ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপি'র বিক্ষোভ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও অবমাননাকর স্লোগানের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার শাহজাদপুর, কামারখন্দ, বেলকুচি, রায়গঞ্জ, তাড়াশ, কাজিপুর, উল্লাপাড়া ও সদর উপজেলায় পৃথক পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
শাহজাদপুর উপজেলায় আয়োজিত বিক্ষোভে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বলেন, “তারেক রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তার নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা সফল হবে না।”
কামারখন্দে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলেন, “ একটি গোষ্ঠীর ইন্ধনে এমন অপপ্রচার চালানো হচ্ছে। এটি নিন্দনীয় এবং রাজনৈতিকভাবে অশোভন। জনগণ এসব নোংরামিকে ঘৃণা করে।”
অন্যদিকে বেলকুচি ও উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। তারা বলেন, “এই অপপ্রচার মূলত আন্দোলন দমন ও নেতা-কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার কৌশল। কিন্তু কোনো ষড়যন্ত্রেই বিএনপি পথচ্যুত হবে না।”
রায়গঞ্জ, তাড়াশ ও কাজিপুরেও একই দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারেক রহমান দেশের কোটি মানুষের আশা-ভরসার কেন্দ্র। তার বিরুদ্ধে কুৎসা রটিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি ঢাকায় একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
সামগ্রিকভাবে কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও বিএনপি নেতারা সতর্ক করে দিয়ে বলেন, “আরও অপপ্রচার চালালে গণআন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে।”