close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

下一个

অপহরণ সন্দেহে গণপিটুনি। অবশেষে জানা গেল আসল ঘটনা।

466 意见· 27/03/25
Badsha Alamgir
Badsha Alamgir
8 订户
8

⁣অপহরণ সন্দেহে গণপিটুনি। অবশেষে জানা গেল আসল ঘটনা।
কুষ্টিয়ায় দুটি ছেলেকে অপহরণের সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে সাধারণ জনগণ। জানাযায় গত ২৫ মার্চ সোমবার ১৫ বছরের একটু ছেলেকে অপহরণ করে মারধোর করছিলো পরে এলাকাবাসী দেখে গনপিটুনি দেয়। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়।


কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন এটি কোন অপহরণ নয়, তারা তিনজন একে অপরকে অনেক আগে থেকে চেনে এবং একই স্কুলে পড়াশোনা করে। তাদের মধ্যে একটি ভিডিও নিয়ে ঝামেলা হয় ঠিক ওই সময় এলাকাবাসী দেখে ফেলে। পরে ওই ভুক্তভোগী ছেলের বাবা এসে দাবি করে আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। এই কথা শুনে এলাকাবাসী কোন যাচাই-বাছাই না করেই এই দুটি ছেলেকে অপহরণকারী বলে গণপিটুনি দেয়, পরে আমরা খবর পেয়ে ছেলে দুটিকে উদ্ধার করে নিয়ে আসি। থানায় নিয়ে আসার পরে দুই পক্ষের থেকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


যে দুটি ছেলেকে গণপিটুনি দেওয়া হয়েছে, সেই দুটি ছেলে এটির সঠিক বিচার চাই কারণ সোশ্যাল মিডিয়া তাদের এই গণপিটুনি খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। তারা এখন সমাজে মুখ দেখাতে পারছে না।

显示更多

 0 注释 sort   排序方式


下一个