ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
মনিরামপুরে বেগম জিয়ার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল
যশোরের মনিরামপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী রশীদ বিন ওয়াক্কাসের উদ্যোগে সোমবার বিকেল ৪টায় মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের পেয়ারাতলা বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রশীদ বিন ওয়াক্কাস বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন অভিভাবকহীন হলো। তিনি বলেন, দেশ যখন গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তার দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কুরআন খতম শেষে স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদরাসার পরিচালক, ইমাম, হাফেজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং মুফতী কামরুজ্জামান কাসেমীর পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপি ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত
