close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Avanti il prossimo

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথসভা

23 Visualizzazioni· 16/10/25

⁣ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে শেখ হাসিনাকে নিষেধ করেছিলাম এতো অত্যাচার-নির্যাতন করবেন না।

ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “আমি শেখ হাসিনাকে নিষেধ করেছিলাম— এতো অত্যাচার-নির্যাতন করবেন না। মানুষকে বাঁচতে দিন, চলতে দিন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। কিন্তু তাঁরা সেটা করেননি। এখন তো খুঁজেও পাওয়া যায় না, হাসিনাকে এলা কোথায় পাইল যাই?”

সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গেছেন! এত অপকর্মের সঙ্গে সরকার জড়িয়ে পড়েছে যে মসজিদের খতিবও নিরাপদ নন। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা?”

বিএনপির মহাসচিব বলেন, “তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এলে দেশের মানুষ তাকে বরণ করে নেবে, রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি পরীক্ষিত দল, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যার জন্ম। আমরা কখনো মাথা নত করিনি, করবো না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি— গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এবার হিন্দু সম্প্রদায়ের মানুষও বুঝতে পেরেছে, বিএনপি ছাড়া দেশের ভবিষ্যৎ নেই। জনগণ ভোট দিয়ে বিএনপিকেই ক্ষমতায় বসাবে।”

জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আগামীকাল সব রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করবে। আমরাও করবো, তবে শর্ত আছে— আমাদের সিদ্ধান্ত যদি অন্তর্ভুক্ত করা হয়। বিএনপি কখনো অন্ধভাবে কিছু করে না, জনগণের মতামতই আমাদের পথ দেখায়।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পীরগঞ্জ বিএনপি সম্পাদক জিয়াউল ইসলাম, জেলা পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, সম্পাদক মহসিন আলী, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Mostra di più

 0 Commenti sort   Ordina per


Avanti il prossimo