close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

সিরাজগঞ্জে তিন আয়োজনে খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

3 意见· 16/08/25
Juwel Hossain
Juwel Hossain
37 订户
37
政治

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনগুলো হয়—সিরাজগঞ্জ শহরের বানোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদে, রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে এবং জেলা বিএনপির দলীয় কার্যালয় সহ জেলার বিভিন্ন জায়গায়। প্রতিটি আয়োজনেই দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।

শুক্রবার জুমার নামাজ শেষে ঐতিহাসিক বানোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।

মাহফিলে অংশ নেন স্থানীয় মুসল্লি, বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। মির্জা মোস্তফা জামান বলেন— “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা চান না, চান কেবল মানুষের ভালোবাসা ও দোয়া। আমরা তাই এখানে সমবেত হয়েছি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করতে।”

এসময় মসজিদের ইমাম বিশেষ মোনাজাতে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করেন।

বিকেলে অনুষ্ঠিত হয় রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে দ্বিতীয় আয়োজন। এখানেও প্রধান অতিথি ছিলেন মির্জা মোস্তফা জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম.এ ওয়াহাব, বড় বাজার ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ্ সরদার, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান (মনির) প্রমুখ। সভাপতিত্ব করেন রংমিস্ত্রি জাতীয়তাবাদী শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ আছের আলী।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাঁর সুস্থতা, দেশের সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়।

দিনের শেষ আয়োজন হয় সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন সাইদুর রহমান বাচ্চু। এখানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অদম্য নেতৃত্ব। তাঁর অসুস্থতা দেশের রাজনীতির জন্য এক শূন্যতা তৈরি করেছে। তাই দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়।

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে আয়োজিত এই দোয়া মাহফিল শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়—এগুলো ছিল নেতাকর্মীদের হৃদয়ের টান ও শ্রদ্ধার প্রকাশ। মসজিদের নীরবতা, শ্রমিক সংগঠনের আন্তরিকতা এবং দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকতা—সব মিলিয়ে দিনটি সিরাজগঞ্জ জেলা বিএনপির জন্য হয়ে ওঠে ভালোবাসা, ঐক্য ও প্রার্থনার দিন।

显示更多

 0 注释 sort   排序方式


下一个