close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

הבא

সৌদির সাথে মিল রেখে দিনাজপুরের কয়েকটি স্হানে আগাম ঈদুল আযহার নামাজ আদায়

9 צפיות· 06/06/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
3 מנויים
3

⁣⁣স্টাফ রিপোর্টার > সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের কয়েকটি উপজেলায় ৪৪টি স্হানে আজ শুক্রবার পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন কিছু অনুসারি পরিবার। পরে পশু কোরবানীসহ আনন্দ ভাগাভাগি করেন তারা।
সকাল সাড়ে ৭টায় জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদুল আযহার জামাত আদায় করেন অনুসারিরা। এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক।
এছাড়াও উপশহর, ফুলতলা, ইসলামবাগ মহল্লায় এলাকায় ঈদের নামাজ আদায়সহ চিরিরবন্দরের সাইতাড়া রাবার ড্যাম, কাহারোলের জয়নন্দ, ১৩ মাইল গড়েয়া, বিরামপুরের বিনাইল, আয়রা বাজার জামে মসজিদ, খয়েরবাড়ি, মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আগাম ঈদুল আযহার নামাজ আদায় করা করেছেন কিছু অনুসারি পরিবার। সামর্থ অনুযায়ী পরে পশু কোরবানী দেন তারা।

২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দুই ঈদেই নামাজ আদায় করে আসছেন কিছু অনুসারি পরিবার।
###

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא