে দ্বিতীয় দফায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদসহ পাঁচজনকে আটক করে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, আজ দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে পাঁচজনকে আটক করা হয়।

এই ভিডিওতে দেখা যাচ্ছে ১৭ জুলাই প্রথম দফায় সকাল ১০টার দিকে বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মীর বাসার।

MD JAHANGIR ALAM
24 Views · 4 months ago

⁣বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরে এক বর্ণাঢ্য ও শক্তিশালী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে এ মিছিলটি আয়োজিত হয়। মিছিলটি ভাগলপুর দেওয়ান বাড়ি থেকে শুরু হয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে ভাগলপুর জারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজিতপুর রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

Hm josim
14 Views · 5 months ago

⁣যুক্তরাষ্ট্রের সাথে সব চুক্তি উম্মুক্ত করার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ। সরাসরি..hd

Hm josim
19,594 Views · 5 months ago

⁣দেশের চলমান পরিস্থিতিতে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন

Hm josim
28,393 Views · 5 months ago

⁣উপদেষ্টার ব্রিফিং

Hm josim
16 Views · 5 months ago

জুলাই শহীদদের স্বরন সভায় কথা বলছেন রাশেদ খান

MD IMRAN MUNSHI
15,662 Views · 5 months ago

ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি পালন। এতে উদ্বোধক হিসেবে থাকবেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মো: শাহাদাত হোসেন।প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মাসুদ আহমেদ মিলন সাবেক যুগ্ম সাধারন সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব কামরুজ্জামান সাবোক সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব গোলাম আজম সৈকত সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্র দল কেন্দ্রীয় কমিটি।সভাপতিত্ব করবেন এ্যাড. জনাব মো: সৈয়দ হোসেন আহবায়ক জেলা বিএনপি ঝালকাঠি। এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্ক মাহানগর বিএনপির দক্ষিণ ( যুক্তরাষ্ট্র) এর সভাপতি সেলিম রেজা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

খায়রুল ইসলাম
3,775 Views · 5 months ago

গাইবান্ধার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাজলুম জননেতা আ: করিম সাহবের মোটরসাইকেল বহর,,,,

MD IMRAN MUNSHI
3,172 Views · 5 months ago

ঝালকাঠির কাঁঠালিয়াতে শুক্রবার বিকালে এক সভায় বক্তব্যে বলেন আওয়ামী লীগকে প্রকাশ্যে বিএনপিতে যোগদানের বার্তা দিলেন কাঠালিয়া উপজেলা সভাপতি! তৃণমূলে তীব্র ক্ষোভ..
কাঠালিয়ার শৌজলিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আয়োজিত এক রাজনৈতিক আলোচনা সভায় কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন এর বক্তব্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে।

সভায় জালালুর রহমান আকন বলেন,
“জামাল ভাই (রফিকুল ইসলাম জামাল) এমপি হবেন, মন্ত্রী হবেন। যারা ব্যারিস্টার শাহজাহান ওমরের সাথে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, ওমরলীগ নামে পরিচিত, তারা যদি আমাদের সঙ্গে ফিরে আসেন, তাহলে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে। তবে জামাল ভাই যদি এমপি-মন্ত্রী হন, তখন যদি ফিরে আসেন তাহলে তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে।”

এসময় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -বিএনপি'র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিশেষ অতিথি -রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট মাহেব হোসেন রাজাপুর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান ও সিনিয়র যুগ্ন আহবায়ক হেদায়েতুল্লাহ সোহেল সহ কাঠালিয়া ও রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

জালাল আকনের এই বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন,
একজন উপজেলা সভাপতি হয়ে কীভাবে তিনি বিএনপির কর্মসূচিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ কে বিএনপিতে যোগদানের বার্তা দেন? এটি সম্পূর্ণ দলবিরোধী ও অসংগঠনিক আচরণ।

স্থানীয় একজন ইউনিয়ন বিএনপি নেতা বলেন,
আওয়ামী লীগকে বিএনপির মঞ্চে স্বাগত জানানো কিংবা ‘সাধারণ ক্ষমা’ দেওয়ার মতো বক্তব্যের কোনও এখতিয়ার উপজেলা সভাপতির নেই। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বিএনপির বহু নেতাকর্মী মনে করছেন, জালালুর রহমান আকনের এই বক্তব্য বিএনপির আদর্শ ও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক। তারা এমন বক্তব্যকে “আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সমতুল্য” বলে মন্তব্য করেছেন এবং অবিলম্বে দলের ঊর্ধ্বতন মহলের কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন।

স্থানীয় পর্যবেক্ষক মহলের মতে, এই ধরনের বিতর্কিত বক্তব্য দলের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আন্দোলনের মাঠের শক্তিকে দুর্বল করার আশঙ্কা তৈরি করছে।

Rahmatullah Ashik
3,781 Views · 5 months ago

⁣নওগাঁর বদলগাছীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
——————————————
বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী সভাপতিত্বে আধাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান কেটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক শফিউল আলম রানা,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবু মুসা,

উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সমুন হোসেন, উপজেলা যুবদলের আয়বায়ক মেজবাউল হক রাজা,সাবেক ছাত্রনেতা রেজাউন নবী স্যান্ডু। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক নান্নু রহমান।

শুক্রবার, জুলাই ২৫, ২০২৫।

Abdullah Ibne Khalid
6,452 Views · 5 months ago

এখন থেকে স্হানীয় সরকার নির্বাচনে আর দলীয় পতি থাকছে না এ নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি আমরা সাধারণ মানুষের আপনাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি । রিপোর্ট মোঃ আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে খালিদ

Al Mamun Gazi
3,790 Views · 5 months ago

এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন....নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পর্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,জুলাই পদযাত্রায় ২৫তম দিনে আমরা সুনামগঞ্জে এসেছি। জুলাই গণঅভ্যুঙ্খানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ,গণহত্যা,গুম,খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না,নির্যাতিত হয়ে যচ্ছিল,সেই সময়টাতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতা এক দফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রুপ নিয়েছি। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন এই বিজয়ে এবং আপনারা গণভবণ ঘেরাও করতে গিয়েছিলেন। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম। এই আন্দোলনের বিজয় দেশের ছাত্রজনতার। এই লড়াইয়ে হাজারো ছাত্রজনতা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ বির্নিমাণ করেছেন। তিনি আরো বলেন,আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। তিনি বলেন যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তাদের জন্য হলেও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এই আন্দোলনে জন্ম নেওয়া একটি দল। এই দল ফিটনেস বিহীন রাষ্ট্রকে ফিটনেস দিয়ে একটি অসাম্প্রদায়িক চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত সবার বসবাসযোগ্য একটি রাষ্ট্র উপর দিতে চাই। তিনি মুজিববাদকে কখনো মাথাছাড়া দিয়ে না উঠতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এদিকে পদযাত্রাকে ঘিরে সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এসে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপি’র সুনামগঞ্জ জেলা কমিটি’র আহবায়ক সাজাউর রাজা সুমনের সভাপতি অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় নেতা আক্তার হোসেন,এনসিপির উত্তারঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম,দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয় কাসনাত আব্দুল্লাহ,ডাঃ তাছনিম জারা ও সুনামগঞ্জে এনসিপির নেতা অনিক রায় প্রমুখ।

Al Mamun Gazi
3,774 Views · 5 months ago

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর উপস্থিতিতে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয় পল্টনে

Al Mamun Gazi
10,922 Views · 5 months ago

⁣এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন....নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পর্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,জুলাই পদযাত্রায় ২৫তম দিনে আমরা সুনামগঞ্জে এসেছি। জুলাই গণঅভ্যুঙ্খানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ,গণহত্যা,গুম,খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না,নির্যাতিত হয়ে যচ্ছিল,সেই সময়টাতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতা এক দফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রুপ নিয়েছি। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন এই বিজয়ে এবং আপনারা গণভবণ ঘেরাও করতে গিয়েছিলেন। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম। এই আন্দোলনের বিজয় দেশের ছাত্রজনতার। এই লড়াইয়ে হাজারো ছাত্রজনতা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ বির্নিমাণ করেছেন। তিনি আরো বলেন,আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। তিনি বলেন যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তাদের জন্য হলেও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এই আন্দোলনে জন্ম নেওয়া একটি দল। এই দল ফিটনেস বিহীন রাষ্ট্রকে ফিটনেস দিয়ে একটি অসাম্প্রদায়িক চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত সবার বসবাসযোগ্য একটি রাষ্ট্র উপর দিতে চাই। তিনি মুজিববাদকে কখনো মাথাছাড়া দিয়ে না উঠতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এদিকে পদযাত্রাকে ঘিরে সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এসে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপি’র সুনামগঞ্জ জেলা কমিটি’র আহবায়ক সাজাউর রাজা সুমনের সভাপতি অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় নেতা আক্তার হোসেন,এনসিপির উত্তারঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম,দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয় কাসনাত আব্দুল্লাহ,ডাঃ তাছনিম জারা ও সুনামগঞ্জে এনসিপির নেতা অনিক রায় প্রমুখ।

Salahuddin Ahmed
8,573 Views · 5 months ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্হাপন চুক্তির প্রতিবাদে এবং ওই চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে জমিয়াত ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা শাখার সদস্যরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ইনস্টিটিউটের চত্তরে সমাবেশ করেন তারা।
এর আগে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন কমিটির জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী, সাধারন সম্পাদক মুফতি সোয়েব, পৌর কমিটির সভাপতি আব্দুর রাকিব, সাধারন সম্পাদক নামজুল ইসলাম এবং খায়রুজ্জামান সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নারী শিশুকে বর্বরোচিত হত্যা করা হচ্ছে সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন চুপ করে আছে।সিরিয়া লিবিয়া ইরাকে লাখ লাখ মুসলিমকে হত্যা বন্ধে কমিশন কিছু বলেনা। বাংলাদেশের সেনারা বিশ্বে বহু দেশে শান্তি ফিরিয়ে আনছে। এই দেশে মানবাধিকার কমিশনের প্রয়োজন নেই। ইসলাম বিরোধীরা ৯০ শতাংশের মুসলিম প্রধান বাংলাদেশে সমকামি ট্রানজেন্ডার প্রতিষ্ঠা করতে চায়। পার্বত্য চট্রাগ্রামকে আলাদা করে ফেলতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে কার্যালয় খুলে ব্রিটিশদের মধ্যে প্রবেশ করতে চায় মার্কিন চক্র। ইউনুস সরকারকে ভাড়াটিয়া সরকার আখ্যা দিয়ে অন্তবর্তী সরকারের এধরনের বৈদেশিক চুক্তির ৃঅধিকার নেই বলে তা বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা। চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভসহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দিয়েছেন তারা।

খায়রুল ইসলাম
7,920 Views · 5 months ago

⁣প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় দলের সভাপতি গণ অধিকার পরিষদের নুরুল হক নুরকে মারতে আক্রমণ করতে গেলেন,,,,,,,

Salahuddin Ahmed
11,139 Views · 5 months ago

⁣জিযা হার্ট ফাউন্ডেশনে আজাদের পদত্যাগপত্র গৃহিত হয়নি, স্বপদে ফিরে রাজনৈতিক দলে না জড়ানোর ঘোষনা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > রাজনৈতিক দলে জড়ানো নিয়ে বির্তকের জেরে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারসহ সকল সহযোগী প্রতিষ্ঠানের সাধারন সম্পাদকের পদ থেকে এ.কে.এম আজাদের জমা দেওয়া পদত্যাগপত্র অনুমোদন করেনি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। এব্যাপারে আজ বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই সাথে এনসিপিসহ যে কোন রাজনৈতিক দলে আর সম্পিক্ত না থাকার বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করেছেন। ইমোশোনাল বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যদের নামে করা সমালোচনার জন্য ক্ষমা চাওয়াসহ দুঃক্ষ প্রকাশ করেছেন আজাদ। বাকী জীবন মানব সেবা কল্যানকর কাজে যুক্ত থাকার আশা।

> বিস্তারিত ভিডিওতে

MD IMRAN MUNSHI
16,365 Views · 5 months ago

⁣ঝালকাঠি-১(রাজাপুরকাঠালিয়ায়)গনমানুষের নেতা,জনাব গোলাম আজম সৈকত, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা,ও কর্নেল মোস্তাফিজুর রহমান এর নেতৃত্ব কাঠালিয়াতে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।


তারেক রহমানকে অবমাননার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি ১ আসন ( রাজাপুর-কাঠালিয়া) এর এমপি প্রার্থী গোলাম আজম সৈকত ও কর্নেল মোস্তাফিজুর রহমান।


এটি কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা পরিষদের রাস্তা ঘুরে ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের পরে এ কর্মসূচি শেষ হয়।


এসময়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাঠালিয়া উপজেলা কৃষক দলের সভাপতি আ: মালেক ও সদস্য সচিব শহিদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা কমিটির একাংশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Al Mamun Gazi
26,260 Views · 5 months ago

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী। বাংলাদেশের সীমান্তে হত্যা হচ্ছে। বাংলাদেশ সীমান্তে মুসলিমদের পুশইন করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশে মুসলিম ঘৃণা ভারতের হিন্দুত্ববাদী সরকার বছরের পর বছর ছড়িয়েছে। আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। পুরো দক্ষিণ এশিয়ায় মুসলিম এবং যত ছোট ছোট নৃগোষ্ঠী রয়েছে সকলের ঐক্য দরকার। আমরা সকলের ঐক্য গড়ে তুলবো। বাংলাদেশে মুসলিম, দলিত, নিপিড়িত মানুষের মাঝে আমরা সংহতি গড়ে তুলবো।
তিনি বলেন, আমাদের লড়াই মুজিববাদ এবং ফ্যাসিবাদী বন্দোবস্তের লড়াই। এ লড়াই আমরা জুলাই আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আমাদের এ লড়াই এখনও শেষ হয়নি। কারণ আমরা আমাদের নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবারও শুরু হচ্ছে। মুজিববাদ যে পুনর্বাসন হচ্ছে, চাঁদাবাজ, দখলদারিত্বের রাজনীতি শুরু হচ্ছে আমাদেরকে সে রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশে যে একতা, যে সংহতি তৈরি হয়েছে রাজনৈতিক দল এবং জনগনের মধ্যে সেই সংহতি ঐক্য আমাদের ধরে রাখতে হবে। তার মানে এই নয় যে, আমরা চাঁদাবাজদের প্রশ্রয় দেব। আমরা বলেছিলাম কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবেনা। আমার ভিন্ন মতের অধিকারী হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকবো। আমরা দেখেছি যৌথবাহিনী দ্বারা যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেমন চাঁদাবাজির বিরোধীতা করি, তেমনি বিচার বহির্ভূত হত্যারও বিরোধীতা করি।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সারজিস আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপি’র সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, ডা. তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ, নাহিদ উদ্দিন তারেক প্রমূখ। এর আগে তারা সার্কিট হাউজে জেলায় শহীদ পরিবারগুলোর সাথে মতবিনিময় করেন। পরে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Al Mamun Gazi
13,102 Views · 5 months ago

⁣জনগণের জানমাল ইজ্জত রুটিরুজি মহাবিপন্ন হলেও ক্ষমতাসীন চক্রের কোনো বিবেকবোধ নাই!
ক্রুয়েল মেন্টালিটিই প্রকাশ পেলো!

- আল্লামা ইমাম হায়াত
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

Gm selim imran
5,497 Views · 5 months ago

⁣মানুষের জীবন বড্ড অদ্ভুত। অদ্ভুত তার ভালোবাসার আদান-প্রদান। পাগল হয়ে ঘুরে বেড়ানো এই বোনটির অপেক্ষা কবে তার ভাই তারেক ( জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি) দেশে আসবে! পেটের ক্ষুধা মিটবে কিনা কে জানে। ভালোবাসার টানে কটা টাকা সে জোগাড় করে এনেছে যদি তার ভাই তারেককে পৌঁছে দেওয়া যায়।

📌 জয়দেবপুর রেলস্টেশন, গাজীপুর

Rabiul Alam
1,040 Views · 5 months ago

⁣‎হাসিনার দুশ্চিন্তার কারণ ছিল কুমিল্লা- হাসনাত আব্দুল্লাহ

MD IMRAN MUNSHI
893 Views · 5 months ago

⁣দেশনায়ক জানাব তারেক রহমান এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল ও কলেজের ছাত্র ও ছাত্রীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন।


নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি’র সভাপতি , ঝালকাঠি- ১ (রাজাপুর-কাঠালিয়ার). গন মানুষের নেতা জনাব হাবিবুর রহমান সেলিম রেজা ভাই এর নিজ কার্যালয় - মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র ছাত্রিদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ।


এর আয়োজন করেন স্থান- নৈকাঠী বাজার রাজাপুর উপজেলা। তারিখঃ ২৩শে জুলাই, ২০২৫ সময় সন্ধ্যা ৭.৩০ মাগরিববাদ।

Rabiul Alam
2,983 Views · 5 months ago

⁣আপনি জামায়াত করতে পারেন, বিএনপি করতে পারেন কিন্তু আওয়ামীলীগ পুনর্বাসনের কোনো চেষ্টা মেনে নেয়া হবে না।

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

আমাদের লড়াই এখনও শেষ হয়নি- এসব কথা বলেন এনসিপির দক্ষিণের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

তিনি আজ,কুমিল্লা কান্দিরপাড় টাউনহল মাঠে পথসভায় এসব কথা বলেন।

এর আগে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের স্বরণে কুমিল্লা নগরী টমছমব্রীজ থেকে শুরু করে একটি শোক মিছিল টাউনহল মাঠে পথসভা স্থলে আসে।
পথসভার নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতারা।।

পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।।


পদযাত্রায় উপস্থিত ছিলেন, উত্তরের সমন্বয়ক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ এবং জেলার নেতৃবৃন্দ।

Al Mamun Gazi
23 Views · 5 months ago

⁣সারাদেশের মতো সুনামগঞ্জে ও আগামী শুক্রবার (২৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)”র পদযাত্রাকে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নের পাবলিক লাইব্রেরি হলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থানীয় নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির প্রধান সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।

তিনি বলেন, “যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন। স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে তারা এই শহরে আসবেন। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ারে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যেতে চাই। সাম্যের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করি।

পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম বলেন, “আমরা জেলার ১২টি উপজেলায় প্রচার চালাচ্ছি। আশা করছি প্রায় ১৫ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। শৃঙ্খলা রক্ষায় আমরা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি। আমাদের স্বেচ্ছাসেবক দলও থাকবে। পদযাত্রা ঘিরে কোনো ধরনের জনভোগান্তি হবে না। আমরা মহাসমাবেশ করছি না, করছি পথসভা। তবুও সতর্ক থাকব, জনদুর্ভোগ হোক এমন কিছু চাই না ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান, মাসুম আল হাসান, আরিফুল ইসলাম, বিকাশ রঞ্জন তালুকদার, শিবনাথ বিশ্বাস, আলাউদ্দীন প্রমুখ।

Gm selim imran
1,986 Views · 5 months ago

⁣রংপুরে বদরগঞ্জে জামায়েতে ইসলামের নেতার বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা ধরনের অন্যায়ের অভিযোগ উঠেছে।
বিস্তারিত ভিডিওতে........
#highlightseveryonefollowers2025 #followersシ゚ #highlightsシ゚ #foryoupageシforyou #livenews
@topfans

Satyajit Das
10,446 Views · 5 months ago

ঢাকার উত্তরায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয় বিশেষ দোয়া মাহফিল।
সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে এই মাহফিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জাতীয় শোকের এ সময়ে বিএনপি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।”

Shakil Hasan
9,364 Views · 5 months ago

জুলাই এর পদযাত্রায় ⁣লক্ষ্মীপুরের মাটিতে_এনসিপির_কেন্দ্রীয়_নেতারা...লক্ষ্মীপুরে_এনসিপির_কেন্দ্রীয়_নেতারা...

Al Mamun Gazi
2,632 Views · 5 months ago

⁣আগামী ২৪ জুলাই হবিগঞ্জে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি ।
গোপালগঞ্জের পরিস্থিতি সৃষ্টির হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান।

Md Jakir Hossain
3,720 Views · 5 months ago

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়িতে আজ বিক্ষোভ করেছে শ্রমিক দল

Al Mamun Gazi
11 Views · 5 months ago

⁣বিএনপির আন্দোলনের জোরে, যেখানে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল টিকে থাকতে পারেনি, সেখানে জামায়াতের অঙ্গসংগঠন বললে চলে—এনসিপি! সেই এনসিপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তা কোনোভাবেই কাম্য নয়।"

তারেক রহমান সহ বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এরূপ মন্তব্য করেন বোয়ালখালী উপজেলা বিএনপি নেতা নুরন্নিবী চৌধুরী।

Md Uzzal Mia
9 Views · 5 months ago

পূর্বধলা,নেত্রকোনা। ২০১৮ সালের ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদারের ভাষ্য।

MD IMRAN MUNSHI
8 Views · 5 months ago

ঝালকাঠি ১ তথা রাজাপুর ও কাঠালিয়া থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব সেলিম রেজার নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়। এতে তুলে ধরা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে অবমাননার ও কটুক্তির প্রতিবাদে আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে উপজেলা একাংশের নেতৃবৃন্দ সহ ১ নং চেচরীরামপুর এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলক শেখ
9 Views · 5 months ago

⁣ভালুকায় বিএনপির বিক্ষোভ মিছিল: শহীদ জিয়া ও তারেক রহমানের অবমাননার প্রতিবাদ | BNP Protest in Bhaluka

বিশেষ প্রতিনিধি: পুলক শেখ । ভালুকা, ময়মনসিংহ
২০ জুলাই ২০২৫, রোববার

২০ জুলাই ২০২৫, রোববার, ময়মনসিংহের ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি এবং দেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ভালুকা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ভালুকা বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়। প্রধান অতিথি ছিলেন রুহুল আমিন মাসুদ, এবং উপস্থিত ছিলেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, আহসান উল্লাহ খান রুবেল, গুলজার হোসেন, এডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, আনোয়ার উদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ুম সরকার রিপন, মতিউর রহমান মিল্টন, শাহাবুল আলম শাওন, মনির হোসেন রুবেল, তোজাম্মেল হক বকুল, শামীমা রশিদ, ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, মিয়াদ খান, তারিকুল ইসলাম তারু, তোফায়েল আহমেদ টুটুল, এবং আব্দুল রশীদ। এই ভিডিওতে দেখুন মিছিলের মুহূর্ত ও নেতাদের বক্তব্য। Stay tuned for more updates on Bangladesh politics! #bnpprotest #bhaluka #bangladeshpolitics cover Topic -
ভালুকা বিক্ষোভ মিছিল, শহীদ জিয়াউর রহমান, তারেক রহমান,
বিএনপি প্রতিবাদ, ময়মনসিংহ খবর, Bangladesh BNP, Political Protest, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা অবনতি, Bhaluka News, Bangladesh Politics, BNP Rally 2025, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, রুহুল আমিন মাসুদ,
#bnpprotest #bhalukarally #ziaurrahman #tariquerahman #bangladeshpolitics #bhalukanews #bnp2025 #democracybangladesh #protestrally #mymensinghnews #politicalupdates #savedemocracy #bangladeshbnp #bhalukaprotest #justiceforzia

Al Mamun Gazi
7 Views · 5 months ago

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালখালীতে ছাত্রদলের বিক্ষোভ

Md Nahid Hossain
9 Views · 5 months ago

শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার মাদবর বাজার এলাকায়,
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে শফিকুর রহমান কিরন সাহেবের সমর্থকদের মিছিলে হাত বোমা বিস্ফোরণ হয় এ সময় আতঙ্কিত হয় এলাকাবাসী, ঘটনাস্থলে পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে ।

Md Ismail Hossain
7 Views · 5 months ago

⁣আমরা একটি সুন্দর উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।
-মির্জা ফখরুল।

Md Ismail Hossain
10 Views · 5 months ago

⁣নিজেদের সমস্যায় আর তৃতীয় পক্ষকে সুবিধা নিতে দেওয়া হবে না।
-নাহিদ ইসলাম।

Salahuddin Ahmed
31 Views · 5 months ago

⁣দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারের সাধারন সম্পাদকের পদ থেকে এ.কে.এম আজাদকে পদত্যাগ করতে আহবান জানিয়ে ২০ জুলাই রবিবার সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। এ.কে. আজাদ বিএনপি ত্যাগ করে এনসিপিতে যোগ দিয়েছেন বলে তথ্য প্রমান উপস্হাপন করেছেন তিনি।
>>>
অন্যদিকে জিয়া হার্ট ফাউন্ডেশনসহ সহযোগী সকল অঙ্গ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র দাখিল করে রাতে সংবাদ মাধ্যমে কপি সরবরাহ করেছেন এ.কে. এম আজাদ।

Gm selim imran
15 Views · 5 months ago

⁣মাথাপিছু ৫০০ টাকা করে লোক ভাড়া করেছে জামাত,
বেরিয়ে এলো জামাতের আসল চেহারা-

Monsur Alam
19 Views · 5 months ago

⁣তারেক রহমান দক্ষিণ এশিয়ার একজন রাজনৈতিক মডেল





⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগিতায় জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার (২০ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি'র আহবায়ক রহমাতউল্লাহ পলাশ


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Al Mamun Gazi
30,020 Views · 5 months ago

হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশে যে বার্তা দিলেন জামায়াত আমির

MD IMRAN MUNSHI
3,708 Views · 5 months ago

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) এর উদ্যোগে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। এতে নেতৃত্ব দান করেন জাসাস এর ঝালকাঠি জেলা আহবায়ক জনাব মোঃ মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক জনাব বাদল হোসেন বিশ্বাস। এছাড়াও তাদের স্থানীয় নেতাকর্মী উপস্থিত থেকে তারা এ কর্মসূচি সফল করেন।

MD IMRAN MUNSHI
3,712 Views · 5 months ago

ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার সরকারি নলছিটি ডিগ্রি কলেজের ছাত্র দলের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করেন।এতে কলেজ ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কলেজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খায়রুল ইসলাম
10 Views · 5 months ago

⁣অসুস্থতা নিয়েই মঞ্চে বসে বক্তব্য দিলেন জামায়াত আমীর

Jamaat E Islami | Shafiqur Rahman | NTV News

Md Ismail Hossain
13 Views · 5 months ago

⁣সালাহউদ্দিন আহমেদ’কে নিয়ে মন্তব্য করায় চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর |

Al Mamun Gazi
5 Views · 5 months ago

বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির..

Gm selim imran
8 Views · 5 months ago

⁣ছাত্রদলের প্রোগ্রামে যাবে শুনে রাস্তা আটকে গাল লাল করে দিয়েছে জামাত-শিবিরের লোকজন।

Md Uzzal Mia
3,724 Views · 5 months ago

পূর্বধলা উপজেলায় বিএনপি ৩১দফায় রাষ্ট্র মেরামতের মতবিনিময় সভায় বক্তব্য দেওয়া নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

⁣জাতীয় সমাবেশের আড়ালে শক্তির জানান দিতে চায় জামায়াত

Md Uzzal Mia
8 Views · 5 months ago

জামাতে ইসলামের নেতারা অবস্থান করছেন জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে।

আশিকুর রহমান
20,061 Views · 5 months ago

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ সফল করার উদ্দেশ্যে ঘাটাইল থেকে রওনা করলেন জামাতে ইসলামের নেতা এবং সদস্যরা

Al Mamun Gazi
8 Views · 5 months ago

গত বছর ১৮ জুলাই ২০২৪ সালে লালবাগ থানার আজিমপুর এলাকায় ছাত্র জনতা আন্দোলনে নামলে পুলিশের নির্বিচার গুলিতে ১. খালিদ সাইফুল্লাহ (১৮) ২. অদুদ (৪০) ৩. দুলাল মোহাম্মদ দোলন (৪০) নিহত হয়। তাদের স্মরণে লালবাগ থানা ছাত্রদল

Sumon Hawlader
1,974 Views · 5 months ago

⁣বাড্ডায় গণঅধিকার পরিষদের আয়োজন—গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শ্রদ্ধা, প্রতিজ্ঞা ও প্রতিবাদের নতুন বার্তা।

Monsur Alam
2,628 Views · 5 months ago

⁣গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা, ফেনীতে বিএনপির নিঃশব্দ পদযাত্রা

Sumon Hawlader
3,714 Views · 5 months ago

⁣ভিপি নূর বলেন, যেকোনো দলের দায়িত্ব জনগণের কাছে জবাবদিহি করা, শুধু প্রতিপক্ষকে আক্রমণ করে নয়—নিজেদের মানদণ্ড ঠিক করে।

Al Mamun Gazi
20,029 Views · 5 months ago

⁣যশোরে বিক্ষোভ সমাবেশে অধ্যাপক নার্গিস ইসলাম

Satyajit Das
10 Views · 5 months ago

Moulvibazar District BNP organized a prayer and silent procession in memory of the martyrs of the historic July-August uprising. District Convener Faizul Karim Moin, Member Secretary Abdur Rahim Ripon, and other BNP leaders were present.

Sumon Hawlader
3,724 Views · 5 months ago

⁣গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-এর আয়োজনে ১৮ জুলাই শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় “স্মরণে গণসমাবেশ”।
বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও সাবেক ভিপি নুরুল হক নূর, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ রাশেদ খান, সদস্যসচিব মোঃ জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের চেতনা ও দাবি আদায়ের সংগ্রামকে স্মরণ করা হয়।

Sumon Hawlader
10,012 Views · 5 months ago

⁣ভিপি নুর স্পষ্ট করে বলেছেন—পিআর ছাড়া রাজনীতি এখন অসম্পূর্ণ। আপনি রাজপথে হাঁটছেন, মিছিল করছেন, কিন্তু জনগণ জানে না—তাহলে সেটা স্রেফ হাঁটা, নেতৃত্ব নয়।

Gm selim imran
2,653 Views · 5 months ago

⁣প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক সাতক্ষীরা শ্যামনগর উপজেলার জামায়াত নেতা সেকান্দার মিয়া।

Al Mamun Gazi
2,646 Views · 5 months ago

⁣বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির নেতৃত্বে এবং রহিম এর নেতৃত্বে কর্মসূচি পালিত হয়

Al Mamun Gazi
6 Views · 5 months ago

⁣হবিগঞ্জে জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠান-২০২৫ এর অংশ হিসেবে জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস পয়েন্টে এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান।

এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, সিভিল সার্জন ডাঃ রতন দ্বীপ বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ নুরুল ইসলাম, বিএনপির জেলা যুগ্ম আহবায়ক এনামুল হক, জেলা জামাতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কারী মহশিন আহমেদ। পরে প্রতিযোগিতাটি ধুলিয়াখাল থেকে শহরের আধুনিক ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এ সময় ১৮ জন ম্যারাথনবীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান তার ভাষনে বলেন জুলাই গণঅভ্যুত্বান কে স্মরণ করতেই এই প্রতিযোগিতা। তাদের উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা, এদেশের মানুষের কথা বলার অধিকার পিরিয়ে দেয়া।

Shakil Hasan
3,707 Views · 5 months ago

⁣দেশব্যাপী খুন ধর্শন ও চাঁদাবাজদের বিচার জুলাই মাহমুবর্ধনের সকল শহীদ পরিবারদের আর্থিক সহায়তা না প্রদান জুলাই আহতদের যথাযথ চিকিৎসা ও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ সনদ ঘোষণা দাবিতে বিক্ষোভ মিছিল করে লক্ষ্মীপুর জেলার ইসলামী আন্দোলন চরমোনাই।

MD IMRAN MUNSHI
12 Views · 5 months ago

আজ আসর বাদ ঝালকাঠিতে ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ২ আসনের এমপি পদপ্রার্থী জনাব ডা.মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতি ইসলামী আন্দোলন ঝালকাঠি।

সংক্ষিপ্ত বক্তব্যতে বক্তারা বলেন অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ এর ঘোষণা। সকল শহীদ পরিবারের আর্থিক সহায়তা প্রাপ্তি, হাতেদের যথাযথ চিকিৎসা। এছাড়াও দেশব্যাপী ধর্ষণ খুন চাঁদাবাজি নৈরাজ্য ও টেন্ডারবাজদের দ্রুত বিচার কার্যক্রম।

সমাজের তথা দেশের সকল সর্বস্তরের জনগণের ভোট প্রদানের নিশ্চয়তা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করেছেন।

পুলক শেখ
20 Views · 5 months ago

⁣মনপুরা থেকে জামায়াত সমাবেশ ঢাকা | Jamaat National Gathering from Monpura to Dhaka


⁣ডেস্ক রিপোর্ট: পুলক শেখ, ভালুকা, ময়মনসিংহ


⁣১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে সামনে রেখে মনপুরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শত শত কর্মী-সমর্থক। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে দেখুন এই ভিডিও। মনপুরাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের যাত্রা পথের রোমাঞ্চকর দৃশ্যগুলি ধারণ করা হয়েছে। ঢাকা জাতীয় সমাবেশ ২০২৪-এর প্রস্তুতি ও উত্তেজনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।



⁣মনপুরা, জামায়াত সমাবেশ, ঢাকা, ১৯ জুলাই, জাতীয় সমাবেশ, জামায়াতে ইসলামী, বাংলাদেশ, রাজনৈতিক সমাবেশ, যাত্রা, Monpura, Jamaat Gathering, Dhaka, July 19, National Assembly, Jamaat-e-Islami, Bangladesh, Political Rally, Journey, 2024, activism, public gathering

Jahangir Alam
8 Views · 5 months ago

যুবদলের প্রতিষ্টা বার্ষীকি উপলক্ষে সমাবেশ ও র‍্যালি। ও ভিবিন্ন নেতাকর্মীর র‍্যালি অনুষ্টিত।

Shakil Hasan
20 Views · 5 months ago

⁣জুলাই আগস্ট গনঅভ্যুত্থান শোক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে বিজয়ের উপলক্ষে শহিদদের স্মরনে স্মরন সভা

MD IMRAN MUNSHI
9 Views · 5 months ago

⁣জাতীয় নাগরিক পার্টি -এনসিপি এর কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর গোপালগঞ্জের নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের পরিকল্পিত হামলার প্রতিবাদে ভান্ডারিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল



বক্তব্য বলেন
ইনকিলাব জিন্দাবাদ তারুণ্যের হাতে বাংলাদেশ নির্মিত হবে ইনশাআল্লাহ।

Mehedi Hasan
15 Views · 5 months ago

⁣১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে নরসিংদী শহরে জামায়াতের প্রচারণা মিছিল

Md Uzzal Mia
16 Views · 5 months ago

দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছেন পূর্বধলার গণমানুষের নেতা আলহাজ্ব আবু তাহের তালুকদার।

IBRAHIM SHEAK
15 Views · 5 months ago

⁣বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নামে অপপ্রচার,বিএনপির বিরুদ্ধে, ষড়যন্র, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা,এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির, ধারাবাহিকতায় ঝিনেদা জেলা যুবদল, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ও ঝিনেদা ৪নির্বাচনে এলাকার সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের নির্দেশনায়, কালিগঞ্জ পৌরউপজেলা যুবদলের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল উপস্থিত থাকেন

Sujat Molla
16 Views · 5 months ago

⁣বাংলাদেশ সেদিন ঘুরে দাঁড়াবে যেদিন আওয়ামী লীগ ছিন্নমূল হবে

Sujat Molla
8 Views · 5 months ago

⁣রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রা

Sujat Molla
12 Views · 5 months ago

⁣⁣রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রা

Al Mamun Gazi
5 Views · 5 months ago

আল্লামা ইমাম হায়াত।
(চেয়ারম্যান : ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)

Satyajit Das
7 Views · 5 months ago

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মৌলভী লোকমান আহমদ আনুষ্ঠানিকভাবে "দেয়ালঘড়ি" প্রতীক নিয়ে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে নির্বাচনী গণপ্রচারনা শুরু করেছেন।

এসময় তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং উন্নয়ন, ইসলামপন্থী রাজনীতি ও জনসেবামূলক পরিকল্পনার কথা তুলে ধরেন।

Al Mamun Gazi
15 Views · 5 months ago

NCP দের উপর হামলার প্রতিবাদে যশোর জেলাতে বিক্ষোভ মিছিল

Satyajit Das
18 Views · 5 months ago

খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-০১ (বড়লেখা-জুড়ি) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব মৌলভী লোকমান আহমদ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশাল শোডাউন ও গণসংবর্ধনার আয়োজন করা হয়।

এই আয়োজনে অংশগ্রহণ করেন বড়লেখা ও জুড়ি উপজেলার খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসমাবেশের মাধ্যমে এই নেতাকে স্বাগত জানানো হয়।




Showing 11 out of 12