close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Susunod

স্কুল শিক্ষক মশিউর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ: কবুতরের খামার থেকে মাসে হাজার হাজার টাকা আয়

3 Mga view· 07/07/25
আশিকুর রহমান
0

টাঙ্গাইলের ঘাটাইলের একজন স্কুল শিক্ষক হয়েও ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মশিউর রহমান। শিক্ষকতার পাশাপাশি তিনি পরিচালনা করছেন একটি কবুতরের খামার — যার নাম "ঘাটাইল এসএম খামার"।

মশিউর রহমান জানান, শখ থেকে শুরু করা এই খামার এখন তার জন্য একটি বাড়তি আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই খামার থেকে তিনি মাসে হাজার হাজার টাকা আয় করছেন।

নতুন উদ্যোক্তাদের জন্য একটি বার্তাও দিয়েছেন তিনি। মশিউর বলেন, "শুধু রাতের বেলা শুয়ে শুয়ে ভাবলে হবে না—এই কাজটা আমি করব, মাঠে নামতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে সফলতা আসবেই।"

উল্লেখ্য, এই খামার থেকে এখন নিয়মিত নানা জাতের উন্নতমানের কবুতর সরবরাহ করা হয়। মশিউর রহমানের এই উদ্যোগ ঘাটাইলের অনেক তরুণকে উদ্বুদ্ধ করছে উদ্যোক্তা হওয়ার পথে।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod