সরকারের প্রস্তাবে সাড়া, তিন দফা দাবির আংশিক বাস্তবায়নে শিক্ষক আন্দোলন স্থগিত
1
0
3 Tampilan·
21/10/25
Di
Nasional
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে চলমান শিক্ষক আন্দোলনের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বিশাল বিক্ষোভ সমাবেশ। শিক্ষক নেতারা তাদের ন্যায্য তিন দফা দাবি গণমাধ্যমে উপস্থাপন করেন। এসময় সরকারের সঙ্গে বৈঠকে নেতা মো. দেলোয়ার হোসেন আজিজির নেতৃত্বে শুধুমাত্র বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবনা চূড়ান্ত হয়। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষকরা সরকারকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ ১০ দিনের টানা আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।
Menampilkan lebih banyak
0 Komentar
sort Sortir dengan