বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • সোশ্যাল প্ল্যাটফর্ম:
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ০৮/০৮/২০২৪ ০২:৫০পি এম

ভিসা বাতিল, ছবি থেকে বাদ পড়লেন সঞ্জয় দত্ত

ভিসা বাতিল, ছবি থেকে বাদ পড়লেন সঞ্জয় দত্ত
যুক্তরাজ্যের ভিসা পাননি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এর ফলে তাঁর হাতছাড়া হলো ‘সন অব সর্দার ২’ ছবিটি। যেখানে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করার কথা ছিল সঞ্জয়ের। তবে ভিসা বাতিল হওয়ায় তাঁকে সরিয়ে এই ছবিতে যুক্ত হয়েছেন রবি কিষাণ।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৯৯৩ সালে বেআইনি অস্ত্র রাখার কারণে গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় দত্ত। ২০১৬ সালে জেল থেকে মুক্তি পান তিনি। এরপর বহুবার আমেরিকাতে গেলেও, বারবারই ব্রিটেনের ভিসা বাতিল হয় তাঁর।

অন্যদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে শুটিং হবে সন অব সর্দার-২ ছবিটির। কিন্তু অজয়ের টিম যখন জানতে পারে যে সঞ্জয়ের ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, তখন সেই জায়গায় রবি কিষাণকে আনা হয়। এমনকি এর ফলে ‌‘হাউসফুল ৫’র শুটিংয়েও প্রভাব পড়তে পারে।

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পায় সঞ্জয় দত্ত ও অজয় দেবগণ অভিনীত ‘সন অব সর্দার’। এই ছবিতে অজয়ের বিপরীতে দেখা গেছে সোনাক্ষী সিনহাকে। এবার ছবিটির সিক্যুয়েলে নেগেটিভ চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল সঞ্জয়কে। এই ছবির অ্যাকশনের জন্য বিশেষ ট্রেনিংও নিয়েছিলেন অভিনেতা। তবে শেষমেশ ভিসা না পাওয়ার জন্য সঞ্জয়ের বদলে ছবিতে জায়গা পেয়েছেন রবি কিষাণ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ