close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পরবর্তী আসছে

সেই হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন জামায়াত নেতা

14 ভিউ· 21/06/25
Jiten Das
Jiten Das
3 সাবস্ক্রাইবার
3
ভিতরে জেলার খবর

⁣কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার ভুল কাগজে স্বাক্ষর না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধরের ঘটনায় হাত ধরে ক্ষমা চেয়েছেন জামায়াত নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান।
সাইদুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে সিনিয়র স্টাফ নার্স আতোয়ারা খাতুনের অবসরের ইনক্রিমেন্টের বিলের জন্য চাপ দিচ্ছিলেন। তবে তার কিছু কাগজপত্রে ভুল ছিল। এ কারণে ওই বিলে কাগজে স্বাক্ষর করা হয়নি। তিনি বলেন, জানতে পেরেছে যাদের সঙ্গে নিয়ে এসেছিল, তারা জামায়াতের নেতাকর্মী। আমাকে বিলে স্বাক্ষর দেওয়ার জন্য চাপ দিলে অস্বীকৃতি জানান তিনি। এ সময় কিছু বুঝে উাার আগেই আমাকে মারধর শুরু করেন তারা। পরে ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আমার অফিসে এসে উপস্থিত সকলের সামনে আমার হাত ধরে ক্ষমা চেয়েছেন ওই জামায়াত নেতারা।

আরো দেখুন

 0 মন্তব্য sort   ক্রমানুসার


পরবর্তী আসছে