تا بعدی

ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠলো পূর্বধলা উপজেলা বিএনপি।

15 بازدیدها· 14/07/25
Md Uzzal Mia
Md Uzzal Mia
6 مشترکین
6
که در سیاست

📢 ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠল পূর্বধলা বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ঘিরে চলমান ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্বধলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ জুলাই ), পূর্বধলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিএনপি নেতা,২০১৮ সালের ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার সাহেব।
বিক্ষোভকারীরা বলেন,

"আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবো না। দেশের বিরুদ্ধে পরিচালিত গোপন চক্রান্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপপ্রয়াস ব্যর্থ হবে।"

মিছিলটি পূর্বধলা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা রেলক্রসিং এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এই মিছিলে অংশ নেন বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন,

"জনগণ আজ জেগে উঠেছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই প্রতীকী প্রতিবাদ প্রমাণ করে — পূর্বধলার মাটি কোনো ষড়যন্ত্রকারীর নিরাপদ আশ্রয় হবে না।"

শেষে একটি সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা সকলকে শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی