close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
পাট দিয়ে অত্যাধুনিক মিনি কমব্যাট ভেহিকল তৈরি।
1
0
11 צפיות·
05/07/25
, বাংলাদেশে একজন যুবক পাট দিয়ে একটি মিনি কমব্যাট ভেহিকেল তৈরি করেছেন। চট্টগ্রামের বুলবুল আহমেদ নামের এই যুবক ৫২ ঘণ্টা সময় ব্যয় করে এই অত্যাধুনিক গাড়িটি তৈরি করেন। গাড়িটির বডিতে পাটের আঁশ ব্যবহার করা হয়েছে।
বুলবুল আহমেদ মূলত পাটের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে কাজ করেন এবং এই গাড়িটি তার একটি উদ্ভাবনী প্রচেষ্টা। তিনি জানান, গাড়ির চেসিস রিসাইকেল স্টিল দিয়ে তৈরি এবং বডিতে পাটের তৈরি বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। এই গাড়িটি দেখতে অনেকটা রেসিং কারের মতো এবং ঘণ্টায় ১৬২ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম।
বিভিন্ন সংবাদ মাধ্যম এই গাড়িটি সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এই যুবকের মেধা ও উদ্ভাবনী ক্ষমতাকে প্রশংসা করা হয়েছে।
להראות יותר
0 הערות
sort מיין לפי