ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
রজব আলী মেমোরিয়াল কলেজে বিএনপি’র বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে রোববার (৩১ আগস্ট) দুপুরে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি, জেলা ড্যাব সভাপতি ডা. এম এ লতিফ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
বৃক্ষরোপণের তাৎপর্য তুলে ধরে মির্জা মোস্তফা জামান বলেন, “আজকের এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি জীবন বাঁচানোর সংগ্রাম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ আজ চরম ঝুঁকিতে। প্রতিদিন যত গাছ কাটা হচ্ছে, তার তুলনায় রোপণ হচ্ছে সামান্য। তরুণ প্রজন্মকে এই পরিস্থিতি বদলাতে হবে।”
সভাপতি ডা. এম এ লতিফ বলেন, “গাছ হচ্ছে পরিবেশের ওষুধ। অক্সিজেন ছাড়া যেমন জীবন অসম্ভব, তেমনি গাছ ছাড়া প্রকৃতি অচল। আজকের এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ-সচেতনতা তৈরির একটি প্রচেষ্টা মাত্র। ভবিষ্যতে এ উদ্যোগ আরও বড় পরিসরে চালিয়ে যাওয়া হবে।”
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম সরকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু পাঠ্যপুস্তক নয়, শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে হবে। গাছ লাগানো যেমন দায়িত্ব, তেমনি এর যত্ন নেওয়া আরও বড় দায়িত্ব।”
বক্তারা একবাক্যে মত দেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে মৌসুমি উদ্যোগে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে নবনির্বাচিত সভাপতি ডা. এম এ লতিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, সাবেক ভিপি টার্গেট হায়দার, জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবনেতা ওলি প্রমুখ।