下一个

পশুর হাটে বিদ্যুৎপৃষ্টে ঝলসে গেল কিশোরের শরীর

10 意见· 04/06/25
Imran Hossain
Imran Hossain
2 订户
2
国家

চট্টগ্রামের কর্ণফুলীতে হাসপাতালের জায়গায় বসা ইজারাবিহীন পশুর হাটে বিদ্যুৎপৃষ্টে মোহাম্মদ রিয়াদ (১৪) নামে এক কিশোরের ঝলসে যাওয়ার ঘটনা ঘটে।

বুধবার বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বসা ফকিনীরহাট পশুর হাটে এ ঘটনা ঘটে। আহত রিয়াদ বড়উঠান ইউনিয়নের ফাজিলখার হাট এলাকার মো. ইব্রাহিমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে হাটের আয়োজক ও বড়উঠান ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. সাজ্জাদ হোসেন বলেন, ভূমি অফিসের অধীনে হাসপাতালের মাঠে পশুর হাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন আহতের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে পশুর বাজার দেখতে গেছিল। পশুর বাজারে বৈদ্যুতিক তারের লেগে এ ঘটনা ঘটে। এসময় হাটে থাকা লোকজনের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

জানা গেছে, বড়উঠান ইউনিয়নের ফকিনীরহাট বাজারটি খাস কালেকশন আদায় করছিল ভূমি অফিস। তারাই হাসপাতালের মাঠে পশুর হাটটি বসিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘পশুর হাটে বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত এক কিশোরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে বলে আমি শুনেছি। তার বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।’

显示更多

 1 注释 sort   排序方式


Motior Rahman Sumon
Motior Rahman Sumon 29 天 前

dukkhojonk

0    0 回复
显示更多

下一个