close

লাইক দিন পয়েন্ট জিতুন!

التالي

প্রধান উপদেষ্টার ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে - জামায়াতের সেক্রেটারি জেনা

6 المشاهدات· 18/04/25
Rabiul Alam
Rabiul Alam
3 مشتركين
3

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা।।

প্রধান উপদেষ্টার ঘোষিত ডেট লাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কুমিল্লা প্রতিনিধি রবিউল আলম এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত..

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে লাকসাম স্কুল মাঠের আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর
সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার আমীর মোহাম্মদ জয়নাল আবেদিনR পাটোয়ারীর সভাপতিেত্ব বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ আব্দুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির মোঃ শাহজাহান এডভোকেট, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন সিদ্দিকী,এডভোকেট বদিউল আলম সুজনসহ অনেকে।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي