close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Susunod

সেতাবগঞ্জসহ বন্ধ ৬ চিনিকল চালুর দাবিতে কর্মসূচি

3 Mga view· 01/12/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 Mga subscriber
4

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > ⁣সারাদেশে বন্ধ ৬ট

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সারাদেশে বন্ধ ৬টি চিনিকল চালুর দাবিতে আজ সোমবার দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলের সামনে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্রমিকসহ আখ চাষিরা।


গেল ২০২০ সালের ১লা ডিসেম্বরুরআ সেতাবগঞ্জ এবং শ্যামপুরসহ দেশের ৬টি চিনিকলে উৎপাদন বন্ধ ঘোষনা করেছিল হাসিনা সরকার। বন্ধের ৫ বছর পূর্তিতে দিনটি স্মরনে আজ কালো পতাকা এবং কালো ব্যাচ ধারন করে কর্মসূচি অংশ নেন তারা।
আন্দোলকারিরা জানান, ফ্যাসিষ্ট সরকার ব্যক্তি স্বার্থে চিনিকলগুলোতে উৎপাদন বন্ধ ঘোষণা করেছিল। শ্রমিক কৃষকদের আন্দোলন দাবির মুখে অর্ন্তবর্তী সরকার ধাপে ধাপেচিনিকলগুলো চালু করার কথা দিলেও বরাদ্ধ অর্থ ছাড় না দেওয়ার চালু করা সম্ভব হয়নি।
কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির দিনাজপুর ২ ( বোচাগঞ্জ- কাহারোল) আসনের সংসদ নির্বাচনের প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। তিনি বলেন যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন সেতাবগঞ্জ চিনিকল চালু করতে হবে। তবে বিএনপি ক্ষমতায় আসলে বন্ধ চিনিকল চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
###

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod