close

লাইক দিন পয়েন্ট জিতুন!

اگلا

শরীয়তপুরের কীর্তিনাশা নদীর নির্মানধীন ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা উড়াল সেতুর সংলগ্ন নড়িয়া বাজার ব্রীজ

1 مناظر· 19/06/25
SHARIF MIA
SHARIF MIA
111 سبسکرائبرز
111

⁣শরীয়তপুরের কীর্তিনাশা নদীর নির্মানধীন ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা উড়াল সেতুর সংলগ্ন নড়িয়া বাজার ব্রীজ খেয়া ঘাটের প্রকাশ্য নিলাম হয় বুধবার বেলা ১১ টায় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে বাংলাদেশ অভ্যান্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ চাঁদপুরের কর্মকর্তা এর মোঃ বশির আলী খান, নড়িয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়িয়া উপজেলা পূর্বাঞ্চলের আমির কাজী আবুল বাশার, ইসলামীআন্দোলন বাংলাদেশএর নড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নিজাম উদ্দীন দেওয়ানসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশ্য উন্মুক্ত নিলামে বিল্লাল মাদবর, মনির শেখ ও মনির হোসেন নামের স্থানীয় তিন জন অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে ঘাটের ইজারা পান মোঃ বিল্লাল মাদবর।
সরকারের রাজস্ব আদায় ও ঘাটের শৃংখলা ফিরিয়ে আনতে এই প্রকাশ্য নিলাম দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। পহেলা জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ১ বছরের জন্য ৪ লক্ষ ৭৬ হাজার ২ শত ৫০ টাকা সরকারের রাজস্ব আদায় হয়।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا