close
লাইক দিন পয়েন্ট জিতুন!
তারুণ্যের সমাবেশ থেকে আসাদুজ্জামান জনির বক্তব্য..
1
0
1,761 विचारों·
29/06/25
में
राजनीति
যশোর অভয়নগরের তারুণ্যের সমাবেশে আসাদুজ্জামান জনির উদ্দীপ্ত আহ্বান
আজকের তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসাদুজ্জামান জনি বলেছেন, “তরুণরাই আগামী দিনের শক্তি। এই দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে হবে।"
তিনি আরও বলেন, “আজকের এই সমাবেশ প্রমাণ করছে, আমাদের তরুণ সমাজ জেগে উঠেছে। আমরা একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না।”
জনি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে এলাকার শত শত তরুণ-তরুণী উপস্থিত হয়ে জনির এই আহ্বানে সাড়া দেন এবং দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
और दिखाओ
0 टिप्पणियाँ
sort इसके अनुसार क्रमबद्ध करें