下一个

উপদেষ্টার আশ্বাসে শিক্ষার্থীদের প্রত্যাশা

28 意见· 14/05/25
Jahid Hasan (Dhaka)
3
政治

⁣জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রেক্ষিতে আয়োজিত বৈঠক শেষে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, দাবিগুলোর বিষয়ে প্রশাসন গুরুত্ব সহকারে আলোচনা করেছে। বৈঠকে দাবিগুলোর বাস্তবতা ও সম্ভাব্য করণীয় নিয়ে মতবিনিময় হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্বেগ প্রশাসন বুঝতে পারছে এবং আলোচনার ভিত্তিতে যৌক্তিক সমাধানের পথ খোঁজা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

显示更多

 0 注释 sort   排序方式


下一个