তলিয়ে যাওয়া বেড়িবাঁধ পুনঃর্নির্মাণের দাবিতে সমাবেশ
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের নেতৃত্বে তলিয়ে যাওয়া বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবিতে সমাবেশ
(প্রেস বিজ্ঞপ্তি):
উপজেলার তলিয়ে যাওয়া বেড়িবাঁধ দ্রুত পুনর্নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে কুতুবদিয়া সদরে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য এইচ.এম. হামিদুর রহমান আযাদ।
সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় বেড়িবাঁধের দুর্বল নির্মাণ ও সংস্কারের অভাবে সামান্য জলোচ্ছ্বাসেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা ফসলি জমি ও বসতবাড়ি ডুবিয়ে দেয়। তারা দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাবেশে স্থানীয় জনগণের পক্ষ থেকে আরও দাবি উঠেছে—প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ, নদী খনন এবং জলনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের।
হামিদুর রহমান আযাদ তার বক্তব্যে বলেন, "সরকারের অবহেলায় উপকূলীয় জনপদ প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেড়িবাঁধ পুনর্নির্মাণে বিলম্ব হলে আগামীতে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে।"