Bir sonraki

তারেক রহমানকে কটুক্তি ও অবমাননার প্রতিবাদে ঝালকাঠির কাঁঠালিয়াতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন।

16,365 Görünümler· 24/07/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
5 Aboneler
5
İçinde Politika

⁣ঝালকাঠি-১(রাজাপুরকাঠালিয়ায়)গনমানুষের নেতা,জনাব গোলাম আজম সৈকত, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা,ও কর্নেল মোস্তাফিজুর রহমান এর নেতৃত্ব কাঠালিয়াতে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।


তারেক রহমানকে অবমাননার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি ১ আসন ( রাজাপুর-কাঠালিয়া) এর এমপি প্রার্থী গোলাম আজম সৈকত ও কর্নেল মোস্তাফিজুর রহমান।


এটি কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা পরিষদের রাস্তা ঘুরে ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের পরে এ কর্মসূচি শেষ হয়।


এসময়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাঠালিয়া উপজেলা কৃষক দলের সভাপতি আ: মালেক ও সদস্য সচিব শহিদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা কমিটির একাংশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki