close
লাইক দিন পয়েন্ট জিতুন!
তনচংগ্যা সম্প্রদায়ের ফুল ভাসানো উৎসব।। বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিষু প্রথমদিন
0
0
11 意见·
12/04/25
在
区域新闻
তনচংগ্যা সম্প্রদায়ের ফুল ভাসানো উৎসব।। বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিষু প্রথমদিন। ফুল বিষু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। এইদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল তোলা হয়। উল্লেখ্য, ওই সময় বাড়ির আঙ্গিনায় ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।
显示更多
0 注释
sort 排序方式