close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

下一个

সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত।⁣⁣

34,106 意见· 27/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 订户
10
政治

কর্মসূচির মধ্যে দিয়ে, ২৬-০৭-২০২৫ ইং রোজ শনিবার সাবেক ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ মোতালেব এর সভাপতিত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা আলোকদিয়া ইসলামিয়া আলিম মডেল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বহুলী ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাব এস এম রেজাউর রহমান ফিরোজ,জনাব মোঃ হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক, বহুলী ইউনিয়ন বিএনপি'। জনাব মোঃ ফেরদৌস আলী সাবেক সহ-সভাপতি বহুলী ইউনিয়ন বিএনপি। সহ-সভাপতি, মোঃ ফেরদৌস আলী মন্ডল।
মোঃ মাহমুদুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
সালেহ মাহমুদ মিয়া বাবু, সাবেক সহ সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক বহুলী ইউনিয়ন বিএনপি।
মোঃ আমিনুল ইসলাম দুলাল,সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল। মোঃ সোহাগ খান সদস্য জেলা স্বেচ্ছাসেবক দল,
মোঃ রেজাউল করিম তালুকদার, সহকারী আইনজীবী জেলা জজ কোর্ট সিরাজগঞ্জ।
মোঃ আবু তোহা পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,বহুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
মোঃ আশিকুর রহমান,সহ সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল ,মোঃ ইমরান হোসেন সভাপতি বহুলী ইউনিয়ন ছাত্রদল ও জামিল মেম্বার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

显示更多

 0 注释 sort   排序方式


下一个