close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

4 بازدیدها· 12/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
11 مشترکین
11
که در سیاست

⁣বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,পাঁচবিবি উপজেরার বাগজানা ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে বাগজানা ইউনিয়ন পরিষদ মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগজানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ মুছা হারুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টার,উপজেলা সেক্রেটারি মোঃ সামসুল আলম মাস্টার,বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ তৌফিকুল ইসলাম,শিরট্টি ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগঠনের চলমান কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের কল্যাণে দোয়া করা হয়।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی